A
ফিজি
B
ভ্যাটিকান
C
কুয়েত
D
মালদ্বীপ
উত্তরের বিবরণ
ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ০.৪৯ বর্গকিলোমিটার।
- ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি।
- ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান।
- ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত।
- এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।
উৎস: Statistica ওয়েবসাইট। Britannica.

0
Updated: 1 week ago
'লয়াজিরগা' কোন দেশের আইন সভা?
Created: 1 week ago
A
ফিজি
B
সিরিয়া
C
লেবানন
D
আফগানিস্তান
আফগানিস্তান
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।
- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।
উল্লেখ্য,
- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়।
- ১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।
উৎস: National Geographic Kids ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
'কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
Created: 3 days ago
A
ভারত ও নেপাল
B
পাকিস্তান ও চীন
C
ভুটান ও ভারত
D
বাংলাদেশ ও ভারত
কালাপানি অঞ্চল
কালাপানি হলো ভারত ও নেপালের মধ্যে বিতর্কিত একটি এলাকা। এটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত এবং বর্তমানে ভারতের প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
মূল তথ্য:
-
নেপাল ও ভারতের মধ্যে প্রায় ১৬ হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।
-
এই সীমান্তে কয়েকটি স্থানের ওপর বিরোধ আছে। বিশেষ করে কালাপানি, লিপুলেখ এবং সুস্তা অঞ্চলের ওপর দ্বিপাক্ষিক মতভেদ দেখা যায়।
-
কালাপানি নেপালের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত, যার দক্ষিণে ভারতের কুমায়ুন অঞ্চল এবং উত্তরে চীনের তিব্বত রয়েছে।
-
এই অঞ্চল ভারত, নেপাল ও চীনের সংযোগস্থল হিসেবে পরিচিত।
উৎস: BBC, ১৯ মে ২০২০

0
Updated: 3 days ago
সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
Created: 3 days ago
A
ইতালি
B
ইংল্যান্ড
C
ফ্রান্স
D
রাশিয়া
সামন্তবাদ ও এর সূত্রপাত
সামন্তবাদ হলো মধ্যযুগে ইউরোপে ভূমিভিত্তিক শাসনব্যবস্থা, যেখানে জমির মালিকানা ও শাসনের উপর ভিত্তি করে সমাজ ও রাজনীতি গড়ে উঠেছিল। মূলত এটি ছিল জমিদারের মাধ্যমে পরিচালিত রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা।
ইতিহাসে দেখা যায়, ইউরোপে সামন্তবাদের প্রথম সূত্রপাত হয় ইতালিতে। তখন পবিত্র রোমান সাম্রাজ্য রাজতন্ত্র ও পোপতন্ত্র দ্বারা পরিচালিত হতো। পঞ্চদশ শতকে ইউরোপে রেনেসাঁসের প্রভাবে সাম্রাজ্য ভেঙ্গে পড়তে শুরু করে এবং দক্ষিণ ইউরোপের ফ্লোরেন্স, ভেনিস, জেনোয়া প্রভৃতি অঞ্চলের বণিকেরা স্বাধীনভাবে বাণিজ্য পরিচালনা করতে থাকে। এর ফলে দক্ষিণ ইতালিকে কেন্দ্র করে একটি স্বাধীন বাণিজ্যিক অর্থনীতি গড়ে ওঠে। ধীরে ধীরে এই প্রক্রিয়ায় সামন্তবাদের পরিবর্তে বাণিজ্যবাদ প্রতিষ্ঠিত হয়।
উল্লেখযোগ্য:
-
পঞ্চদশ শতকে ইউরোপে সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতিতে যে বড় পরিবর্তন শুরু হয়, সেটাই সাধারণভাবে ইউরোপের রেনেসাঁস বা নবজাগরণ নামে পরিচিত।
-
যেহেতু নবজাগরণ ইতালিতে শুরু হয়, তাই অনেক ইতিহাসবিদ এটিকে ইতালিয়ান রেনেসাঁস হিসেবে অভিহিত করেন।
দ্রষ্টব্য: সামন্তবাদের সূত্রপাত নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ইতিহাসবিদ রোমানদের পেট্রোসিয়াম এবং জার্মানদের কমিটেটাস থেকে এটি উদ্ভব বলে মনে করেন। অন্যদিকে, ফ্রান্সেও ভূস্বামী ও প্রজার মধ্যে সামন্তবাদের অনুরূপ ব্যবস্থা ছিল। তবে মূলত রোমান সাম্রাজ্যের পতনের পর এটি প্রসারিত হওয়ায় ইতালি প্রায়শই সূত্র হিসেবে উল্লেখ করা হয়।
উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।, World History Encyclopedia.

0
Updated: 3 days ago