Who is known as the 'Lady of the Lamp'?
A
Sorojini Naidu
B
Hellen Killer
C
Florence Nightingale
D
Madame Teresa
উত্তরের বিবরণ
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
-
ফ্লোরেন্স নাইটিঙ্গেল আধুনিক নার্সিং পেশার অগ্রদূত হিসেবে পরিচিত।
-
তিনি ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন ১২ মে, ১৮২০ সালে।
-
‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামেও তার খ্যাতি আছে।
-
১৩ আগস্ট, ১৯১০ সালে তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন।
নার্সিং এবং স্বাস্থ্য ব্যবস্থায় অবদান:
-
ক্রিমিয়ার যুদ্ধে (১৮৫৩–১৮৫৬) আহত সৈন্যদের চিকিৎসা দেওয়ার জন্য তিনি সক্রিয়ভাবে কাজ করেন। দিনে কাজ করে রাতে আহত সৈন্যদের সেবা দেওয়ায় তিনি বিশেষ খ্যাতি পান।
-
লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিং পেশাকে পেশাদার রূপ দেওয়ার জন্য ১৮৬০ সালে তিনি ‘নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটি বর্তমানে ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং’ নামে পরিচিত।
-
ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
সম্মাননা:
-
১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
-
প্রথম নারী হিসেবে ১৯০৭ সালে তিনি ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন।
-
১৯০৮ সালে লন্ডন নগরী তাকে ‘অনারারি ফ্রিডম’ উপাধি প্রদান করে।
উৎস: Britannica.

0
Updated: 1 month ago
সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?
Created: 1 month ago
A
জেনেভা
B
ভিয়েনা
C
জেদ্দা
D
বাগদাদ
OPEC (Organization of the Petroleum Exporting Countries)
-
OPEC হলো পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
এর মূল উদ্দেশ্য হলো সদস্য দেশের তেল নীতি নির্ধারণ, সমন্বয় করা এবং বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ করা।
-
সংস্থার প্রস্তাবক দেশ ছিল ভেনেজুয়েলা, আর এটি বাগদাদ, ইরাকে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
-
প্রথম ৫টি সদস্য দেশ ছিল: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২টি।
-
বর্তমান সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
-
শুরুতে সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভা, যা ১৯৬৫ সালে ভিয়েনায় স্থানান্তরিত হয়।
-
-
বর্তমান সদস্য দেশসমূহ: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা।
উৎস: OPEC ওয়েবসাইট

0
Updated: 1 month ago
কোন দেশগুলো মেডিসিন লাইন/সীমানা দ্বারা বিভক্ত?
Created: 3 weeks ago
A
ব্রাজিল ও বলিভিয়া
B
যুক্তরাষ্ট্র ও কানাডা
C
জার্মানি ও পোল্যান্ড
D
মিশর ও সুদান
মেডিসিন লাইন বা Medicine Line হলো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সীমারেখা, যা বিশেষভাবে ৪৯° উত্তর অক্ষরেখা বরাবর বিস্তৃত।
এটি দুই দেশের মধ্যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তের একটি অংশ এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ অরক্ষিত সীমান্ত হিসেবে পরিচিত।
-
মেডিসিন লাইন (Medicine Line) হলো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমারেখা।
-
এটি ৪৯° উত্তর অক্ষরেখা (49th parallel) বরাবর বিস্তৃত।
-
৪৯° উত্তর অক্ষরেখা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তের অংশ, যা মূলত সোজা রেখার আকারে।
-
এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ অরক্ষিত (unfortified) সীমান্ত হিসেবে পরিচিত।
-
সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৫,৫২৫ মাইল।
-
এই সীমান্ত ১৮৪৬ সালের ওরেগন চুক্তি (Oregon Treaty) অনুযায়ী নির্ধারিত হয়।
-
কানাডার স্থানীয়রা এই সীমান্তকে মেডিসিন লাইন নামে উল্লেখ করেন।
অন্যদিকে, বিশ্বের অন্যান্য সীমান্তের মধ্যে:
-
ওডার-নীস লাইন হলো জার্মানি ও পোল্যান্ডের মধ্যে একটি আন্তর্জাতিক সীমান্ত।
-
২২° উত্তর অক্ষরেখা (22° N parallel) হলো মিশর ও সুদানের মধ্যে একটি সীমান্ত, যা হালায়েব ত্রিভুজ (Hala'ib Triangle) নামেও পরিচিত।

0
Updated: 3 weeks ago
IUCN এর কাজ হলাে বিশ্বব্যাপী-
Created: 1 month ago
A
পানি সম্পদ রক্ষা করা
B
সন্ত্রাস দমন করা
C
প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
D
পরিবেশ দূষণ রােধ করা
IUCN বা International Union for the Conservation of Nature হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করে। এই সংস্থার লক্ষ্য হলো প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা এবং প্রজাতির অস্তিত্ব রক্ষা করা।
-
প্রতিষ্ঠা: ৫ অক্টোবর, ১৯৪৮, ফ্রান্সের ফন্টেইনব্লিউতে।
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
-
কার্যক্রম: বিশ্বের ১৭০টির অধিক দেশে কাজ করছে।
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ।
-
প্রজাতির বিভাগ: IUCN প্রজাতিকে নয়টি বিভাগে ভাগ করে—মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।
-
প্রথম অধিবেশন: ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউতে।
-
দ্বিতীয় অধিবেশন: বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত।

0
Updated: 1 month ago