A
শওকত ওসমান
B
সিকান্দার আবু জাফর
C
সুফিয়া কামাল
D
শামসুর রাহমান
উত্তরের বিবরণ
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ ও ‘বন্দী শিবির থেকে’ সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা
-
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার রচয়িতা শামসুর রহমান।
-
‘বন্দী শিবির থেকে’ শিরোনামের কাব্যগ্রন্থটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি উৎসর্গিত।
-
গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৭২ সালের জানুয়ারিতে কলকাতায়।
-
এতে মোট ৩৮টি কবিতা সংযোজন করা হয়েছে।
বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
-
স্বাধীনতা তুমি
-
মধুস্মৃতি
-
রক্তাক্ত প্রান্তরে
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার কিছু লাইন:
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, কবিতা: শামসুর রহমান

0
Updated: 1 week ago
'পল্লিজননী' কবিতার রচয়িতা কে?
Created: 3 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
মাইকেল মধুসূদন দত্ত
C
জসীম উদ্দীন
D
জীবনানন্দ দাশ
'পল্লিজননী' কবিতাটি জসীম উদ্দীন রচিত 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
'রাখালী' ছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
-
এটি প্রকাশিত হয় ১৯২৭ সালে।
-
এই কাব্যগ্রন্থেই অন্তর্ভুক্ত রয়েছে তাঁর বিখ্যাত 'কবর' কবিতাটি।
জসীম উদ্দীন সম্পর্কে কিছু তথ্য:
-
তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
-
তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
-
তাঁর রচিত বিখ্যাত গাথাকাব্য 'নক্সী কাঁথার মাঠ' ১৯২৯ সালে প্রকাশিত হয়।
-
১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
জসীম উদ্দীনের জনপ্রিয় খণ্ডকবিতার সংকলনসমূহ:
-
রাখালী
-
বালুচর
-
রূপবতী
-
ধানখেত
-
মাটির কান্না
-
সুচয়নী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
”কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী”- পঙ্ক্তিটি কোন কবিতার অন্তর্গত?
Created: 2 days ago
A
উদাত্ত পৃথিবী
B
কেয়ার কাঁটা
C
তাহারেই পড়ে মনে
D
মন ও পৃথিবী
”তাহারেই পড়ে মনে” কবিতা
-
রচয়িতা: বেগম সুফিয়া কামাল
-
কাব্যগ্রন্থ: সাঝোঁর মায়া
-
প্রকাশকাল: ১৯৩৫ সাল
-
ছন্দ: অক্ষরবৃত্ত ছন্দ
-
উল্লেখযোগ্য পঙ্ক্তি: “কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী”
বেগম সুফিয়া কামাল
-
জন্ম: ১৯১১ সালের ২০ জুন, বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।
-
তিনি ছিলেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত।
-
পারিবারিক উর্দুভাষার পরিবেশে থেকেও নিজ উদ্যোগে বাংলা শিখেছিলেন।
-
প্রথম গল্প: ‘সৈনিক বধূ’ (১৯২৩ সালে বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত)।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
-
মায়া কাজল
-
মন ও জীবন
-
উদাত্ত পৃথিবী
-
অভিযাত্রিক
-
(এছাড়া আরও অনেক প্রবন্ধ, কবিতা ও গল্পগ্রন্থ রচনা করেছেন)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 days ago
'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
Created: 4 weeks ago
A
দোলনচাঁপা
B
বিষের বাঁশী
C
সাম্যবাদী
D
অগ্নিবীণা
‘বিদ্রোহী’ কবিতা
-
‘বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা এবং এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-র দ্বিতীয় কবিতা।
-
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ২২ পৌষ, ১৩২৮ বঙ্গাব্দ (৬ জানুয়ারি, ১৯২২ সালে) সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়।
-
নজরুল অনেক বিদ্রোহী মনোভাবের কবিতা লিখেছেন, কিন্তু ‘বিদ্রোহী’ কবিতার কারণেই তিনি চিরকাল ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত।
-
এই কবিতার মূল ভাবনা হলো — বিদ্রোহ ও বিপ্লবের তীব্র আবেগ।
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ
-
‘অগ্নিবীণা’ ছিল নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
তিনি এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।
-
এতে মোট ১২টি কবিতা রয়েছে।
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের কবিতাগুলো হলো
-
প্রলয়োল্লাস (প্রথম কবিতা)
-
বিদ্রোহী
-
রক্তাম্বরধারিণী মা
-
আগমনী
-
ধুমকেতু
-
কামালপাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মোহররম
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 weeks ago