'আরব বসন্ত' বলতে কী বুঝায়?
A
আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
B
আরব অঞ্চলে বসন্তকাল
C
আরব রাজতন্ত্র
D
আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
উত্তরের বিবরণ
আরব বসন্ত
আরব বসন্ত হলো আরব বিশ্বের বিভিন্ন দেশে জনগণের গণজাগরণের আন্দোলন। এটি ২০১০ সালের শেষের দিকে শুরু হয়, যখন সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দাবিতে বিক্ষোভ শুরু করে। এই আন্দোলনের ফলে বহু দেশেই দীর্ঘ সময় ক্ষমতায় থাকা স্বৈরশাসকরা ক্ষমতাচ্যুত হন। আরব বসন্তে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আঞ্চলিক মিডিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূচনা ও বিস্তার:
আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়, যা উত্তর আফ্রিকার একটি দেশ। ২০১০–২০১১ সালে এই আন্দোলনের ঢেউ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো:
-
মিশর: প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হন।
-
লিবিয়া: মুয়াম্মর আল-গাদ্দাফির শাসনকাল শেষ হয়।
-
এছাড়াও সিরিয়া, ইয়েমেন, বাহরাইন ও অন্যান্য দেশে আন্দোলন চলে।
অর্থনৈতিক দিক থেকে এই আন্দোলনের প্রভাবও ছিল বড়। প্রায় পৌনে দুই বছরের মধ্যে শুধু ছয়টি দেশেই (লিবিয়া, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেন) মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ২,০৫৬ কোটি ডলার।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
Created: 1 month ago
A
হোয়াংহো নদীর তীরে
B
ইয়াংসিকিয়াং নদীর তীরে
C
নীলনদের তীরে
D
ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
মেসোপটেমিয়া সভ্যতা (Mesopotamian Civilization)
মেসোপটেমিয়া সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। খ্রিস্টপূর্ব ৪,০০০ সালের দিকে মিশরে নগর সভ্যতা গড়ে উঠার সময় একই সময়ে মেসোপটেমিয়ায়ও নগর সভ্যতার উত্থান ঘটেছিল।
‘মেসোপটেমিয়া’ শব্দটি গ্রিক থেকে এসেছে, যার অর্থ “দুই নদীর মধ্যবর্তী ভূমি।” এটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যে অবস্থিত উর্বর উপত্যকা বোঝাতে ব্যবহৃত হয়। গ্রিক লেখকরা মূলত এই নামকরণ করেছেন।
মেসোপটেমিয়া মূলত দুই ভাগে বিভক্ত ছিল:
-
উত্তর মেসোপটেমিয়া: বর্তমান অ্যাসেরীয় অঞ্চল।
-
দক্ষিণ মেসোপটেমিয়া: মূল মেসোপটেমিয়া অঞ্চল।
আজকের দিনে প্রায় সব অঞ্চল ইরাকের ভেতরে অবস্থিত। তবে সভ্যতার কিছু অংশ সিরিয়া, তুরস্ক, ইরান এবং কুয়েতেও ছিল। মেসোপটেমিয়ার মানুষরা বহু-ঈশ্বরবাদী ধর্মে বিশ্বাস করত।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
আকাবা একটি-
Created: 1 month ago
A
সমুদ্র বন্দর
B
বিমান বন্দর
C
স্থল বন্দর
D
নদী বন্দর
আকাবা জর্ডানের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, যা দেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য বিশেষ ভূমিকা পালন করে। এটি শুধু জর্ডানের প্রধান সমুদ্র প্রবেশপথই নয়, বরং আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহনের ক্ষেত্রেও একটি কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
-
আকাবা জর্ডানের সমুদ্র বন্দর
-
কন্টেইনার পরিবহনের ক্ষেত্রে লাল সাগরের দ্বিতীয় ব্যস্ততম বন্দর
-
জর্ডানের বাজারের প্রাথমিক প্রবেশদ্বার
-
আঞ্চলিক দেশগুলোর মধ্যে পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট

0
Updated: 1 month ago
'Elephant Pass' অবস্থিত?
Created: 1 week ago
A
থাইল্যান্ড
B
দক্ষিণ আফ্রিকা
C
শ্রীলঙ্কা
D
মালয়শিয়া
'Elephant Pass' শ্রীলঙ্কায় অবস্থিত, যা দেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থানগুলির মধ্যে একটি। শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে ধরা হাতিগুলোকে এই উপহ্রদ (lagoon) পেরিয়ে জাফনা উপদ্বীপে নেওয়া হতো। পরে এই স্থানটি সেতু (bridge) দ্বারা সংযুক্ত করা হয় এবং এর নামকরণ করা হয় Elephant Pass।
-
অবস্থান: শ্রীলঙ্কা
-
প্রাথমিক ব্যবহার: শ্রীলঙ্কার বিভিন্ন অংশ থেকে হাতি স্থানান্তর করা
-
পরবর্তীতে উন্নয়ন: উপহ্রদ পার হয়ে সেতু নির্মাণ
-
উল্লেখযোগ্য নাম: Elephant Pass

0
Updated: 1 week ago