A
সিউল
B
আম্মান
C
কায়রো
D
তেহরান
উত্তরের বিবরণ
তাহরির স্কয়ার (Tahrir Square)
-
মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
-
এটি কায়রোর একটি প্রধান জনসমাগমস্থল, যেখানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড হয়।
রেড স্কয়ার (Red Square)
-
রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত।
-
এটি একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, যেখানে সমৃদ্ধ স্থাপত্য নিদর্শন দেখা যায়।
-
রাশিয়ার প্রশাসনিক ক্ষমতার মূল কেন্দ্র ক্রেমলিন এই স্কয়ারের পশ্চিম পাশে অবস্থিত।
-
রেড স্কয়ারে শায়িত রয়েছেন রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন।
তাকসিম স্কয়ার (Taksim Square)
-
তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
-
এখানে প্রধানত ইস্তাম্বুলের অমুসলিম সম্প্রদায়ের বসবাস।
-
তাকসিম স্কয়ারের মাধ্যমে সেক্যুলার তুরস্কের প্রতীক হিসেবে পরিচিত।
উৎস: Britannica

0
Updated: 1 week ago
শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
Created: 1 week ago
A
মিসর
B
ইরাক
C
ইরান
D
থাইল্যান্ড
থাইল্যান্ড
-
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
-
দেশটির ভূগোল বৈচিত্র্যময়: উত্তর দিকে আছে পাহাড়ি বনাঞ্চল, কেন্দ্রীয় অংশে উর্বর ধানের মাঠ, উত্তর-পূর্বে বিস্তৃত মাটি এবং দক্ষিণ উপদ্বীপে সুন্দর সমুদ্রতট।
-
'থাই' শব্দের অর্থ মুক্ত, তাই 'থাইল্যান্ড' মানে মুক্ত ভূমি।
-
রাজধানী: ব্যাংকক।
-
মুদ্রা: বাথ।
ঐতিহাসিক তথ্য
-
প্রাচীনকালে থাইল্যান্ডকে শ্যাম দেশ বলা হতো।
-
১৯৩৯ সাল পর্যন্ত দেশটির নাম শ্যাম ছিল।
-
থাইল্যান্ড কখনও ইউরোপীয় ঔপনিবেশের অধীনে আসেনি।
-
১৯৩২ সালে একটি বিপ্লবের মাধ্যমে থাইল্যান্ডের নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তর ঘটে। এরপর থেকে দেশটি নির্বাচিত সংসদ দ্বারা শাসিত হচ্ছে।
সূত্র: Britannica

0
Updated: 1 week ago
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
Created: 1 week ago
A
ফিজি
B
ভ্যাটিকান
C
কুয়েত
D
মালদ্বীপ
ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ০.৪৯ বর্গকিলোমিটার।
- ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি।
- ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান।
- ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত।
- এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।
উৎস: Statistica ওয়েবসাইট। Britannica.

0
Updated: 1 week ago
IAEA-এর সদর দপ্তর হচ্ছে:
Created: 6 days ago
A
জেনেভা
B
ভিয়েনা
C
ওয়াশিংটন
D
প্যারিস
IAEA-এর সদর দপ্তর ও তথ্য
IAEA বা International Atomic Energy Agency হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা পারমাণবিক শক্তি সংক্রান্ত নিরাপত্তা, গবেষণা এবং শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২৯ জুলাই, ১৯৫৭
-
সদস্য দেশ: ১৭৮টি (সর্বশেষ: গিনি)
-
সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)
-
বিশেষ অর্জন: ২০০৫ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার অর্জন
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭২ সালে
উৎস: IAEA ওয়েবসাইট

0
Updated: 6 days ago