The International Court of Justice is located in-
A
New York
B
London
C
Geneva
D
Hague
উত্তরের বিবরণ
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ)
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা এবং বিশ্বের সর্বোচ্চ আদালত।
-
প্রতিষ্ঠা: ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে
-
কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে
-
সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস
-
বর্তমান সভাপতি: নওয়াফ সালাম
বিচারক সংখ্যা ও মেয়াদ:
-
মোট ১৫ জন বিচারক, যাদের নির্বাচন করে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ
-
একজন বিচারক ৯ বছরের জন্য নির্বাচিত হন
-
সভাপতি ৩ বছরের জন্য দায়িত্বে থাকেন
মূল কাজ:
-
বিরোধ নিষ্পত্তি: রাষ্ট্রসমূহের মধ্যে আন্তর্জাতিক আইন সম্পর্কিত যেকোনো বিরোধ সমাধান করা
-
আইনি পরামর্শ প্রদান: জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ দেওয়া
উৎস: International Court of Justice ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Created: 1 month ago
A
ইস্টানা আইল্যান্ড
B
সেনার আয়ল্যান্ড
C
ম্যারিনা বে
D
সেন্তোসা
২০১৮ সালে অনুষ্ঠিত উত্তর কোরিয়া–যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন, যাকে সাধারণভাবে সিঙ্গাপুর সামিট বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। এই শীর্ষ সম্মেলনটি ১২ জুন ২০১৮ তারিখে সিঙ্গাপুরের ক্যাপেলা হোটেল, সেন্টোসাতে অনুষ্ঠিত হয়।
উৎস: BBC

0
Updated: 1 month ago
World 'No-Tobacco Day' is observed on -
Created: 1 month ago
A
May 25
B
May 30
C
May 28
D
May 31
বিশ্ব তামাকমুক্ত দিবস
-
প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।
উদ্দেশ্য ও তাৎপর্য
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৮৭ সালে এই দিবস চালু করে।
-
দিবসটির মূল উদ্দেশ্য হলো মানুষকে ২৪ ঘণ্টা ধরে তামাক ব্যবহার না করতে উৎসাহিত করা।
-
পাশাপাশি, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মানুষকে তামাক সেবন থেকে বিরত রাখতে অনুপ্রাণিত করা।
মাসের অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস:
-
২৫ মে: বিশ্ব থাইরয়েড দিবস
-
২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস
উৎস: Britannica

0
Updated: 1 month ago
বাংলাদেশ সদস্য নয় :
Created: 1 week ago
A
ILO
B
SAARC
C
NATO
D
BIMSTEC
বাংলাদেশ কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একটি পুরস্কার প্রবর্তন করেছে, যা প্রথমবার দেওয়া হয় মুজিববর্ষ ২০২০ উপলক্ষে। এই পুরস্কার মূলত কূটনৈতিক কর্মকাণ্ডে অসামান্য সাফল্য দেখানো কূটনীতিকদের জন্য।
-
২০২০ সালে প্রবর্তিত এই পুরস্কারের প্রথম নাম ছিল বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।
-
পরে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স (Bangabandhu Medal for Diplomatic Excellence) রাখা হয়।
-
পুরস্কারটি প্রদান করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
প্রতি বছর একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে কর্মরত একজন বিদেশি কূটনীতিককে এ পদক দেওয়া হবে।
-
২০২২ সালে এই পুরস্কারটি লাভ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।

0
Updated: 1 week ago