A
Asia
B
Europe
C
America
D
Africa
উত্তরের বিবরণ
ইউরো মুদ্রা
-
ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) অনেক দেশ মিলিয়ে ব্যবহৃত একক মুদ্রা।
-
ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
-
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (European Central Bank) ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলে ইউরো মুদ্রা চালু করে।
-
ইউরো মুদ্রা € প্রতীক দিয়ে প্রকাশ করা হয়।
ইতিহাস ও দেশসমূহ
-
১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ প্রথমবার ইউরো ব্যবহার শুরু করে:
অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো, ভ্যাটিকান সিটি। -
পরবর্তী বছরগুলোতে আরও দেশ ইউরো গ্রহণ করে:
-
২০০৮ সালে সাইপ্রাস ও মাল্টা
-
২০১৫ সালে লিথুয়ানিয়া
-
২০২৩ সালে ক্রোয়েশিয়া, যা ২০তম দেশ হিসেবে ইউরো গ্রহণ করে।
-
বর্তমানে ইউরো ব্যবহারকারী ২০টি দেশ:
অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া।
উৎস: European Union ওয়েবসাইট

0
Updated: 1 week ago
'লয়াজিরগা' কোন দেশের আইন সভা?
Created: 1 week ago
A
ফিজি
B
সিরিয়া
C
লেবানন
D
আফগানিস্তান
আফগানিস্তান
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।
- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।
উল্লেখ্য,
- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়।
- ১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।
উৎস: National Geographic Kids ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
Created: 3 days ago
A
২৫%
B
৩৫%
C
৪৫%
D
৫৫%
মিয়ানমারের সংসদে সেনার সংরক্ষিত আসন
মিয়ানমারের সংবিধান অনুযায়ী, দেশটির সংসদে ২৫% আসন নির্দিষ্টভাবে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। অর্থাৎ, সামরিক সদস্যরা নির্বাচনের মাধ্যমে নয়, বরং সরাসরি অংশগ্রহণ করে এই আসনগুলো পায়। বর্তমানে এটি মোট ১৬৬টি আসন।
মিয়ানমার সম্পর্কে কিছু তথ্য:
-
দেশটি বার্মা নামেও পরিচিত।
-
রাজধানী: নেপিদো
-
মুদ্রা: কিয়াট
-
ভাষা: বার্মিজ
-
বর্তমান রাষ্ট্রপতি: মিন্ট সোয়ে
-
সীমান্ত রক্ষার জন্য রয়েছে বর্ডার গার্ড পুলিশ (BGP)।
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৬২ থেকে ২০১১ পর্যন্ত দেশটি ৪৭ বছর ধরে সামরিক শাসনের অধীনে ছিল।
-
২০১১ সালে নির্বাচনের মাধ্যমে সামরিক বাহিনী নামমাত্র ক্ষমতা হস্তান্তর করে বেসামরিক সরকারের হাতে।
-
২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বাধীন NLD সরকার গঠন করে।
-
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সাং সু চি ও তার সরকারের পতন ঘটে।
উৎস: Britannica

0
Updated: 3 days ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল-
Created: 1 week ago
A
কমিন্টার্ন
B
কমিনফর্ম
C
কমেকন
D
কোনোটিই নয়
COMECON (কোমেকন)
-
COMECON এর পূর্ণরূপ হলো Council for Mutual Economic Assistance।
-
এটি সোভিয়েত ইউনিয়ন এবং তার সহযোগী পূর্ব ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং সমন্বয় ঘটানোর উদ্দেশ্যে ১৯৪৯ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠাতা দেশগুলো ছিল সোভিয়েত ইউনিয়ন এবং পোল্যান্ড।
-
পরে এতে পূর্ব জার্মানি, আলবেনিয়া, উত্তর কোরিয়া, উত্তর ভিয়েতনাম সদস্য হিসেবে যোগ দেয়।
-
COMECON কার্যকর ছিল ১৯৪৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 week ago