A
পঞ্চতন্ত্র
B
কালান্তর
C
প্রবন্ধ সংগ্রহ
D
শাশ্বত বঙ্গ
উত্তরের বিবরণ
সৈয়দ মুজতবা আলীর গুরুত্বপূর্ণ রচনা ও গ্রন্থসমূহ
পঞ্চতন্ত্র:
-
সৈয়দ মুজতবা আলীর ‘পঞ্চতন্ত্র’ (১৯৫২) একটি ব্যক্তিগত প্রবন্ধ সংকলন, যা দুই ভাগে বিভক্ত।
-
প্রথম পর্বে: ৩৪টি রচনা
-
দ্বিতীয় পর্বে: ৩১টি রচনা
-
মোট: ৬৫টি প্রবন্ধ
-
-
উল্লেখযোগ্য প্রবন্ধ: বই কেনা, মোপাসাঁ, চেখফ্-রবীন্দ্রনাথ, বিদেশে, মেশেদিনী, অনুবাদ সাহিত্য, অর্থং অর্থং ইত্যাদি।
-
এই প্রবন্ধগুলো মূলত ‘বসুমতী’ ও ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়।
-
এতে মুজতবা আলীর সরস ও প্রাঞ্জল গদ্যশৈলী এবং বিচিত্র বিষয়ে আগ্রহ প্রকাশ পেয়েছে।
-
গ্রন্থটি সাধারণত রম্যসাহিত্যের অন্তর্ভুক্ত।
অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ:
-
কালান্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে রচিত রাজনৈতিক প্রবন্ধ সংকলন।
-
শাশ্বত বঙ্গ (কাজী আবদুল ওদুদ): বাংলা ভাষা, সাহিত্য ও বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ গ্রন্থ।
সৈয়দ মুজতবা আলী: জীবন ও সাহিত্যিক পরিচিতি
-
জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯০৪, করিমগঞ্জ, শ্রীহট্ট (সিলেট)। পৈতৃক নিবাস: মৌলভীবাজার, উত্তরসুর গ্রাম।
-
শিক্ষা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে স্নাতক।
-
সাহিত্যিক জীবন:
-
প্রথম স্বীকৃতি: ‘দেশে-বিদেশে’ – কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধি থেকে উদ্ভূত।
-
বিশেষ রচনা: ‘পূর্ব-পাকিস্তানের রাষ্ট্রভাষা’।
-
ভূমিকা রচনা: কাজী নজরুল ইসলামের ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’ গ্রন্থে।
-
-
মৃত্যু: ১১ ফেব্রুয়ারি ১৯৭৪, ঢাকা।
লেখাগুলি ভাগ করা যায়:
-
উপন্যাস: অবিশ্বাস্য, শবনম
-
রম্য রচনা: পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী
-
ছোটগল্প সংকলন: চাচা-কাহিনী, টুনি মেম
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
Created: 2 weeks ago
A
হরতাল
B
পালাবদল
C
উত্তীর্ণ পঞ্চাশে
D
অন্বিষ্ট স্বদেশ
‘হরতাল’ কবি সুকান্ত ভট্টাচার্য রচিত একটি গদ্যগ্রন্থ, যা ১৯৬২ সালে প্রকাশিত হয়। এই রচনায় সমাজতন্ত্রের ভাব ও সাধারণ মানুষের জীবনের দুঃখ-কষ্ট, শোষণ ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৭৪)
-
জন্ম: ১৯২৬
-
পরিচয়: কিশোর কবি, মার্কসবাদী ও মানবতাবাদী কবি
-
কাব্যে প্রকাশ: সাধারণ মানুষের জীবন-যন্ত্রণা, বিদ্রোহ ও শোষণের বিরুদ্ধে বিক্ষোভ
-
বিশেষ বৈশিষ্ট্য: নজরুলের পরে তাঁর কবিতায় বিদ্রোহী বার্তা সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে
প্রখ্যাত কাব্যগ্রন্থ:
-
পূর্বাভাস
-
হরতাল
-
ঘুম নেই
-
ছাড়পত্র
-
অভিযান
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘হরতাল’, সুকান্ত ভট্টাচার্য

0
Updated: 2 weeks ago
ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
Created: 1 month ago
A
বঙ্গভাষা ও সাহিত্য
B
বাংলা সাহিত্যের কথা
C
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
D
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও তাঁর ‘বাংলা সাহিত্যের কথা’ গ্রন্থ সম্পর্কে তথ্য
বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থ: ‘বাংলা সাহিত্যের কথা’
ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাসগ্রন্থ ‘বাংলা সাহিত্যের কথা’। এই গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের বিবরণে অনন্য। এটি বিভিন্ন সময়ে একাধিক সংস্করণে প্রকাশিত হয়েছে:
-
প্রথম সংস্করণ: এপ্রিল, ১৯৫৩
-
দ্বিতীয় সংস্করণ (নতুন): এপ্রিল, ১৯৬৩
-
তৃতীয় সংস্করণ (পরিমার্জিত): কার্তিক ১৩৭৩ বঙ্গাব্দ (অক্টোবর, ১৯৬৬)
-
চতুর্থ সংস্করণ (পরিবর্ধিত ও নূতন): শ্রাবণ ১৩৭৫ বঙ্গাব্দ (জুলাই, ১৯৬৮)
ড. মুহম্মদ শহীদুল্লাহ: জীবনী ও অবদান
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ বাংলা ভাষা ও সাহিত্যের অগ্রদূতদের একজন। তিনি ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা-সাহিত্য ও গবেষণায় তাঁর অবদানের কারণে তিনি ‘জ্ঞানতাপস’ উপাধিতে পরিচিত হন। তাঁর পাণ্ডিত্য ও স্মরণশক্তির জন্য তাঁকে ‘চলিষ্ণু অভিধান’ বলেও অভিহিত করা হয়।
বাংলা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে জাতিসত্তা নিয়ে তাঁর বিখ্যাত মন্তব্যটি এখনো প্রাসঙ্গিক ও শক্তিশালী—
"আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।"
বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস লেখার পাশাপাশি ভাষা-সংক্রান্ত বহু জটিল ও গুরুত্বপূর্ণ সমস্যার তিনি বিশ্লেষণধর্মী সমাধান প্রদান করেছেন।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্-র উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত
-
দীওয়ানে হাফিজ
-
রুবাইয়াত-ই-ওমর খৈয়াম
-
নবী করিম মুহাম্মাদ
-
ইসলাম প্রসঙ্গ
-
বিদ্যাপতি শতক
-
বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড)
-
বাংলা ভাষার ব্যাকরণ
-
ব্যাকরণ পরিচয়
-
বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
-
মহররম শরীফ
-
টেইলস ফ্রম দি কুরআন
-
Buddhist Mystic Songs (১৯৬০)
-
Hundred Sayings of the Holy Prophet
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া এবং 'বাংলা সাহিত্যের কথা' (প্রথম খণ্ড)

0
Updated: 1 month ago
'কাশবনের কন্যা' গ্রন্থটির লেখক কে?
Created: 1 month ago
A
আবুল কালাম শামসুদ্দিন
B
শামসুদ্দীন আবুল কালাম
C
আবুল ফজল
D
জসীমউদ্দীন
• কাশবনের কন্যা:
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে।
- শামসুদ্দীন আবুল কালামের 'কাশবনের কন্যা' উপন্যাসে গ্রামকে এমনভাবে তুলে আনা হয়েছে যে, দুঃখ দারিদ্রতা থাকলেও গ্রামেই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার।
- উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত চিত্রায়িত হয়েছে।
- এই উপন্যাসের চরিত্র সমূহ: সিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান ইত্যাদি।
-------------------------------------
• শামসুদ্দীন আবুল কালাম:
- শামসুদ্দীন আবুল কালাম ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- শামসুদ্দীন বরিশাল জেলা স্কুল থেকে ম্যাট্রিক (১৯৪১), ব্রজমোহন কলেজ থেকে আই.এ (১৯৪৩) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (১৯৪৬) পাস করেন।
তাঁর রচনাসমূহ হলো:
• গল্পগ্রন্থ:
- অনেক দিনের আশা,
- ঢেউ,
- পথ জানা নাই,
- দুই হৃদয়ের তীর,
- শাহের বানু।
• উপন্যাস:
- আলমনগরের উপকথা,
- কাশবনের কন্যা,
- কাঞ্চনমালা,
- জায়মঙ্গল,
- কাঞ্চনগ্রাম,
- পুঁই ডালিমের কাব্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago