World 'No-Tobacco Day' is observed on -
A
May 25
B
May 30
C
May 28
D
May 31
উত্তরের বিবরণ
বিশ্ব তামাকমুক্ত দিবস
-
প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।
উদ্দেশ্য ও তাৎপর্য
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৮৭ সালে এই দিবস চালু করে।
-
দিবসটির মূল উদ্দেশ্য হলো মানুষকে ২৪ ঘণ্টা ধরে তামাক ব্যবহার না করতে উৎসাহিত করা।
-
পাশাপাশি, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মানুষকে তামাক সেবন থেকে বিরত রাখতে অনুপ্রাণিত করা।
মাসের অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস:
-
২৫ মে: বিশ্ব থাইরয়েড দিবস
-
২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস
উৎস: Britannica

0
Updated: 1 month ago
'V20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
Created: 1 month ago
A
কৃষি উন্নয়ন
B
দারিদ্র বিমোচন
C
জলবায়ু পরিবর্তন
D
বিনিয়োগ সম্পর্কিত
ভালনারেবল ২০ (V20)
-
V20 হলো একটি ফোরাম, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত।
-
এর প্রধান লক্ষ্য হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংলাপ সৃষ্টি করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
-
গঠন: ৮ অক্টোবর, ২০১৫
-
প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু
-
বর্তমান সদস্য সংখ্যা: ৬৮টি দেশ
-
V20 মূলত সেই দেশগুলোর অর্থমন্ত্রীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যারা জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত।
-
এটি সরাসরি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এর Climate Vulnerable Forum এর সাথে যুক্ত।
-
২০২২–২০২৪ মেয়াদের জন্য এই গ্রুপের সভাপতিত্ব করবে ঘানা।
উৎস: Vulnerable 20 ওয়েবসাইট

0
Updated: 1 month ago
মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
Created: 1 month ago
A
ভারত
B
আলজেরিয়া
C
আলবেনিয়া
D
ফ্রান্স
মাদার তেরেসা
-
মাদার তেরেসার আসল নাম অ্যাগনেস গন্কজা বোজাহিউ (Agnes Gonxha Bojaxhiu)।
-
তিনি একজন আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক।
-
জন্ম: ২৭ আগস্ট ১৯১০, আলবেনিয়ার স্কপিয়ে শহরে (বর্তমানে উত্তর মেসিডোনিয়ার অংশ)।
-
১৯২৮ সালে তিনি কলকাতায় আসেন।
-
কলকাতায় তিনি অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
-
মৃত্যু: ৫ সেপ্টেম্বর ১৯৯৭।
পুরস্কার ও স্বীকৃতি:
-
১৯৬২: পদ্মশ্রী
-
১৯৭১: পোপ জন শান্তি পুরস্কার
-
১৯৭২: জওহরলাল নেহরু পুরস্কার
-
১৯৭৯: নোবেল শান্তি পুরস্কার (দুঃস্থ মানুষের সেবায় অবদান)
-
১৯৮০: ভাররত্ন
উৎস: Britannica

0
Updated: 1 month ago
চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
Created: 1 month ago
A
তুর্কমেন
B
উইঘুর
C
তাজিক
D
কাজাখ
উইঘুর জাতি
উইঘুররা চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
অন্যান্য উল্লেখযোগ্য জাতি ও উপজাতি:
-
কুর্দি: পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের ইরানি বংশোদ্ভুত জাতি। দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক ও উত্তর সিরিয়ায় বসবাস।
-
মাউরি: নিউজিল্যান্ডের আদিবাসী জাতি।
-
তাতার: তুর্কি বংশোদ্ভুত উপজাতি, মূলত ইউরোপ ও এশিয়ায় বাস।
-
কারেন: মিয়ানমারের সীমান্তবর্তী স্বাধীনতাকামী উপজাতি।
-
গুর্খা: নেপালের যোদ্ধা জাতি।
-
টোডা: দক্ষিণ ভারতের উপজাতি, যারা বহুস্বামী বিবাহ প্রথা মেনে চলে।
-
পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতি।
-
এক্সিমো: সাইবেরিয়া, রাশিয়ায় বসবাসকারী উপজাতি, কুকুরচালিত স্লেজ ব্যবহার করে।
-
পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বাকৃতির উপজাতি।
-
জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
-
রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী জনগণ।
-
আফ্রিদি: পাকিস্তান ও আফগানিস্তানে বসবাসকারী পশতুন নৃগোষ্ঠী।
উৎস: Britannica

0
Updated: 1 month ago