আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
A
ফিজি
B
ভ্যাটিকান
C
কুয়েত
D
মালদ্বীপ
উত্তরের বিবরণ
ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ০.৪৯ বর্গকিলোমিটার।
- ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি।
- ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান।
- ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত।
- এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।
উৎস: Statistica ওয়েবসাইট। Britannica.

0
Updated: 1 month ago
কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট?
Created: 1 month ago
A
মিয়ানমার
B
চীন
C
সিঙ্গাপুর
D
ব্রুনাই
মিয়ানমার (বার্মা)
-
রাজধানী: নেপিদো
-
মুদ্রা: কিয়াট
-
প্রধান ভাষা: বার্মিজ
-
বর্তমান প্রেসিডেন্ট: মিন্ট সোয়ে
-
সীমান্ত রক্ষী বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (BGP)
-
আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট
সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস:
মিয়ানমার ১৯৬২ থেকে ২০১১ পর্যন্ত প্রায় ৪৭ বছর ধরে জান্তা শাসনের অধীনে ছিল। ২০১১ সালে সামরিক বাহিনী সীমিত ক্ষমতা দিয়ে বেসামরিক সরকারের হাতে নিয়ন্ত্রণ হস্তান্তর করে। ২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বে এনএলডি দল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সাং সু চি ও তার সরকার উৎখাত হয়।
আইনসভা কাঠামো:
মিয়ানমারের আইনসভা দুই কক্ষে বিভক্ত:
-
নিম্নকক্ষ: পিথু হুততাও
-
উচ্চকক্ষ: অ্যামিয়োথা হুততাও
তুলনামূলক তথ্য:
চীন, সিঙ্গাপুর, ও ব্রুনাই-এর আইনসভা এককক্ষ বিশিষ্ট।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
নিম্নের কোন দেশে সমুদ্র বন্দর নাই?
Created: 1 week ago
A
মঙ্গোলিয়া
B
আজারবাইজান
C
লাওস
D
উপরের সবগুলো
সমুদ্র বন্দরহীন দেশ বলতে বোঝায় সেই সব দেশ যাদের কোনো সমুদ্র বা সাগরের সাথে সীমান্ত নেই। ইংরেজিতে এ ধরনের দেশকে Landlocked country বলা হয়। এই ধরনের দেশ সাধারণত অন্য দেশগুলোর মধ্যে ঘেরা থাকে এবং সরাসরি সামুদ্রিক বাণিজ্য করতে পারে না।
এশিয়ার কয়েকটি প্রধান স্থল বেষ্টিত দেশ হলো:
-
আফগানিস্তান (Afghanistan)
-
আর্মেনিয়া (Armenia)
-
আজারবাইজান (Azerbaijan)
-
ভুটান (Bhutan)
-
তুর্কমেনিস্তান (Turkmenistan)
-
কাজাখস্তান (Kazakhstan)
-
কিরগিজস্তান (Kyrgyzstan)
-
লাওস (Laos)
-
মঙ্গোলিয়া (Mongolia)
-
নেপাল (Nepal)
-
তাজিকিস্তান (Tajikistan)
-
উজবেকিস্তান (Uzbekistan)

0
Updated: 1 week ago
আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
Created: 1 month ago
A
প্রাচীন গ্রীস সময়কাল
B
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
C
১৬০০-১৮০০ সাল
D
প্রাচীন রোম সময়কাল
আধুনিক রাষ্ট্রব্যবস্থা
নিকোলো ম্যাকিয়াভেলী (১৪৬৯–১৫২৭) আধুনিক রাষ্ট্রচিন্তার অন্যতম পুরোধা। তিনি ইতালির ফ্লোরেন্স শহরের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জীবনের বিভিন্ন উত্থান-পতনের মধ্যে, তিনি তাঁর বিখ্যাত গ্রন্থ ‘দি প্রিন্স’ (১৫৩২) রচনা করেন,
যা আধুনিক রাষ্ট্রচিন্তার মূল বিষয়গুলোকে সংক্ষেপে উপস্থাপন করে। এছাড়া তাঁর অন্যান্য রাজনৈতিক রচনার মধ্যে ‘ডিসকোর্স’ এবং ‘দি আর্ট অব ওয়ার’ উল্লেখযোগ্য।
ম্যাকিয়াভেলীর রাষ্ট্রচিন্তার প্রভাব:
-
ইতালির রাজনৈতিক পরিস্থিতি: তখনকার সময় ইতালি ভিন্ন খণ্ডে বিভক্ত এবং রাজনৈতিকভাবে দুর্বল ছিল। ম্যাকিয়াভেলী জাতীয় চেতনায় দেশকে একত্রিত করতে এবং একটি শক্তিশালী শাসন ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন।
-
রেনেসাঁর প্রভাব: নবজাগরণের সময়ে জন্ম নেওয়া ম্যাকিয়াভেলী রাজনৈতিক বিষয়গুলোকে ধর্মীয় ও নৈতিকতার সীমাবদ্ধতা থেকে মুক্ত করে বাস্তবসম্মত ও পৃথিবীবান্ধব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেন।
আধুনিক রাষ্ট্রচিন্তার অন্যান্য তাত্ত্বিকরা: ম্যাকিয়াভেলীর পাশাপাশি থমাস হব্স, জন লক, জঁ বেদিন প্রমুখও আধুনিক রাষ্ট্র কাঠামোর তাত্ত্বিক উন্নয়ন ঘটান।
ইতিহাসে প্রেক্ষাপট:
১৬০০–১৮০০ সাল ইউরোপে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে রেনেসাঁর ছোঁয়া সাহিত্য, শিল্প, বিজ্ঞান ও রাষ্ট্রচিন্তা সহ সবক্ষেত্রে পরিবর্তন আনে। সামন্ততান্ত্রিক কাঠামোর সঙ্গে সংঘাত এবং সামাজিক পরিবর্তনের ফলে আধুনিক রাষ্ট্রের ধারণা প্রতিষ্ঠিত হতে শুরু করে।
উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, SSHL, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago