A
May 25
B
May 30
C
May 28
D
May 31
উত্তরের বিবরণ
বিশ্ব তামাকমুক্ত দিবস
-
প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।
উদ্দেশ্য ও তাৎপর্য
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৮৭ সালে এই দিবস চালু করে।
-
দিবসটির মূল উদ্দেশ্য হলো মানুষকে ২৪ ঘণ্টা ধরে তামাক ব্যবহার না করতে উৎসাহিত করা।
-
পাশাপাশি, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মানুষকে তামাক সেবন থেকে বিরত রাখতে অনুপ্রাণিত করা।
মাসের অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস:
-
২৫ মে: বিশ্ব থাইরয়েড দিবস
-
২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস
উৎস: Britannica

0
Updated: 1 week ago
'গ্রিনপিস' যাত্রা শুরু করে -
Created: 3 days ago
A
১৯৪৫
B
২০১১
C
২০১৩
D
১৯৭১
গ্রিনপিস (Greenpeace)
গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা, যা ১৯৭১ সালে কানাডার ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়ায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদর দফতর আমস্টারডাম, নেদারল্যান্ডসে অবস্থিত।
সংক্ষিপ্ত ইতিহাস:
-
১৯৬৯ সালে পারমাণবিক শক্তি এবং পারমাণবিক বোমার পরীক্ষা রোধ করার উদ্দেশ্যে "Don’t Make a Wave Committee" গঠন করা হয়।
-
১৯৭১ সালে এই কমিটি ‘গ্রিনপিস’ নামে পরিচিত হয়।
উদ্দেশ্য:
গ্রিনপিস মূলত পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, বন্য পরিবেশ ধ্বংস রোধ, গ্লোবাল ওয়ার্মিং কমানো, অতিরিক্ত মৎস্য শিকার ও বানিজ্যিক তিমি শিকার বন্ধ এবং পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ন্ত্রণে কাজ করে।
বিশ্বব্যাপী কার্যক্রম:
গ্রিনপিসের কার্যক্রম ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তৃত। এটি ৫৫টিরও বেশি দেশে ২৫টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থা এবং একটি সমন্বয়কারী সংস্থা, Greenpeace International-এর মাধ্যমে পরিচালিত হয়।
উৎস: Greenpeace International ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
Created: 1 week ago
A
UNDP
B
UNESCO
C
UNICEF
D
UNCTAD
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
-
প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।
-
এটি ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো-এর ৩০তম সাধারণ সম্মেলনে এইভাবে ঘোষিত হয়।
ইউনেস্কো (UNESCO) সংক্ষেপে
-
পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization।
-
এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
-
সংবিধান স্বাক্ষরিত হয় ১৬ নভেম্বর ১৯৪৫ এবং কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬।
-
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স
-
বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)
-
সদস্য দেশ সংখ্যা: ১৯৪
-
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশের কাজও করে।
বাংলাদেশ ও ইউনেস্কো
-
বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
-
ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
-
এছাড়াও বাংলাদেশে পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে।
উৎস: UNESCO ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
Created: 3 days ago
A
২৫%
B
৩৫%
C
৪৫%
D
৫৫%
মিয়ানমারের সংসদে সেনার সংরক্ষিত আসন
মিয়ানমারের সংবিধান অনুযায়ী, দেশটির সংসদে ২৫% আসন নির্দিষ্টভাবে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। অর্থাৎ, সামরিক সদস্যরা নির্বাচনের মাধ্যমে নয়, বরং সরাসরি অংশগ্রহণ করে এই আসনগুলো পায়। বর্তমানে এটি মোট ১৬৬টি আসন।
মিয়ানমার সম্পর্কে কিছু তথ্য:
-
দেশটি বার্মা নামেও পরিচিত।
-
রাজধানী: নেপিদো
-
মুদ্রা: কিয়াট
-
ভাষা: বার্মিজ
-
বর্তমান রাষ্ট্রপতি: মিন্ট সোয়ে
-
সীমান্ত রক্ষার জন্য রয়েছে বর্ডার গার্ড পুলিশ (BGP)।
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৯৬২ থেকে ২০১১ পর্যন্ত দেশটি ৪৭ বছর ধরে সামরিক শাসনের অধীনে ছিল।
-
২০১১ সালে নির্বাচনের মাধ্যমে সামরিক বাহিনী নামমাত্র ক্ষমতা হস্তান্তর করে বেসামরিক সরকারের হাতে।
-
২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বাধীন NLD সরকার গঠন করে।
-
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সাং সু চি ও তার সরকারের পতন ঘটে।
উৎস: Britannica

0
Updated: 3 days ago