2x + 3y - 12 = 0 রেখাটি x- অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাংক-
A
(0, 6)
B
(6, 0)
C
(0, - 6)
D
(- 6, 0)
উত্তরের বিবরণ
প্রশ্ন: 2x + 3y - 12 = 0 রেখাটি x- অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাংক-
সমাধান:
প্রদত্তরেখা 2x + 3y - 12 = 0
x -অক্ষের ছেদবিন্দুতে y = 0
∴ 2x - 12 = 0
বা, 2x = 12
বা, x = 12/2
∴ x = 6
∴ x- অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাং = (6, 0) ।

0
Updated: 1 month ago
নিচের কোন তথ্যটি সঠিক?
Created: 1 week ago
A
রেখার দৈর্ঘ্য আছে
B
রেখার প্রস্থ আছে
C
রেখার উচ্চতা আছে
D
রেখার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে
সমাধান:
রেখা: বিন্দুর চলার পথকে রেখা বলে।
বৈশিষ্ট্য:
- রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই।
- রেখা একমাত্রিক এবং উভয়দিকে সীমাহীন।
- রেখার কোন প্রান্তবিন্দু নেই।
প্রকারভেদ: রেখা দুই প্রকার। যথা: সরলরেখা এবং বক্ররেখা।

0
Updated: 1 week ago
কোন বিন্দুর স্থানাঙ্ক (x, y) হলে, মূল বিন্দুর দূরত্ব কত?
Created: 1 month ago
A
√x + y
B
√(x2 + y2)
C
√(x + y)2
D
x + y
প্রশ্ন: কোন বিন্দুর স্থানাঙ্ক (x, y) হলে, মূল বিন্দুর দূরত্ব কত?
সমাধান:
মূল বিন্দুর স্থানাঙ্ক = (0, 0)
একটি বিন্দু (x, y)
∴ দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব = √{(x - x1)2 + (y - y1)2}
= √{(x - 0)2 + (y - 0)2}
= √(x2 + y2)

0
Updated: 1 month ago