মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল-
A
মহাস্থান
B
কর্ণসুবর্ণ
C
পুণ্ড্রনগর
D
রামাবতী
উত্তরের বিবরণ
বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ পুরাতাত্ত্বিক নিদর্শন হলো মহাস্থানগড়। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায়, একসময় এটি পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল এবং এই অঞ্চলই ছিল বাংলার প্রাচীন রাজধানী।
মহাস্থানগড়ে খননকার্যে প্রাপ্ত নিদর্শনগুলো থেকে মৌর্য, গুপ্ত, পাল এবং সেন যুগের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চিহ্ন পাওয়া গেছে, যা এ স্থানের সমৃদ্ধ অতীতের প্রমাণ বহন করে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সেন রাজবংশের শেষ রাজা লক্ষ্মণ সেনের শাসনামলে (১০৮২–১১২৫) গৌড়ের রাজধানী অরক্ষিত অবস্থায় ছিল, যার প্রতিচ্ছবি মহাস্থানগড়ে ফুটে ওঠে।
বর্তমান প্রশাসনিক মানচিত্রে এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত, যা বগুড়া শহর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে। এখানে এখনও বিস্তৃত প্রাচীর ও ধ্বংসাবশেষ বিদ্যমান, যা প্রাচীন পুন্ড্রনগরের প্রায় আড়াই হাজার বছরের ইতিহাসকে নীরবে সাক্ষ্য দেয়।
বাংলাদেশের ইতিহাসে মহাস্থানগড়কে সবচেয়ে পুরোনো ও গুরুত্বপূর্ণ প্রত্নস্থানের মর্যাদা দেওয়া হয়।
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 5 months ago
ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
Created: 1 week ago
A
ইসলাম খান
B
সরফরাজ খান
C
মুর্শিদ কুলি মান
D
ঈশা খান
বাংলার প্রথম মুঘল সুবাদার ইসলাম খান ঢাকার ধোলাইখাল খনন করেন। এই খেলাটি বালু নদীকে বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত করে । ইসলাম খান ১৬১০ সালে তিনি ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং এর নাম রাখেন জাহাঙ্গীরনগর ।
0
Updated: 1 week ago
ঢাকার 'বড় কাটরা' নির্মাণ করেন কে?
Created: 2 months ago
A
শাহ সুজা
B
মীর আবুল কাশিম
C
শায়েস্তা খাঁন
D
শাহ আলম
• বড় কাটরা: - বড় কাটরা, ঢাকা মুগল রাজধানী ঢাকার চক বাজারের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত। - মধ্য এশিয়ার ক্যারাভান সরাই-এর ঐতিহ্য অনুসরণে নির্মিত বড় কাটরা দারুণভাবে সুরক্ষিত এবং মুগল রাজকীয় স্থাপত্য-রীতির সকল বৈশিষ্ট্যের উপস্থিতি বিদ্যমান। - এগুলো ছিল অতিথিশালা। - ঢাকার 'বড় কাটরা' নির্মাণ করেন শাহ সুজা।
• বড় কাটরা:
- বড় কাটরা, ঢাকা মুগল রাজধানী ঢাকার চক বাজারের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত।
- মধ্য এশিয়ার ক্যারাভান সরাই-এর ঐতিহ্য অনুসরণে নির্মিত বড় কাটরা দারুণভাবে সুরক্ষিত এবং মুগল রাজকীয় স্থাপত্য-রীতির সকল বৈশিষ্ট্যের উপস্থিতি বিদ্যমান।
- এগুলো ছিল অতিথিশালা।
- ঢাকার 'বড় কাটরা' নির্মাণ করেন শাহ সুজা।
0
Updated: 2 months ago
ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
Created: 2 weeks ago
A
ইসলাম খান
B
সরফরাজ খান
C
মুর্শিদ কুলি মান
D
ঈশা খান
বাংলার প্রথম মুঘল সুবাদার ইসলাম খান ঢাকার ধোলাইখাল খনন করেন। এই খেলাটি বালু নদীকে বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত করে । ইসলাম খান ১৬১০ সালে তিনি ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং এর নাম রাখেন জাহাঙ্গীরনগর ।
0
Updated: 2 weeks ago