একটি কাঁচা পাটের গাইটের ওজন- 

Edit edit

A

৩.৫ মণ 

B

৪ মণ 

C

৪.৫ মণ 

D

৫ মণ

উত্তরের বিবরণ

img

পাট বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল। দেশের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে পাট চাষ ও পাট শিল্পের সঙ্গে যুক্ত। পাট খাত জাতীয় রপ্তানির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে।

২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাত পণ্যকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ বা বর্ষপণ্য ঘোষণা করেছেন এবং পাটকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

কাঁচা পাট বলতে পাট উৎপাদনের পর থেকে পচনের আগ পর্যন্ত অবস্থায় থাকা পাটকে বুঝানো হয়। পাট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি বছরে দেশে প্রায় ৮৫ থেকে ৯০ লাখ বেল কাঁচা পাট উৎপাদিত হয়।

একটি কাঁচা পাটের গাঁইট বা বেল-এর ওজন প্রায় ৪.৫ মণ হয়।

ওজনের হিসেব

  • পাটের ওজন মাপা হয় ‘বেল’ বা ‘গাঁট’ হিসেবে।

  • ‘বেল’ মানে গাঁট বাধা অবস্থান।

  • ‘গাঁইট’ শব্দটির উৎপত্তি ‘গাঁট’ থেকে এসেছে।

  • ১ বেল = ১৮২.২৫ কেজি।

  • ১ মণ = ৩৭.৩২ কেজি।

  • ১৮২.২৫ কেজি = প্রায় ৪.৫ মণ।


উৎস:

  • কৃষি তথ্য সার্ভিস

  • বাংলা একাডেমি অভিধান

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD