বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
A
রাজসিংহ
B
দুর্গেশনন্দিনী
C
কৃষ্ণকান্তের উইল
D
কপালকুণ্ডলা
উত্তরের বিবরণ
দুর্গেশনন্দিনী
-
রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৮৬৫ খ্রিষ্টাব্দ
-
বাংলা সাহিত্যে গুরুত্ব: প্রথম সার্থক বাংলা উপন্যাস
-
কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা
-
উল্লেখযোগ্য চরিত্র: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৩৮, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে
-
পেশা: ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের প্রধান পুরুষ
-
বাংলা উপন্যাসে অবদান: ‘রাজমোহনস ওয়াইফ’ (ইংরেজিতে) থেকে শুরু করে বাংলা সাহিত্যে উপন্যাস ধারার প্রবর্তক
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
-

0
Updated: 1 month ago
"এসো যুগ-সারথি নিঃশঙ্ক নির্ভয়।
এসো চির-সুন্দর অভেদ অসংশয়।" - কবিতাংশটুকুর রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
আল মাহমুদ
B
সুকান্ত ভট্টাচার্য
C
কাজী নজরুল ইসলাম
D
ফররুখ আহমদ
• স্বরসন্ধির নিয়ম (ও-কারের রূপান্তর):
বাংলা ভাষায় দুটি স্বরের সংযোগে বিশেষ ধ্বনিগত পরিবর্তন ঘটে। সাধারণভাবে, প্রথম পদের শেষ অ/আ ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথম উ/ঊ ধ্বনির সংযোগে ও-কার (ও-ধ্বনি) তৈরি হয়।
নিয়ম ও উদাহরণ:
-
অ + উ = ও
-
সর্ব + উচ্চ → সর্বোচ্চ
-
সূর্য + উদয় → সূর্যোদয়
-
দীর্ঘ + উচ্চারণ → দীর্ঘোচ্চারণ
-
প্রশ্ন + উত্তর → প্রশ্নোত্তর
-
অ + ঊ = ও
-
নব + ঊঢ়া → নবোঢ়া
-
সর্ব + ঊর্ধ্ব → সর্বোর্ধ্ব
-
আ + উ = ও
-
যথা + উচিত → যথোচিত
-
কথা + উপকথন → কথোপকথন
-
যথা + উপযুক্ত → যথোপযুক্ত
-
আ + ঊ = ও
-
গঙ্গা + ঊর্মি → গঙ্গোর্মি
-
মহা + ঊর্মি → মহোর্মি
-
মহা + ঊর্ধ্ব → মহোর্ধ্ব
সংক্ষেপে: প্রথম পদের অ/আ + দ্বিতীয় পদের উ/ঊ = ও-কার।
এটি বাংলা শব্দসংযোগে স্বরসন্ধির অন্যতম নিয়ম।

0
Updated: 2 weeks ago
কোন সাহিত্যিক 'গণমানুষের কবি' হিসেবে পরিচিত পেয়েছেন?
Created: 3 weeks ago
A
আবুল ফজল
B
রফিক আজাদ
C
দিলওয়ার
D
আহসান হাবীব
কবি দিলওয়ার – গণমানুষের কবি
-
কবি দিলওয়ারকে ‘গণমানুষের কবি’ হিসেবে খ্যাতি লাভ 1977 সালের ৭ মার্চ, যখন সিলেটে তাকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
-
সংবর্ধনায় পড়া মানপত্রে উল্লেখ ছিল, ‘গণমানুষের কবি’ দিলওয়ারকে সিলেটের মানুষ অভিনন্দন জানাচ্ছে স্বদেশ, স্বজাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনাকে অঙ্গীকার করে তাঁর ‘আবাল্য কাব্যসাধনার’ জন্য।
-
সেই দিন থেকে ‘গণমানুষের কবি’ অভিধাটি তার নামের সঙ্গে সংযুক্ত হয়ে যায়।
দিলওয়ারের তথ্য:
-
জন্ম: ১৯৩৭ সালে সিলেটে
-
প্রকৃত নাম: দিলওয়ার খান
কবিতা গ্রন্থ:
-
জিজ্ঞাসা
-
ঐকতান
-
উদ্ভিন্ন উল্লাস
-
রক্তে আমার অনাদি অস্থ

0
Updated: 2 weeks ago
কোন কবির রচনা ধারাকে অনুসরণ করে জ্ঞানদাস পদ রচনা করতেন?
Created: 1 month ago
A
গোবিন্দদাস
B
চণ্ডীদাস
C
শ্রীচৈতন্যদেব
D
দ্বীজ বংশীদাস
• জ্ঞানদাস:
-
চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
-
বৈষ্ণব সাধকদের মধ্যেও বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
বৈষ্ণবগুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন।
-
প্রথম ‘ষোড়শ-গোপাল’-এর রূপ বর্ণনা করে পদ রচনা করেছেন।
-
বাংলা এবং ব্রজবুলিতে রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় ২০০ (মতান্তরে ৪০০) পদ রচনা করেছেন।
-
রচিত গ্রন্থ: মাথুর ও মুরলীশিক্ষা।
-
পদরচনায় বিদ্যাপতি ও চণ্ডীদাসকে অনুসরণ করলেও নিজের সরল সুরে রচনা করেছেন।
-
প্রধান বিষয়: প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা; বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলাকে মানবজীবনের আলোকে বর্ণনা করেছেন।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago