'ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম?
A
দীনবন্ধু মিত্র
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
প্রমথ চৌধুরী
D
জীবনানন্দ দাস
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তি। তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে খ্যাত।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা ও পিতামহ: পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
নোবেল পুরস্কার: ১৯১৩ সালে এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হন।
-
বিবাহ: ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীর সঙ্গে বিবাহ।
-
শিরোপা ও প্রত্যাখ্যান: ১৯১৫ সালে ইংরেজরা তাঁকে ‘নাইট’ উপাধি দেয়; কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তিনি তা ফিরিয়ে দেন।
-
মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছদ্মনাম
রবীন্দ্রনাথ মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন:
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূন্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মাঃ
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি মধ্যমা
-
শ্রীমতি কনিষ্ঠা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
কোনটি 'কায়কোবাদ' এর উপাধি?
Created: 1 week ago
A
কবিকঙ্কন
B
কাব্যভূষণ
C
শান্তিপুরের কবি
D
কবিকন্ঠহার
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, এবং ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। বাঙালি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা হিসেবে পরিচিত। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়। নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ এবং সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেছে।
অন্যদিকে:
• কবিকন্ঠহার ছিল মধ্যযুগের কবি বিদ্যাপতির উপাধি।
• ‘শান্তিপুরের কবি’ হিসেবে পরিচিত মোজাম্মেল হক বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন।
• মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল ‘কবিকঙ্কন’।

0
Updated: 1 week ago
'বীরবল' কোন লেখকের ছদ্মনাম?
Created: 2 months ago
A
আবু ইসহাক
B
সুনীল গঙ্গোপাধ্যায়
C
প্রমথনাথ বিশী
D
প্রমথ চৌধুরী
● প্রমথ চৌধুরী
-
প্রমথ চৌধুরী বাংলা ভাষার সাধু আর চলিত রীতির মধ্যে পার্থক্য নিয়ে গবেষণা করেছিলেন।
-
তিনিই বাংলা গদ্যে চলিত ভাষার প্রচলন শুরু করেন এবং বিদ্রূপধর্মী প্রবন্ধ লেখার জন্য পরিচিত।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘বীরবল’।
-
‘বীরবলের হালখাতা’ নামে তাঁর একটি বিখ্যাত প্রবন্ধ ১৯০২ সালে ভারতী পত্রিকায় ছাপা হয়েছিল।
-
এই প্রবন্ধেই তিনি প্রথম চলিত ভাষার ব্যবহার করেন।
-
তিনি বাংলা কবিতায় ইতালীয় সনেটের রীতিও প্রথম চালু করেন।
● প্রমথ চৌধুরীর প্রবন্ধগ্রন্থগুলো
-
নানা কথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
প্রবন্ধ সংগ্রহ
-
বীরবলের হালখাতা
-
তেল-নুন-লকড়ি
● তাঁর লেখা গল্পগ্রন্থ
-
চার ইয়ারী কথা
-
নীল্লোহিত
-
আহুতি
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'বিদ্যাভূষণ' কোন কবির উপাধি?
Created: 1 week ago
A
কায়কোবাদ
B
দীনেশচন্দ্র সেন
C
কালীপ্রসন্ন সিংহ
D
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
কায়কোবাদ
-
কায়কোবাদ (১৮৫৭–১৯৫১) আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি।
-
তিনি বাঙ্গালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা এবং আধুনিক বাংলাসাহিত্যের প্রথম মুসলিম কবি।
-
প্রকৃত নাম: মোহাম্মদ কাজেম আল কোরেশী, সাহিত্যিক ছদ্মনাম: কায়কোবাদ।
-
জন্ম: ১৮৫৭ সালে, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে।
-
অতি অল্প বয়স থেকে তাঁর সাহিত্যিক প্রতিভা প্রকাশ পায়। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ (১৮৭০) প্রকাশিত হয়।
-
নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কায়কোবাদকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করা হয়।
কায়কোবাদের অন্যান্য কাব্যগ্রন্থসমূহ
-
কুসুম কানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান
-
শিব-মন্দির
-
অমিয়ধারা
-
শ্মশান-ভস্ম
-
মহরম শরীফ

0
Updated: 1 week ago