শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
A
মিসর
B
ইরাক
C
ইরান
D
থাইল্যান্ড
উত্তরের বিবরণ
থাইল্যান্ড
-
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
-
দেশটির ভূগোল বৈচিত্র্যময়: উত্তর দিকে আছে পাহাড়ি বনাঞ্চল, কেন্দ্রীয় অংশে উর্বর ধানের মাঠ, উত্তর-পূর্বে বিস্তৃত মাটি এবং দক্ষিণ উপদ্বীপে সুন্দর সমুদ্রতট।
-
'থাই' শব্দের অর্থ মুক্ত, তাই 'থাইল্যান্ড' মানে মুক্ত ভূমি।
-
রাজধানী: ব্যাংকক।
-
মুদ্রা: বাথ।
ঐতিহাসিক তথ্য
-
প্রাচীনকালে থাইল্যান্ডকে শ্যাম দেশ বলা হতো।
-
১৯৩৯ সাল পর্যন্ত দেশটির নাম শ্যাম ছিল।
-
থাইল্যান্ড কখনও ইউরোপীয় ঔপনিবেশের অধীনে আসেনি।
-
১৯৩২ সালে একটি বিপ্লবের মাধ্যমে থাইল্যান্ডের নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তর ঘটে। এরপর থেকে দেশটি নির্বাচিত সংসদ দ্বারা শাসিত হচ্ছে।
সূত্র: Britannica

0
Updated: 1 month ago
জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কী বুঝায়?
Created: 1 month ago
A
নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
B
পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
C
পাঁচটি জাতিসংঘ সংস্থা
D
উপরের কোনোটিই নয়
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UN Security Council)
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মোট ১৫ জন সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দেশগুলো, যাদের একত্রে পি-৫ (P5) বলা হয়। এই পাঁচ স্থায়ী সদস্য হলো:
-
চীন
-
ফ্রান্স
-
রাশিয়া
-
যুক্তরাজ্য
-
যুক্তরাষ্ট্র
নিরাপত্তা পরিষদ নতুন সদস্য রাষ্ট্রের নির্বাচন এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে নিয়োগে সুপারিশ প্রদান করে। উদাহরণস্বরূপ:
-
সাধারণ পরিষদ নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদের সুপারিশ গ্রহণ করে।
-
মহাসচিব এবং আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ সুপারিশ করে।
-
মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে।
নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কিত বিস্তারিত জাতিসংঘ সনদের ২৩নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।
উৎস: UN Security Council ওয়েবসাইট

0
Updated: 1 month ago
প্রেসিডেন্ট উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
Created: 1 month ago
A
৯
B
১২
C
১৩
D
১৪
উড্রো উইলসনের ১৪ দফা ও জাতিসংঘের ভিত্তি
উড্রো উইলসন
-
উড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট।
-
১৯১৮ সালের ৮ জানুয়ারি, তিনি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তি প্রতিষ্ঠা এবং ইউরোপে স্থায়ী স্থিতিশীলতার জন্য একটি বক্তৃতা দেন।
-
এই বক্তৃতায় তিনি ১৪ দফার প্রস্তাবনা উপস্থাপন করেন।
-
এর ১৪ নং দফায় তিনি একটি আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ জাতিসংঘ বা লীগ অব নেশনস (League of Nations) গঠনের আহ্বান জানান, যা বিশ্বে শান্তি ও সহযোগিতা নিশ্চিত করবে।
লীগ অব নেশনস (League of Nations):
-
এটি প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
-
১৯২০ সালের ১০ জানুয়ারি, প্যারিস শান্তি সম্মেলনে গঠন করা হয়।
-
প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।
-
উদ্যোক্তা: মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
মূল লক্ষ্য:
-
সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা।
-
একে অপরকে আক্রমণ থেকে বিরত রাখা।
-
কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করা হলে সম্মিলিতভাবে সহায়তা করা।
-
সংখ্যালঘু সমস্যার সমাধান ও ম্যান্ডেট বিষয়ক আলোচনা।
-
সংগঠন ও কার্যক্রম:
-
দুটি মূল অঙ্গ: কাউন্সিল এবং সাধারণ পরিষদ।
-
শক্তিশালী ৫ রাষ্ট্রের সদস্য: ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান।
-
পাশাপাশি ৪টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রাখা হয়।
-
১৯৩০-এর দশকে বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হওয়ার পর, সাংগঠনিক দুর্বলতার কারণে এটি ২০ এপ্রিল ১৯৪৬ সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 1 month ago
২০২০ সালে প্রকাশিত “আইনের শাসন” সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
Created: 1 month ago
A
ডেনমার্ক
B
নরওয়ে
C
জার্মানি
D
সিঙ্গাপুর
২০২০ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা World Justice Project (WJP) প্রকাশিত বৈশ্বিক আইনের শাসন সূচকে শীর্ষ দেশ হিসেবে নির্বাচিত হয় ডেনমার্ক। এই প্রতিষ্ঠানটি বিশ্বের আইন ব্যবস্থা ও সুশাসনের অবস্থা মূল্যায়ন করে প্রতিবছর একটি সূচক প্রকাশ করে থাকে।
-
World Justice Project (WJP) একটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান।
-
এটি বিশ্বব্যাপী আইন ব্যবস্থা ও সুশাসন নিয়ে কাজ করে।
-
২০০৯ সাল থেকে প্রতিবছর বিভিন্ন দেশের আইন ব্যবস্থা ও সুশাসনের অবস্থা মূল্যায়ন করে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে।
-
প্রতিবেদনটি WJP Rule of Law Index শিরোনামে প্রকাশিত হয়।
আইনের শাসনের সূচক তৈরিতে যে ৮টি বিষয় বিবেচনা করা হয়:
-
রাষ্ট্রীয় ক্ষমতার সীমাবদ্ধতা
-
নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ
-
জননিরাপত্তা
-
মৌলিক অধিকার
-
দুর্নীতি
-
সরকারি তথ্য প্রকাশ
-
দেওয়ানি বিচার
-
ফৌজদারি বিচার
World Justice Project Rule of Law Index 2023 অনুযায়ী:
-
প্রকাশকাল: অক্টোবর, ২০২৩
-
অন্তর্ভুক্ত দেশ: ১৪২টি
প্রতিবেদনের শীর্ষ দেশসমূহ:
-
ডেনমার্ক
-
নরওয়ে
-
ফিনল্যান্ড
সর্বনিম্ন অবস্থান: ভেনেজুয়েলা
বাংলাদেশের অবস্থান: ১২৭তম
উৎস: World Justice Project ওয়েবসাইট

0
Updated: 1 month ago