'ঘরে বাইরে' উপন্যাসটি কার লেখা?
A
আলাওল
B
কাজী দীন মহম্মদ
C
কাজী মোতাহের হোসেন
D
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরের বিবরণ
ঘরে-বাইরে (উপন্যাস)
-
রবীন্দ্রনাথ ঠাকুর চলিত ভাষায় যে প্রথম উপন্যাসটি লেখেন সেটি হলো ঘরে-বাইরে।
-
উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৬ সালে।
-
এর পটভূমি হলো বাংলার স্বদেশি আন্দোলন।
-
এ উপন্যাসের কাহিনির সাথে পাশ্চাত্য লেখক রবার্ট লুই স্টিভেনসন-এর Prince Otto উপন্যাসের কিছুটা সাদৃশ্য লক্ষ্য করা যায়।
-
স্টিভেনসনের Seraphina, Otto ও Gondremark চরিত্র তিনটি রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ চরিত্রের সাথে তুলনীয়।
-
তবে পার্থক্য হলো— স্টিভেনসনের কাহিনি ব্যঙ্গাত্মক এবং মিলনমুখী পরিসমাপ্তি ঘটলেও, রবীন্দ্রনাথের কাহিনি গভীর, গম্ভীর ও করুণ আবহে সমাপ্ত।
প্রধান চরিত্রসমূহ:
-
নিখিলেশ
-
বিমলা
-
সন্দীপ
রবীন্দ্রনাথ ঠাকুর
-
তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ, চিত্রশিল্পী এবং সমাজ-সংস্কারক।
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
-
পিতা: মহার্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর; পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
তিনি বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক। তাঁর প্রথম প্রকাশিত ছোটগল্প হলো ভিখারিণী।
-
১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভকারী প্রথম এশীয় ব্যক্তি।
-
১৯১৫ সালে ব্রিটিশ সরকার প্রদত্ত “নাইট” উপাধি লাভ করেন, কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে উপাধিটি ত্যাগ করেন।
রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
-
বৌঠাকুরাণীর হাট
-
প্রজাপতির নির্বন্ধ
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
নৌকাডুবি
-
গোরা
-
চতুরঙ্গ
-
রাজর্ষি
-
চার অধ্যায়
-
মালঞ্চ
-
দুই বোন
-
যোগাযোগ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
নিচের কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?
Created: 3 weeks ago
A
দেবদাস
B
শেষ প্রশ্ন
C
পণ্ডিতমশাই
D
মৃত্যুক্ষুধা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুর
-
প্রথম প্রকাশিত গল্প: মন্দির (১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ)
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বড়দিদি (১৯০৭, ভারতী পত্রিকা)
-
রাজনৈতিক উপন্যাস: পথের দাবী (১৯২৬, ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত)
প্রধান উপন্যাসসমূহ:
-
চরিত্রহীন
-
পণ্ডিতমশাই
-
পল্লীসমাজ
-
দেবদাস
-
শ্রীকান্ত
-
পরিণীতা
-
বিরাজবৌ
-
দত্তা
-
বামুনের মেয়ে
-
শেষ প্রশ্ন
-
দেনাপাওনা
-
পথের দাবী
-
বিপ্রদাস
উল্লেখ্য: মৃত্যুক্ষুধা উপন্যাসটি কাজী নজরুল ইসলাম রচিত।
উৎস:

0
Updated: 3 weeks ago
'পরানের গহীন ভেতর' সৈয়দ শামসুল হক রচিত-
Created: 2 weeks ago
A
কাব্যগ্রন্থ
B
নাটক
C
উপন্যাস
D
গল্পগ্রন্থ
‘পরানের গহীন ভেতর’ সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যগ্রন্থ, যা তাঁর কাব্যসাহিত্যের গভীর ভাবনা, মানবিক অনুভূতি এবং জীবনদর্শন প্রকাশ করে। এই গ্রন্থে কবি মানুষের অন্তর্গত আবেগ, মনস্তত্ত্ব এবং সমাজের বহুমাত্রিক বাস্তবতার সঙ্গে ব্যক্তিগত অনুধাবনের সংমিশ্রণ তুলে ধরেছেন।
সৈয়দ শামসুল হক ছিলেন ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণকারী একজন বিশিষ্ট সাহিত্যিক। তিনি মূলত লেখক হিসেবে পরিচিত, তবে তাঁর কর্মজীবনে কাব্য, কাব্যনাট্য এবং গল্পকাহিনাতেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তাঁর রচিত কাব্যনাট্যসমূহ
-
পায়ের আওয়াজ পাওয়া যায়
-
নূরলদীনের সারাজীবন
-
এখানে এখন
সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থসমূহ
-
একদা এক রাজ্যে
-
বৈশাখে রচিত পঙ্ক্তিমালা
-
পরানের গহীন ভিতর
-
বেজান শহরের জন্য কোরাস
-
কাননে কানে তোমারই সন্ধানে
-
আমি জন্মগ্রহণ করিনি
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ
-
তাস
-
শীত বিকেল
-
আনন্দের মৃত্যু
-
প্রাচীন বংশের নিঃস্ব সন্তান
-
জলেশ্বরীর গল্পগুলো

0
Updated: 2 weeks ago
'পথিক তুমি পথ হারাইয়াছ।' কোন উপন্যাসের বিখ্যাত উক্তি?
Created: 1 week ago
A
কপালকুণ্ডলা
B
বিষবৃক্ষ
C
কৃষ্ণকান্তের উইল
D
দুর্গেশনন্দিনী
কপালকুণ্ডলা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস, যা ১৮৬৬ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে প্রেম, সামাজিক মূল্যবোধ ও চরিত্রের মানসিক দ্বন্দ্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
-
চরিত্র: কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক
-
উল্লেখযোগ্য সংলাপ:
-
'পথিক তুমি পথ হারাইয়াছ' – উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে এই সংলাপটি বলেন। এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ হিসেবে খ্যাত।
-
'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন' – উপন্যাসের আরও একটি স্মরণীয় সংলাপ।
-
বঙ্কিমচন্দ্রের অন্যান্য উপন্যাস:
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ

0
Updated: 1 week ago