মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
A
ক্রীতদাসের হাসি
B
মাটি আর অশ্রু
C
হাঙর নদী গ্রেনেড
D
সারেং বউ
উত্তরের বিবরণ
হাঙর নদী গ্রেনেড (উপন্যাস)
সেলিনা হোসেনের লেখা ‘হাঙর নদী গ্রেনেড’ মুক্তিযুদ্ধভিত্তিক একটি আবেগঘন ও প্রতিবাদী উপন্যাস। গল্পটি হলদী গ্রামের এক বয়স্ক নারীর জীবনকে কেন্দ্র করে গড়া। এই মা নিজের সন্তানদের মুক্তিযুদ্ধে অংশ নিতে উৎসাহিত করেন এবং একদিকে মুক্তিযোদ্ধাদের রক্ষা করার জন্য নিজের মানসিক প্রতিবন্ধী ছেলে পাকিস্তানি সেনাদের হাতে দেন।
উপন্যাসে মা ও দেশের জন্য তার আত্মত্যাগের মহিমা ফুটে ওঠে। এছাড়া, উপন্যাসে বর্ণিত গ্রামটি যেন মুক্তিযুদ্ধের প্রতীকী বাংলাদেশ হিসেবে উপস্থিত হয়।
উৎস: সেলিনা হোসেন, হাঙর নদী গ্রেনেড, সাহিত্য প্রকাশন, বাংলাদেশ।

0
Updated: 1 month ago
কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' একটি-
Created: 2 weeks ago
A
মহাকাব্য
B
উপন্যাস
C
নাটক
D
কবিতা
'মহাশ্মশান' কায়কোবাদের শ্রেষ্ঠ মহাকাব্য, যা ১৯০৪ সালে প্রকাশিত হয় এবং এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধকে কেন্দ্র করে রচিত।
-
প্রকাশনা ও সম্পাদনা: কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত।
-
আধার: পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) কাব্যের মূল ভিত্তি।
-
গঠন: কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত।
-
প্রথম খণ্ডে ২৯টি সর্গ
-
দ্বিতীয় খণ্ডে ২৪টি সর্গ
-
তৃতীয় খণ্ডে ৭টি সর্গ
-
-
প্রধান চরিত্র:
-
ইব্রাহিম কার্দি
-
জোহরা বেগম
-
হিরণ বালা
-
আতা খাঁ
-
লঙ্গ
-
রত্নজি
-
সুজাউদ্দৌলা
-
সেলিনা
-
আহমদ শাহ্ আব্দালী
-

0
Updated: 2 weeks ago
রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ছদ্মনাম-
Created: 3 weeks ago
A
বিস্যাসুন্দর ভাস্কর
B
ভানুমতি ঠাকুর
C
দিকশূণ্য ভট্টাচার্য
D
শ্রীমতি ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সাহিত্যিক কাজের জন্য ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
সর্বাধিক ব্যবহৃত ছদ্মনাম: দিকশূণ্য ভট্টাচার্য
-
অন্য উল্লেখিত নাম যেমন ভানুমতি ঠাকুর, বিস্যাসুন্দর ভাস্কর, শ্রীমতি ঠাকুর রবীন্দ্রনাথের ছদ্মনাম নয়।
-
রবীন্দ্রনাথের নয়টি ছদ্মনাম:
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূণ্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মা
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি কনিষ্ঠা
-
শ্রীমতি মধ্যমা
-
উৎস:

0
Updated: 3 weeks ago
'গাজী মিয়াঁ' কার ছদ্মনাম?
Created: 1 week ago
A
মীর মশাররফ হোসেন
B
ইসমাইল হোসেন সিরাজী
C
ফররুখ আহমেদ
D
সৈয়দ ওয়ালীউল্লাহ
মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক, যিনি উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যের পথিকৃৎ হিসেবে খ্যাত এবং বঙ্কিমযুগের গুরুত্বপূর্ণ গদ্যশিল্পী।
-
জন্ম ও সাহিত্যিক শুরু: ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ; ছাত্রাবস্থায় 'সংবাদ প্রভাকর' ও কুমারখালির 'গ্রামবার্তা প্রকাশিকা'-র মফঃস্বল সংবাদদাতা হিসেবে কাজ করেন, এখান থেকেই সাহিত্যজীবনের শুরু।
-
সাহিত্যগুরু ও সম্পাদনা: গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু; তিনি 'আজিজননেহার' ও 'হিতকরী' নামে দুটি পত্রিকা সম্পাদনা করেছেন।
-
ছদ্মনাম ও প্রথম গ্রন্থ: 'গাজী মিয়াঁ' ছদ্মনামে লিখতেন; প্রথম গ্রন্থ 'রত্নবতী' (১৮৬৯), যা মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।

0
Updated: 1 week ago