কোন বানানটি শুদ্ধ?
A
পিপিলিকা
B
পিপীলিকা
C
পীপিলিকা
D
পিপিলীকা
উত্তরের বিবরণ
• শুদ্ধ বানান - পিপীলিকা।
• পিপীলিকা (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: পিপীলক+আ।
অর্থ: পিঁপড়া, পিঁপড়ে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
নিচের বিকল্পগুলো থেকে শুদ্ধ বানান বাছাই করুন-
Created: 2 weeks ago
A
অন্যমনষ্ক
B
সমিচীন
C
মনীষী
D
অপকর্শ
মনীষী হলো একটি বিশেষণ পদ এবং এটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত। শব্দের গঠন হলো মনীষা + ইন্, যার অর্থ হলো তীক্ষ্ণধী, বিদ্বান বা প্রতিভাসম্পন্ন।
-
মনীষী (বিশেষণ)
-
সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত
-
প্রকৃতি প্রত্যয়: মনীষা + ইন্
-
অর্থ: তীক্ষ্ণধী, বিদ্বান, প্রতিভাসম্পন্ন
-
উদাহরণ: মনীষী ব্যক্তি মানে প্রতিভাসম্পন্ন বা জ্ঞানী ব্যক্তি
-
-
মনীষা
-
মনীষী(-ষিন্) বিশেষণ আকারে ব্যবহৃত
-
অর্থ: মনীষাসম্পন্ন, তীক্ষ্ণধী
-
-
সমীচীন (বিশেষণ)
-
সংস্কৃত শব্দ
-
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম
-
-
আরো কিছু শুদ্ধ বানান
-
অপকর্শ → শুদ্ধ: অপকর্ষ
-
অন্যমনষ্ক → শুদ্ধ: অন্যমনস্ক
-
অন্যপুর্বা → শুদ্ধ: অন্যপূর্বা
-
জাজ্জ্বল্যমান → শুদ্ধ: জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → শুদ্ধ: প্রজ্বলিত
-
শ্বাশত → শুদ্ধ: শাশ্বত
-

0
Updated: 2 weeks ago
অশুদ্ধ বানান নির্ণয় করুন-
Created: 3 weeks ago
A
কৃষিজীবী
B
সমীচীন
C
ভাগীরথি
D
বিভীষিকা
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে শুদ্ধ ও অশুদ্ধ বানানের পার্থক্য জানা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো।
-
অশুদ্ধ বানান: ভাগীরথি
-
শুদ্ধ বানান: ভাগীরথী
-
এটি একটি বিশেষ্য পদ
-
শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে
-
অর্থ: গঙ্গা নদীর অন্য নাম; গঙ্গার একটি শাখা নদী বিশেষ
-
শুদ্ধ বানানের উদাহরণ: বিভীষিকা, কৃষিজীবী, সমীচীন
উৎস:

0
Updated: 3 weeks ago
শুদ্ধ বানান -
Created: 1 week ago
A
কিংকর্তব্যবীমূঢ়
B
কিংকর্তব্যবিমুঢ়
C
কিংকর্তব্যবিমূঢ়
D
কিংকর্তব্যবিমূড়
-
শুদ্ধ বানান: কিংকর্তব্যবিমূঢ়
-
এটি সংস্কৃত শব্দ এবং একটি বিশেষণ পদ।
-
শব্দের অর্থ: কর্তব্য নিরূপণে অক্ষম।

0
Updated: 1 week ago