A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
মালদ্বীপ
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
নেপালকে ১৯৬২ ও ১৯৯০ সালের সংবিধানের মাধ্যমে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল। ২০০৭ সালের জানুয়ারিতে, অন্তর্বর্তীকালীন সংসদের মাধ্যমে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হলেও,
তখন ধর্মের স্বাধীনতাকে বিশেষভাবে প্রভাবিত করে এমন কোনো আইন পরিবর্তন করা হয়নি। তবে ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নেপাল প্রজাতন্ত্র ঘোষণা করা হয়, এবং এর পর নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংবিধানে চিহ্নিত করা হয়।
- অপশনের ৪টি রাষ্ট্র সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র।
উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
Created: 1 week ago
A
বাংলাদেশ-মায়ানমার
B
মিয়ানমার-চীন
C
বাংলাদেশ-ভারত
D
ভারত-মায়ানমার
মংডু ও বাংলাদেশের সীমান্ত
-
মংডু:
মংডু হলো মায়ানমারের রাখাইন প্রদেশের একটি জেলা শহর, যা বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্তে অবস্থিত। মংডু ও বাংলাদেশের টেকনাফ শহরকে আলাদা করেছে নাফ নদী। এছাড়া, টেকনাফ-মংডু সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যও চলে। -
বাংলাদেশের সীমান্তজেলা:
বাংলাদেশের মোট ৩২টি জেলা সীমান্ত সংলগ্ন। এর মধ্যে:-
৩০টি জেলা ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
৩টি জেলা (কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান) মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
রাঙ্গামাটি জেলা বিশেষ, কারণ এটি একমাত্র জেলা যা ভারত ও মায়ানমার—দুই দেশের সাথেই সীমান্তযুক্ত।
-
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, পত্রিকা রিপোর্ট।

0
Updated: 1 week ago
Who is known as the 'Lady of the Lamp'?
Created: 1 week ago
A
Sorojini Naidu
B
Hellen Killer
C
Florence Nightingale
D
Madame Teresa
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
-
ফ্লোরেন্স নাইটিঙ্গেল আধুনিক নার্সিং পেশার অগ্রদূত হিসেবে পরিচিত।
-
তিনি ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন ১২ মে, ১৮২০ সালে।
-
‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামেও তার খ্যাতি আছে।
-
১৩ আগস্ট, ১৯১০ সালে তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন।
নার্সিং এবং স্বাস্থ্য ব্যবস্থায় অবদান:
-
ক্রিমিয়ার যুদ্ধে (১৮৫৩–১৮৫৬) আহত সৈন্যদের চিকিৎসা দেওয়ার জন্য তিনি সক্রিয়ভাবে কাজ করেন। দিনে কাজ করে রাতে আহত সৈন্যদের সেবা দেওয়ায় তিনি বিশেষ খ্যাতি পান।
-
লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিং পেশাকে পেশাদার রূপ দেওয়ার জন্য ১৮৬০ সালে তিনি ‘নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটি বর্তমানে ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং’ নামে পরিচিত।
-
ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
সম্মাননা:
-
১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
-
প্রথম নারী হিসেবে ১৯০৭ সালে তিনি ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন।
-
১৯০৮ সালে লন্ডন নগরী তাকে ‘অনারারি ফ্রিডম’ উপাধি প্রদান করে।
উৎস: Britannica.

0
Updated: 1 week ago
কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
Created: 3 days ago
A
NATO
B
SALT
C
NPT
D
CTBT
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও সামরিক জোট
1. SALT (Strategic Arms Limitation Talks)
-
উদ্দেশ্য: কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করা।
-
শুরু: ১৯৬৯ সালে, হেলসিংকিতে।
-
পক্ষ: যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।
-
চুক্তি:
-
SALT-I: ২৬ মে ১৯৭২
-
SALT-II: ১৮ জুন ১৯৭৯
-
-
গুরুত্বপূর্ণ শর্ত: পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ‘ফ্রিজ’ করা, কোনো পক্ষ সংখ্যা বাড়াতে পারবে না।
-
অনুপ্রেরণা: Anti-Ballistic Missile Treaty।
2. NPT (Nuclear Non-Proliferation Treaty)
-
উদ্দেশ্য: পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ।
-
স্বাক্ষরিত: ১ জুলাই ১৯৬৮
-
কার্যকর: ৫ মার্চ ১৯৭০
-
স্বাক্ষরকারী দেশ: ১৯১টি
-
পারমাণবিক শক্তিধর দেশ: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল।
3. CTBT (Comprehensive Nuclear Test Ban Treaty)
-
উদ্দেশ্য: সব ধরনের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা।
-
গ্রহণ: জাতিসংঘ সাধারণ পরিষদে ১০ সেপ্টেম্বর ১৯৯৬
-
স্বাক্ষরিত: ২৪ সেপ্টেম্বর ১৯৯৬
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি
4. NATO (North Atlantic Treaty Organisation)
-
স্বরূপ: উত্তর আটলান্টিক চুক্তির ভিত্তিতে তৈরি একটি সামরিক জোট।
-
লক্ষ্য: পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা।
-
প্রতিষ্ঠিত: ৪ এপ্রিল ১৯৪৯
-
সদস্য:
-
প্রতিষ্ঠাতা: ১২টি
-
বর্তমান: ৩২টি (সর্বশেষ: সুইডেন)
-
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক
উল্লেখযোগ্য:
-
SALT, NPT, CTBT পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত।
-
NATO পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নয়; এটি একটি সামরিক জোট।
উৎস: Arms Control Association, NATO অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 days ago