A
Hawana Conference
B
Geneva Conference
C
Rome Conference
D
Brettonwood Conference
উত্তরের বিবরণ
IMF (আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
পূর্ণরূপ: International Monetary Fund
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
সদস্য সংখ্যা: ১৯১টি দেশ
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন, ইউরো, চীনা ইউয়ান
Bretton Woods Conference
-
সময় ও স্থান: ১-২২ জুলাই, ১৯৪৪, নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৪৪টি
-
প্রধান উদ্যোক্তা: হ্যারি ডেক্সটার হোয়াইট (যুক্তরাষ্ট্র) ও জন মেনার্ড কেইনস (যুক্তরাজ্য)
-
তাদেরকে IMF ও World Bank-এর Founding Fathers বলা হয়
-
সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় দুটি প্রতিষ্ঠান গড়ার:
১. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
২. আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (World Bank) -
এই এবং আরও কয়েকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান একত্রে পরিচিত Bretton Woods Institutions নামে
উৎস: U.S. Department of State।

0
Updated: 1 week ago
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
Created: 1 week ago
A
ফিজি
B
ভ্যাটিকান
C
কুয়েত
D
মালদ্বীপ
ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ০.৪৯ বর্গকিলোমিটার।
- ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি।
- ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান।
- ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত।
- এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।
উৎস: Statistica ওয়েবসাইট। Britannica.

0
Updated: 1 week ago
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে-
Created: 1 week ago
A
ইউকোসুক
B
হাওয়াই
C
গোয়াম
D
সুবিক বে
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর
-
সদর দপ্তর: সপ্তম নৌবহরের প্রধান ঘাটি জাপানের ইয়াকোসুকে অবস্থিত।
-
সংখ্যা ও সক্ষমতা: এতে প্রায় ৬০–৭০টি জাহাজ, ৩০টি বিমান এবং প্রায় ৪০,০০০ নৌসৈনিক, মেরিন কর্পস ও কোস্টগার্ড সদস্য রয়েছেন।
-
প্রধান ভূমিকা: এটি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের অংশ এবং মূল ভূখণ্ডের বাইরে দেশের সবচেয়ে বড় নৌবাহিনী।
অতিরিক্ত তথ্য:
-
১৯৭১ সালের ১০ ডিসেম্বর, সপ্তম নৌবহরের কিছু জাহাজ নিয়ে ‘টাস্কফোর্স ৭৪’ গঠন করা হয়।
-
এই জাহাজগুলো সিঙ্গাপুরে মিলিত হয়ে বঙ্গোপসাগরের দিকে যাত্রা শুরু করে।
-
গুরুত্বপূর্ণ জাহাজগুলোর মধ্যে রয়েছে USS Enterprise এবং অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ USS Tripoli।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা, কালের কন্ঠ পত্রিকা এবং মার্কিন নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
Created: 1 month ago
A
হংকং
B
শ্রীলংকা
C
ম্যাকাউ
D
বাংলাদেশ
ম্যাকাও
-
ম্যাকাও চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত।
-
এটি আগে পর্তুগালের উপনিবেশ ছিল।
-
চীন সাগরে অবস্থিত এই দ্বীপটি এশিয়ায় ইউরোপীয় উপনিবেশের মধ্যে সর্বশেষটি ছিল।
⇒ দ্বৈত অর্থনীতি:
-
চীনের ‘এক দেশ, দুই নীতি’ নীতির আওতায় হংকং ও ম্যাকাও অঞ্চলগুলোকে নিজেদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটিশ শাসন থেকে হংকং এবং ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগালের শাসন থেকে ম্যাকাও ৫০ বছরের জন্য চীনের অধীনে আসে।
-
হংকং-এর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই “এক দেশ, দুই নীতি” নীতি গৃহীত হয়েছে।
-
ম্যাকাও হলো ২০শ শতাব্দীর শেষ দিকে উপনিবেশবাদের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করা সর্বশেষ অঞ্চল।
উৎস: i) Britannica
ii) World Atlas

0
Updated: 1 month ago