A
New York
B
London
C
Geneva
D
Hague
উত্তরের বিবরণ
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ)
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা এবং বিশ্বের সর্বোচ্চ আদালত।
-
প্রতিষ্ঠা: ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে
-
কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে
-
সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস
-
বর্তমান সভাপতি: নওয়াফ সালাম
বিচারক সংখ্যা ও মেয়াদ:
-
মোট ১৫ জন বিচারক, যাদের নির্বাচন করে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ
-
একজন বিচারক ৯ বছরের জন্য নির্বাচিত হন
-
সভাপতি ৩ বছরের জন্য দায়িত্বে থাকেন
মূল কাজ:
-
বিরোধ নিষ্পত্তি: রাষ্ট্রসমূহের মধ্যে আন্তর্জাতিক আইন সম্পর্কিত যেকোনো বিরোধ সমাধান করা
-
আইনি পরামর্শ প্রদান: জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ দেওয়া
উৎস: International Court of Justice ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
Created: 3 days ago
A
২৫%
B
৩৫%
C
৪৫%
D
৫৫%
মিয়ানমারের সংসদে সেনার সংরক্ষিত আসন
মিয়ানমারের সংবিধান অনুযায়ী, দেশটির সংসদে ২৫% আসন নির্দিষ্টভাবে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। অর্থাৎ, সামরিক সদস্যরা নির্বাচনের মাধ্যমে নয়, বরং সরাসরি অংশগ্রহণ করে এই আসনগুলো পায়। বর্তমানে এটি মোট ১৬৬টি আসন।
মিয়ানমার সম্পর্কে কিছু তথ্য:
-
দেশটি বার্মা নামেও পরিচিত।
-
রাজধানী: নেপিদো
-
মুদ্রা: কিয়াট
-
ভাষা: বার্মিজ
-
বর্তমান রাষ্ট্রপতি: মিন্ট সোয়ে
-
সীমান্ত রক্ষার জন্য রয়েছে বর্ডার গার্ড পুলিশ (BGP)।
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৬২ থেকে ২০১১ পর্যন্ত দেশটি ৪৭ বছর ধরে সামরিক শাসনের অধীনে ছিল।
-
২০১১ সালে নির্বাচনের মাধ্যমে সামরিক বাহিনী নামমাত্র ক্ষমতা হস্তান্তর করে বেসামরিক সরকারের হাতে।
-
২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বাধীন NLD সরকার গঠন করে।
-
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সাং সু চি ও তার সরকারের পতন ঘটে।
উৎস: Britannica

0
Updated: 3 days ago
নিম্নলিখিত কোনটি International Mother Earth day?
Created: 6 days ago
A
১৮ এপ্রিল
B
২০ এপ্রিল
C
২২ এপ্রিল
D
২৪ এপ্রিল
২২ এপ্রিল – আন্তর্জাতিক ধরিত্রী দিবস (International Mother Earth Day)
-
প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে ধরিত্রী দিবস পালিত হয়।
-
এই দিনটি পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির উদ্দেশ্যে নির্ধারিত।
-
দিনটি প্রথমবার পালিত হয় ১৯৭০ সালে।
-
বর্তমানে এটি বিশ্বব্যাপী Earth Day Network দ্বারা পরিচালিত হয়।
-
১৯৯০ সালে জাতিসংঘ এটি তাদের বার্ষিক পঞ্জিকায় অন্তর্ভুক্ত করে।
-
এরপর থেকে জাতিসংঘের সদস্য দেশগুলো দিবসটি পালন করার জন্য উৎসাহিত হয়।
-
বর্তমানে ১৯৩টি দেশে প্রতিবছর ধরিত্রী দিবস উদযাপিত হয়।
-
২০২৪ সালের প্রতিপাদ্য: “পৃথিবী বনাম প্লাস্টিক” – অর্থাৎ পরিবেশ রক্ষায় আমাদের সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে, বিশেষ করে প্লাস্টিক ব্যবহারের বিষয়ে।
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 6 days ago
SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?
Created: 3 days ago
A
১৯৬৯
B
১৯৭১
C
১৯৭৫
D
১৯৭৮
SDR (Special Drawing Rights) সংক্রান্ত সহজ ব্যাখ্যা
-
SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights।
-
প্রকৃতি: এটি IMF-এর নিজস্ব এক ধরনের ভার্চুয়াল সম্পদ; কোনো বাস্তব মুদ্রা নয়।
-
মূল উদ্দেশ্য: সদস্য দেশগুলোকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করা।
-
মূল্য নির্ধারণ: SDR-এর মান মার্কিন ডলার, ইউরো, চীনা রেনমিনবি, জাপানি ইয়েন ও ব্রিটিশ পাউন্ড—এই পাঁচটি মুদ্রার একটি আনুপাতিক গড় হিসেবে নির্ধারিত হয়।
-
ব্যবহার:
-
কেন্দ্রীয় ব্যাংকগুলো SDR-এর মানকে তাদের রিজার্ভ হিসাবের অংশ হিসেবে গণনা করতে পারে।
-
যেকোনো দেশের মুদ্রার সঙ্গে SDR বিনিময় করা সম্ভব।
-
-
মূল্য হালনাগাদ: SDR-এর মূল্য প্রতিদিন লন্ডনের স্পট এক্সচেঞ্জ হারের ভিত্তিতে নির্ধারিত হয়।
-
ইতিহাস:
-
১৯৬৯ সালে IMF-এর Articles সংশোধন করা হয় SDR সুবিধা প্রবর্তনের জন্য।
-
১৯৭১ সালে মার্কিন ডলারের সাথে স্বর্ণের সম্পর্ক স্থগিত হওয়ার পর ব্রেটন উডস চুক্তি ভেঙে যায়।
-
১৯৭৩ সালে SDR পুনঃসজ্ঞায়িত করা হয় এবং একাধিক মুদ্রার ঝুড়ির সঙ্গে সংযুক্ত করা হয়।
-
-
অর্থ সংগ্রহের উৎস: IMF মূলত তিনটি উৎস থেকে তহবিল সংগ্রহ করে—(১) সদস্যদের চাঁদা, (২) ঋণ গ্রহণ, এবং (৩) দ্বিপক্ষীয় ঋণচুক্তি।
উৎস: IMF ওয়েবসাইট।

0
Updated: 3 days ago