A
আবদুল গাফফার চৌধুরী
B
আসাদ চৌধুরী
C
আলতাফ মাহমুদ
D
আবদুল লতিফ
উত্তরের বিবরণ
একুশে ফেব্রুয়ারি ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান
• আবদুল গাফফার চৌধুরীর অমর কৃতিত্বের মধ্যে অন্যতম হলো ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে রচিত “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গান।
• গানটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৫৩)-এ।
• এর প্রথম সুর দেন আবদুল লতিফ। পরে আলতাফ মাহমুদ সুরটি পরিবর্তন করে আজকের সংস্করণ তৈরি করেন, যা এখন প্রচলিত।
• গানটির শিরোনাম ‘রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ দিয়ে বোঝানো হয়েছে, ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে কতজন শহিদের রক্ত ঝরেছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago
'আমার ঘরের চাবি পরের হাতে'-গানটির রচয়িতা কে?
Created: 14 hours ago
A
লালন শাহ্
B
হাসন রাজা
C
পাগলা কানাই
D
রাধারমণ দত্ত
লালন শাহ্ (১৭৭২–১৮৯০) ছিলেন বাউল সাধনার একজন প্রধান গুরু এবং বাউল গানের সর্বাধিক খ্যাতিমান রচয়িতা ও গায়ক।
তিনি ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে কিছু মত অনুযায়ী তাঁর জন্ম কুষ্টিয়ার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে।
লালন কখনো জাতিভেদ মেনে চলেননি। তাই তার গানে আমরা পাই এই ধরনের বাণী:
“সব লোকে কয় লালন কি জাত সংসারে / লালন কয় জাতির কি রূপ দেখলাম না এ নজরে।”
তার সবচেয়ে জনপ্রিয় কয়েকটি গান হলো:
-
‘খাঁচার ভিতর অচিন পাখি’
-
‘বাড়ির কাছে আরশী নগর’
-
‘আমার ঘরখানায় কে বিরাজ করে’
-
‘আমার ঘরের চাবি পরের হাতে’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 14 hours ago