বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি?
A
মেঘনাদবধ কাব্য
B
বীরাঙ্গনা কাব্য
C
বাঁধন-হারা
D
ব্রজাঙ্গনা কাব্য
উত্তরের বিবরণ
বীরাঙ্গনা কাব্য
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
প্রকাশকাল: ১৮৬২
-
ধরণ: পত্রকাব্য (বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য)
-
সংখ্যা: ১১ টি পত্র
-
প্রেরণা: রোমান কাব্য হেরোইদাইদস
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার কপোতাক্ষ নদ তীর, সাগরদাঁড়ি গ্রাম
-
অভিনবত্ব: বাংলাভাষার সনেট প্রবর্তক ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
মেঘনাদবধ কাব্য (বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য)
-
ব্রজাঙ্গনা কাব্য (গীতিকাব্য)
-
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য
-
বাঁধন-হারা (১৯২৭) – কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস

0
Updated: 1 month ago
’চারি >চাইর- কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 1 month ago
A
অন্ত্যস্বরাগম
B
অসমীকরণ
C
অপিনিহিতি
D
স্বরসঙ্গতি
বাংলা ভাষায় ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়। এর মধ্যে অপিনিহিতি, অন্ত্যস্বরাগম, অসমীকরণ এবং স্বরসঙ্গতি গুরুত্বপূর্ণ। এদের ব্যাখ্যা নিচে দেওয়া হলো—
-
অপিনিহিতি
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলা হয়।
উদাহরণ: আজি → আইজ, সাধু → সাউধ, রাখিয়া → রাইখ্যা, বাক্য → বাইক্য, সত্য → সইত্য, চারি → চাইর, মারি → মাইর। -
অন্ত্যস্বরাগম
কোনো শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হলে তাকে অন্ত্যস্বরাগম বলে।
উদাহরণ: দিশ্ → দিশা, পোখত্ → পোক্ত, বেঞ্চ → বেঞ্চি, সত্য → সত্যি। -
অসমীকরণ
একই স্বরের পুনরাবৃত্তি এড়াতে মাঝখানে নতুন স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলা হয়।
উদাহরণ: ধপ ধপ → ধপাধপ, টপ টপ → টপাটপ। -
স্বরসঙ্গতি
একটি স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন হলে তাকে স্বরসঙ্গতি বলা হয়।
উদাহরণ: দেশি → দিশি, বিলাতি → বিলিতি, মুলা → মুলো।
উৎস:

0
Updated: 1 month ago
'অ্যা গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৭৮০ সালে
B
১৭২০ সালে
C
১৭৭৮ সালে
D
১৭৬৯ সালে
অ্যা গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
-
লেখক: ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
-
প্রকাশকাল: ১৭৭৮ খ্রিস্টাব্দ
-
প্রকাশস্থল: হুগলি
-
ভাষা: ইংরেজি
-
বিশেষত্ব:
-
বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ।
-
উদাহরণসহ বাংলা পাঠ এবং বাংলা লিপি ব্যবহার করে প্রথম বৈয়াকরণিক গ্রন্থ।
-
এর আগে পর্তুগিজ ধর্মযাজকেরা রোমান অক্ষরে অতি সাধারণভাবে বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার চেষ্টা করেছিলেন।
-
✦ ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (১৭৫১–১৮১৫)
-
জন্ম: ১৭৫১ সালের ২৫ মে, লন্ডনের উচ্চ মধ্যবিত্ত পরিবারে।
-
পরিচয়: প্রাচ্যবিদ, বৈয়াকরণিক।
-
অবদান:
-
প্রথম বৈয়াকরণিক যিনি বাংলা ব্যাকরণে উদাহরণ ব্যবহার করে বাংলা পাঠ এবং লিপি প্রয়োগ করেন।
-
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলা ব্যাকরণের প্রতিষ্ঠা।
-

0
Updated: 1 month ago
'গাহি’ সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান' - পঙ্ক্তিটি কোন কবিতার অংশ?
Created: 1 month ago
A
মানুষ
B
সাম্যবাদী
C
সর্বহারা
D
প্রলয়োল্লাস
কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা
আলোচ্য পঙক্তিটি কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা থেকে গৃহীত।
‘মানুষ’ কবিতাটি তাঁর ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৫ সালে।
উদ্ধৃত পঙক্তি:
গাহি সাম্যের গান–
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
অগ্নি-বীণা
সঞ্চিতা
চিত্তনামা
মরুভাস্কর
সর্বহারা
ফণি-মনসা
চক্রবাক
সাম্যবাদী
ছায়ানট
নতুন চাঁদ
পুবের হাওয়া
জিঞ্জির
বাষের বাঁশি
দোলনচাঁপা
সিন্ধু হিন্দোল
ভাঙার গান
সন্ধ্যা ইত্যাদি

0
Updated: 1 month ago