"বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" - পঙ্ক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A
সাম্যবাদী
B
সর্বহারা
C
অগ্নি-বীণা
D
বিষের বাঁশি
উত্তরের বিবরণ
সাম্যবাদী কাব্যগ্রন্থ
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
প্রকাশকাল: ১৯২৫
-
মোট কবিতা: ১১ টি
-
প্রধান বিষয়বস্তু: মানুষের সমতা ও সমঅধিকার
-
প্রথম কবিতা: সাম্যবাদী
-
বিখ্যাত কবিতা: নারী
‘নারী’ কবিতার সংক্ষিপ্ত ভাবার্থ
-
কবি এখানে নারী ও পুরুষকে সমমানের হিসেবে দেখান।
-
বিশ্বের সমস্ত মহান সৃষ্টি ও কল্যাণকর কাজের অর্ধেকই নারী করেছে।
-
বিশ্বের সমস্ত কষ্ট ও দুঃখের কারণের অর্ধেকই নারী এবং অর্ধেকই পুরুষের।
উল্লেখ্য: এই কবিতার মাধ্যমে নজরুল নারীর অবদান ও সমতার গুরুত্ব তুলে ধরেছেন।

0
Updated: 1 week ago
'শেষ প্রশ্ন' উপন্যাসের রচয়িতা কে?
Created: 1 week ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
সত্যেন্দ্রনাথ দত্ত
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘শেষ প্রশ্ন’ (উপন্যাস)
-
রচয়িতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
-
এতে তিনি নিত্য রূপান্তরশীল মানুষ, জীবন ও সমাজের চলমান আদল তুলে ধরেছেন।
-
প্রেক্ষাপট: বিশ শতকের প্রথমার্ধের মধ্যবিত্ত শিক্ষিত ভারতীয় বাঙালির মন-মানস ও পটভূমি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, হুগলি জেলার দেবানন্দপুরে।
-
প্রথম উপন্যাস: ‘বড়দিদি’ (১৯০৭) → প্রকাশিত হয় ভারতী পত্রিকায়।
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’ → এর জন্য তিনি ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার পান।
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬) → ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত।

0
Updated: 1 week ago
'সাহিত্যরত্ন' উপাধিটি কার?
Created: 5 days ago
A
মোহাম্মদ নজিবর রহমান
B
গোবিন্দচন্দ্র দাস
C
আবুল হোসেন
D
মোহাম্মদ মোজাম্মেল হক
✦ মোহাম্মদ নজিবর রহমান (আনুমানিক ১৮৬০ – ?)
-
পরিচয়: ঔপন্যাসিক।
-
জন্ম: আনুমানিক ১৮৬০ খ্রিস্টাব্দে।
-
অনুপ্রেরণা: ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ প্রেরণায় সাহিত্যচর্চায় ব্রতী হন।
-
সাহিত্যকীর্তি:
-
গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ চিত্রায়ণে বিশেষ দক্ষতা অর্জন করেন।
-
তাঁর প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।
-
-
উপাধি: সাহিত্যে অবদানের জন্য ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন।
✦ মোহাম্মদ নজিবর রহমানের উল্লেখযোগ্য উপন্যাস
-
আনোয়ারা (প্রথম সামাজিক উপন্যাস ও সর্বাধিক জনপ্রিয় রচনা)
✦ অন্যদিকে
-
মোহাম্মদ মোজাম্মেল হক → বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক কাব্যকণ্ঠ উপাধি লাভ করেন।

0
Updated: 5 days ago
অক্ষয়কুমার অবসর নিলে 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক হন কে?
Created: 5 days ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
দেবেন্দ্রনাথ ঠাকুর
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
✦ তত্ত্ববোধিনী পত্রিকা
-
প্রকাশকাল: ১৬ আগস্ট, ১৮৪৩ খ্রিস্টাব্দে।
-
প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: দেবেন্দ্রনাথ ঠাকুর।
-
প্রথম সম্পাদক: অক্ষয়কুমার দত্ত।
-
সম্পাদনা দায়িত্বকাল: অক্ষয়কুমার দত্ত ১৮৪৩ – ১৮৫৫ পর্যন্ত।
-
বৈশিষ্ট্য:
-
উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা।
-
বাঙালি সমাজে জাগরণ ও আধুনিক চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
-
পরবর্তী সম্পাদক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
-
বিশেষ তথ্য: অক্ষয়কুমারের সম্পাদনা-কালকে পত্রিকার স্বর্ণযুগ বলা হয়।

0
Updated: 5 days ago