EURO is the currency of -
A
Asia
B
Europe
C
America
D
Africa
উত্তরের বিবরণ
ইউরো মুদ্রা
-
ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) অনেক দেশ মিলিয়ে ব্যবহৃত একক মুদ্রা।
-
ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
-
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (European Central Bank) ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলে ইউরো মুদ্রা চালু করে।
-
ইউরো মুদ্রা € প্রতীক দিয়ে প্রকাশ করা হয়।
ইতিহাস ও দেশসমূহ
-
১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ প্রথমবার ইউরো ব্যবহার শুরু করে:
অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো, ভ্যাটিকান সিটি। -
পরবর্তী বছরগুলোতে আরও দেশ ইউরো গ্রহণ করে:
-
২০০৮ সালে সাইপ্রাস ও মাল্টা
-
২০১৫ সালে লিথুয়ানিয়া
-
২০২৩ সালে ক্রোয়েশিয়া, যা ২০তম দেশ হিসেবে ইউরো গ্রহণ করে।
-
বর্তমানে ইউরো ব্যবহারকারী ২০টি দেশ:
অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া।
উৎস: European Union ওয়েবসাইট

0
Updated: 1 month ago
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?
Created: 1 month ago
A
ফিজি
B
পাপুয়া নিউগিনি
C
গোয়াম
D
মালদ্বীপ
মালদ্বীপে সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক
মালদ্বীপ সরকার জলবায়ু পরিবর্তনের হুমকির গুরুত্ব বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে একটি অনন্য উদ্যোগ নিয়েছে। ভারত মহাসাগরের তলদেশে ডুবুরির পোশাকে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নেতৃত্বে মন্ত্রীরা এই বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের জন্য বিশেষভাবে টেবিল বসানো হয়, যার চারপাশে প্রবাল এবং উজ্জ্বল রঙের মাছের মধ্য দিয়ে মন্ত্রীরা হাতের ইশারায় আলোচনা করেন এবং দলিলে স্বাক্ষর করেন। যারা স্কুবা ডাইভিং জানতেন না, তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, এবং প্রত্যেক মন্ত্রীর সঙ্গে একজন প্রশিক্ষক থাকতেন।
বৈঠকের পর জলের ওপর উঠে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট নাশিদ জানান, এই অভিনব উদ্যোগের মাধ্যমে তারা বিশ্বের কাছে জরুরি বার্তা পাঠাতে চেয়েছেন। বৈঠকে মন্ত্রীসভার একমাত্র মহিলা সদস্যও উপস্থিত ছিলেন। এছাড়াও, বৈঠক থেকে পরিবেশের জন্য ক্ষতিকারক কার্বন-ডাই অক্সাইড নির্গমন কমানোর আহ্বান জানানো হয়।
উল্লেখযোগ্য, ২০০৯ সালে নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার এবং অন্যান্য ২২ জন মন্ত্রী হিমালয়ের কালাপাথর শৃঙ্গ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭,১৯২ ফুট উচ্চতায় বৈঠক করেছিলেন। নেপালের প্রধানমন্ত্রী বলেছিলেন, বৈশ্বিক উষ্ণতার ফলে হিমালয়ের বরফ বিপজ্জনকভাবে গলছে এবং এতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে নেপাল অন্যতম। তিনি তুষারের স্বাভাবিক চূড়ান্ত দৃশ্য ও তুষারঝড় দেখতে আগ্রহ প্রকাশ করেছিলেন।
তথ্যসূত্র: বিবিসি বাংলা, ১৭ অক্টোবর ২০০৯; ডয়েচভেলে রিপোর্ট।

0
Updated: 1 month ago
গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে - (আগস্ট, ২০২৪)
Created: 1 month ago
A
এ্যডি ক্যালভো
B
ডোনাল্ড ডাক
C
রন ব্লুম
D
লু লিয়ন গুয়েরেরো
গুয়াম
-
গুয়াম হলো যুক্তরাষ্ট্রের অধীনে একটি দ্বীপ, যা প্রশান্ত মহাসাগরের (ওশেনিয়া অঞ্চলে) পশ্চিম দিকে অবস্থিত।
-
রাজধানী: হাগাতনা।
-
রাষ্ট্রপ্রধান: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
-
সরকারের প্রধানের পদবি: গভর্নর।
-
বর্তমান গভর্নর: লু লিয়ন গুয়েরেরো (Lou Leon Guerrero), যিনি ২০১৮ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন।
উৎস: Governor Lou Leon Guerrero
[মনে রাখবেন- এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 month ago
ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
Created: 1 month ago
A
২১ এপ্রিল
B
২ অক্টোবর
C
২৬ জানুয়ারি
D
১০ মে
ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ এবং এর স্বাধীনতা লাভের দিন হলো ১৫ আগস্ট, ১৯৪৭। ভারতের সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ এবং একই তারিখে দেশটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা পায়।
এছাড়া ভারতে প্রতি বছর ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালন করা হয়, আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো:
-
জাতীয় প্রতীক: অশোকচক্র
-
অঙ্গরাজ্য: ২৮টি
-
আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট, যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)
-
লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি
-
রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি
ভারতের নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য:
-
প্রথম প্রধানমন্ত্রী: জওহরলাল নেহরু
-
প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ
-
প্রথম মুসলিম রাষ্ট্রপতি: জাকির হোসেন
-
প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল
-
বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী
-
বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)

0
Updated: 1 month ago