A
24 yards
B
23 yards
C
22 yards
D
21 yards
উত্তরের বিবরণ
ক্রিকেট পিচ এবং খেলার মূল বিষয়
-
ক্রিকেট খেলা প্রথম শুরু হয় ইংল্যান্ডে।
-
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
ক্রিকেট পিচ:
-
পিচের দৈর্ঘ্য ২২ গজ এবং প্রস্থ ১০ ফুট।
-
পিচের দুই প্রান্তে তিনটি করে স্টাম্প থাকে, যা মিলিয়ে একটিকে উইকেট বলা হয়।
-
প্রতিটি স্টাম্পের উপর দুটি বেল বসানো থাকে।
-
ক্রিকেটে ব্যাটসম্যান ১০ ধরনেরভাবে আউট হতে পারে।
-
কোনো ওভারে যদি কোনো রান না হয়, সেটিকে মেডেন ওভার বলা হয়।
খেলার কলাকৌশল:
ক্রিকেট খেলাকে মূলত চার ভাগে ভাগ করা যায়:
-
ব্যাটিং
-
বোলিং
-
ফিল্ডিং ও ক্যাচিং
-
উইকেট কিপিং
ফলো থু (Follow Through):
-
বোলার যখন বল ছুঁড়ে দেয়, তখন শরীরের ভারসাম্য ঠিক রাখতে কিছুটা এগিয়ে যাওয়া প্রয়োজন। এই ধাপকে ফলো থু বলা হয়।
উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল-
Created: 1 week ago
A
কমিন্টার্ন
B
কমিনফর্ম
C
কমেকন
D
কোনোটিই নয়
COMECON (কোমেকন)
-
COMECON এর পূর্ণরূপ হলো Council for Mutual Economic Assistance।
-
এটি সোভিয়েত ইউনিয়ন এবং তার সহযোগী পূর্ব ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং সমন্বয় ঘটানোর উদ্দেশ্যে ১৯৪৯ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠাতা দেশগুলো ছিল সোভিয়েত ইউনিয়ন এবং পোল্যান্ড।
-
পরে এতে পূর্ব জার্মানি, আলবেনিয়া, উত্তর কোরিয়া, উত্তর ভিয়েতনাম সদস্য হিসেবে যোগ দেয়।
-
COMECON কার্যকর ছিল ১৯৪৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 1 week ago
'গ্লাসনস্ত নীতি' কোন দেশে চালু হয়েছিল?
Created: 1 week ago
A
চীন
B
সাবেক সোভিয়েত ইউনিয়ন
C
হাঙ্গেরি
D
পোল্যান্ড
সাবেক সোভিয়েত ইউনিয়নে ‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রোইকা’ নীতি
সোভিয়েত ইউনিয়নে ১৯৮৫ সালে মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসার পর দুইটি সংস্কারমূলক নীতি চালু করেন: গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা।
গ্লাসনস্ত নীতি
-
অর্থ: “খোলা দরজা” বা খোলামেলা আলোচনা।
-
উদ্দেশ্য: সোভিয়েত নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
-
এটি ছিল রাজনৈতিক সংস্কার কর্মসূচি, যার মাধ্যমে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গণমত ও স্বচ্ছতা আনতে চাওয়া হয়।
-
গ্লাসনস্ত নীতির আওতায় কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ ছিল:
১. নির্বাচিত কোনো ব্যক্তি একই পদে একের বেশিবার দুবারের বেশি থাকতে পারবে না।
২. “কংগ্রেস অব পিপলস ডেপুটি” হবে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব, যার সদস্য সংখ্যা হবে ২২৫০।
৩. ডেপুটিদের মধ্য থেকে একটি স্থায়ী কার্যনির্বাহী “সুপ্রিম সোভিয়েত” নির্বাচিত হবে।
৪. রাষ্ট্রের প্রেসিডেন্টকে কংগ্রেস অব পিপলস ডেপুটি গোপন ভোটে নির্বাচন করবে। -
উল্লেখযোগ্য: গ্লাসনস্তের জন্য গর্বাচেভ ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
পেরেস্ত্রোইকা নীতি
-
অর্থ: অর্থনৈতিক পুনর্গঠন।
-
এটি ছিল অর্থনৈতিক সংস্কার কর্মসূচি, যার লক্ষ্য ছিল সোভিয়েত অর্থনীতিতে আধুনিকীকরণ এবং দক্ষতা বৃদ্ধি।
সূত্র: তারেক শামসুর রেহমান, বিশ্বরাজনীতির ১০০ বছর

0
Updated: 1 week ago
হারারে'র পূর্ব নাম কি?
Created: 2 weeks ago
A
সলসবেরি
B
রোডেসিয়া
C
জিবুতি
D
জায়ারে
হারারে
-
জিম্বাবুয়ের রাজধানী শহর হারারে।
-
এটি দেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত।
-
আগে এর নাম ছিল সলসবেরি।
জিম্বাবুয়ে
-
জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ।
-
রাজধানী: হারারে
-
সরকারি ভাষা: ইংরেজি
-
মুদ্রা: জিম্বাবুয়ান ডলার
-
এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ।
অতিরিক্ত তথ্য
-
জিম্বাবুয়ের পুরনো নাম ছিল দক্ষিণ রোডেশিয়া।
-
ফরমোজার বর্তমান নাম হলো তাইওয়ান।
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago