A
লন্ডন
B
নিউইয়র্ক
C
প্যারিস
D
ভিয়েনা
উত্তরের বিবরণ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
-
সংস্থার সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য-এ অবস্থিত।
-
সংস্থার বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড, যিনি ফ্রান্সের নাগরিক।
-
অ্যাগনেস ক্যালামার্ডকে ২০২১ সালে মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে।
উৎস: Amnesty International ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
Created: 1 month ago
A
হংকং
B
শ্রীলংকা
C
ম্যাকাউ
D
বাংলাদেশ
ম্যাকাও
-
ম্যাকাও চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত।
-
এটি আগে পর্তুগালের উপনিবেশ ছিল।
-
চীন সাগরে অবস্থিত এই দ্বীপটি এশিয়ায় ইউরোপীয় উপনিবেশের মধ্যে সর্বশেষটি ছিল।
⇒ দ্বৈত অর্থনীতি:
-
চীনের ‘এক দেশ, দুই নীতি’ নীতির আওতায় হংকং ও ম্যাকাও অঞ্চলগুলোকে নিজেদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটিশ শাসন থেকে হংকং এবং ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগালের শাসন থেকে ম্যাকাও ৫০ বছরের জন্য চীনের অধীনে আসে।
-
হংকং-এর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই “এক দেশ, দুই নীতি” নীতি গৃহীত হয়েছে।
-
ম্যাকাও হলো ২০শ শতাব্দীর শেষ দিকে উপনিবেশবাদের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করা সর্বশেষ অঞ্চল।
উৎস: i) Britannica
ii) World Atlas

0
Updated: 1 month ago
হারারে'র পূর্ব নাম কি?
Created: 2 weeks ago
A
সলসবেরি
B
রোডেসিয়া
C
জিবুতি
D
জায়ারে
হারারে
-
জিম্বাবুয়ের রাজধানী শহর হারারে।
-
এটি দেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত।
-
আগে এর নাম ছিল সলসবেরি।
জিম্বাবুয়ে
-
জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ।
-
রাজধানী: হারারে
-
সরকারি ভাষা: ইংরেজি
-
মুদ্রা: জিম্বাবুয়ান ডলার
-
এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ।
অতিরিক্ত তথ্য
-
জিম্বাবুয়ের পুরনো নাম ছিল দক্ষিণ রোডেশিয়া।
-
ফরমোজার বর্তমান নাম হলো তাইওয়ান।
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
'গ্রিনপিস' যাত্রা শুরু করে -
Created: 3 days ago
A
১৯৪৫
B
২০১১
C
২০১৩
D
১৯৭১
গ্রিনপিস (Greenpeace)
গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা, যা ১৯৭১ সালে কানাডার ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়ায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদর দফতর আমস্টারডাম, নেদারল্যান্ডসে অবস্থিত।
সংক্ষিপ্ত ইতিহাস:
-
১৯৬৯ সালে পারমাণবিক শক্তি এবং পারমাণবিক বোমার পরীক্ষা রোধ করার উদ্দেশ্যে "Don’t Make a Wave Committee" গঠন করা হয়।
-
১৯৭১ সালে এই কমিটি ‘গ্রিনপিস’ নামে পরিচিত হয়।
উদ্দেশ্য:
গ্রিনপিস মূলত পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, বন্য পরিবেশ ধ্বংস রোধ, গ্লোবাল ওয়ার্মিং কমানো, অতিরিক্ত মৎস্য শিকার ও বানিজ্যিক তিমি শিকার বন্ধ এবং পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ন্ত্রণে কাজ করে।
বিশ্বব্যাপী কার্যক্রম:
গ্রিনপিসের কার্যক্রম ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তৃত। এটি ৫৫টিরও বেশি দেশে ২৫টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থা এবং একটি সমন্বয়কারী সংস্থা, Greenpeace International-এর মাধ্যমে পরিচালিত হয়।
উৎস: Greenpeace International ওয়েবসাইট।

0
Updated: 3 days ago