A
১১৯৯-১২৫০ পর্যন্ত
B
১২০১-১৩৫০ পর্যন্ত
C
১২৫০-১৩৫০ পর্যন্ত
D
১২৫০-১৪৫০ পর্যন্ত
উত্তরের বিবরণ
মধ্যযুগের প্রথম দেড়’শ বছর ও অন্ধকার যুগ
বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১ খ্রিস্টাব্দ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অনেক সাহিত্য গবেষক ‘অন্ধকার যুগ’ বা ‘তামস যুগ’ বলে উল্লেখ করেছেন।
এ সময়কে অন্ধকার যুগ বলার কারণ হলো—সাহিত্য সৃষ্টির পর্যাপ্ত নিদর্শন আমাদের হাতে পাওয়া যায়নি। তবে একেবারেই সাহিত্য রচনা হয়নি, এমনটাও সঠিক নয়। কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম পাওয়া যায়, যা প্রমাণ করে এই সময়েও সাহিত্য রচনা চলছিল।
অন্ধকার যুগে প্রাপ্ত সাহিত্য নিদর্শন
-
‘প্রাকৃত পৈঙ্গল’ : রচয়িতা শ্রীহর্ষ।
-
‘শূন্যপুরাণ’ : রচয়িতা রামাই পণ্ডিত। এটি মূলত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বভিত্তিক গ্রন্থ। এর অংশবিশেষ ‘নিরঞ্জনের রুষ্মা’ বা ‘কলিমা জালাল’ নামে পরিচিত।
-
‘সেক শুভোদয়া’ : রচনা করেছেন হলায়ুধ মিশ্র। এটি পীর-মাহাত্ম্য বিষয়ক কাব্য।
অতএব, ১২০১–১৩৫০ সালের সময়কে একদিকে অন্ধকার যুগ বলা হলেও, বাস্তবে এই সময়ের সাহিত্য একেবারে শূন্য ছিল না। শ্রীহর্ষ, রামাই পণ্ডিত ও হলায়ুধ মিশ্রের মতো কবিদের লেখা সেই সময়ের সাহিত্যচর্চার সাক্ষ্য বহন করে।
উৎস: ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা

0
Updated: 1 week ago
বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগের সময়কাল কোনটি?
Created: 3 days ago
A
১২৫১–১৩৮০ খ্রিঃ
B
১৩০১–১৪৫০ খ্রিঃ
C
১১০১–১২৫০ খ্রিঃ
D
১২০১–১৩৫০ খ্রিঃ
অন্ধকার যুগ
-
বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১ খ্রিষ্টাব্দ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়।
-
এ সময় বাংলায় লিখিত সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায় না।
-
১২০১ খ্রিষ্টাব্দে বাংলায় তুর্কি আক্রমণ সংঘটিত হয়। সমগ্র বাংলা অধিকার করতে তাদের প্রায় ১০০ বছর এবং শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা হতে আরও প্রায় ৫০ বছর সময় লেগেছিল।
-
তুর্কি আক্রমণের ফলে বঙ্গীয় সমাজ ও জনজীবনে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসে, যার কারণে মানুষ সাহিত্যচর্চায় মনোনিবেশ করতে পারেনি।
-
এই সময়ে যে ক’টি সাহিত্যকর্ম পাওয়া যায়, যেমন ‘শূন্যপুরাণ’, ‘সেক শুভোদয়া’, সেগুলোও মূলত সংস্কৃত ভাষায় রচিত।
-
ফলে ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময় বাংলা সাহিত্যের ইতিহাসে একটি শূন্যস্থান হিসেবে পরিগণিত।
উৎস: মাহবুবুল আলম, বাংলা সাহিত্যের ইতিহাস

0
Updated: 3 days ago
বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয় -
Created: 1 week ago
A
১২০১ - ১৫০০ সাল
B
৯৫০ - ১৩৫০ সাল
C
১২০১-১৩৫০ সাল
D
১২০১-১৪৫০ সাল
বাংলা সাহিত্যের মধ্যযুগ
-
সময়কাল: প্রায় চার শতাব্দী
-
ভাগ:
-
প্রাকচৈতন্য যুগ: ১২০১ - ১৫০০
-
চৈতন্য যুগ: ১৫০১ - ১৬০০
-
চৈতন্য পরবর্তী যুগ: ১৬০১ - ১৮০০
-
-
বিশেষ উল্লেখ:
-
১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়
-
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 week ago