'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A
অক্ষয়কুমার দত্ত
B
প্যারীচাঁদ মিত্র
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
সৈয়দ মুজতবা আলী
উত্তরের বিবরণ
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা
-
প্রকাশের সময় ও উদ্যোগ: ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
-
সম্পাদক: পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত, যিনি ১৮৫৫ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
-
পত্রিকার বৈশিষ্ট্য: এটি তখনকার যুগের উদার, বিজ্ঞানমনস্ক এবং দেশপ্রেমিক পত্রিকা হিসেবে পরিচিত ছিল।
-
পরবর্তী সম্পাদক: অক্ষয়কুমার দত্ত পত্রিকা থেকে অবসর নিলে সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
-
স্বর্ণযুগ: পত্রিকার সোনালি সময়কাল বা স্বর্ণযুগটি ছিল অক্ষয়কুমার দত্তের সম্পাদনার সময়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
Created: 2 months ago
A
সওগাত
B
সমকাল
C
উত্তরণ
D
শিখা
• সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকা সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত হতো মাসিক সাহিত্যপত্র সমকাল।
- সমকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন।
-------------------------------
• সিকান্দার আবু জাফর:
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর।
- তিমিরান্তিক।
- বৈরী বৃষ্টিতে।
- বৃশ্চিক-লগ্ন।
• তাঁর রচিত নাটক:
- সিরাজ-উদ-দৌলা।
- মহাকবি আলাউল।
- শকুন্ত উপাখ্যান।
• তাঁর রচিত উপন্যাস:
- মাটি আর অশ্রু।
- জয়ের পথে।
- নবী কাহিনী।
- পূরবী।
• তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ:
- যাদুর কলস।
- সেন্ট লুইয়ের সেতু।
- রুবাইয়াৎ:ওমর খৈয়াম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম-
Created: 2 months ago
A
তত্ত্ববোধিনী
B
সবুজপত্র
C
কল্লোল
D
ধূমকেতু
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র। ১৯১৪ সালে (বাংলা ১৩২১ সালের ২৫ বৈশাখ) এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0
Updated: 2 months ago
'হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও' কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
Created: 4 months ago
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
দি ইস্ট ইন্ডিয়ান
D
জ্ঞানাণ্বেষণ
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
-
পূর্ণ নাম: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
-
তিনি একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক ছিলেন।
-
মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজে (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) শিক্ষক হিসেবে নিয়োগ পান।
-
‘ইয়ং বেঙ্গল’ আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন তিনি।
-
এছাড়াও তিনি ‘ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান’ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 4 months ago