‘গোরক্ষবিজয়’ কাহিনির রচয়িতা কে?
A
বিজয় গুপ্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
বড়ু চণ্ডীদাস
D
শেখ ফয়জুল্লাহ
উত্তরের বিবরণ
নাথসাহিত্য
-
সংজ্ঞা: নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনি ভিত্তিক সাহিত্য
-
কাল: মধ্যযুগীয় বাংলা সাহিত্যের বিশেষ ধারা
-
উল্লেখযোগ্য কাহিনি: শেখ ফয়জুল্লাহর গোরক্ষবিজয়
-
অন্যান্য কাহিনি ও গান:
-
রাজা মাণিকচন্দ্রের গান
-
ময়নামতীর গান
-
গোপীচন্দ্রের গান
-
-
বিষয়বস্তু: গার্হস্থ্য জীবনের প্রেক্ষাপটে যোগজীবনের নির্দেশিকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম), বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'সূর্য দীঘল বাড়ী' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
Created: 3 weeks ago
A
জমিলা
B
জয়গুন
C
আমেনা
D
রহিমা
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস
১. রচয়িতা ও প্রকাশ
-
রচয়িতা: আবু ইসহাক
-
প্রকাশ: ১৯৫৫
-
ধারা: সামাজিক উপন্যাস
২. বিষয়বস্তু
-
বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত চিত্রায়ন।
-
পটভূমি: বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশবিভাগ।
-
উপন্যাসে এই ঐতিহাসিক ঘটনার প্রভাব গ্রামের মানুষের জীবনে কীভাবে প্রতিফলিত হয় তা চিত্রিত হয়েছে।
৩. প্রধান চরিত্র
-
জয়গুন
৪. অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র
-
হাসু, মায়মুন, শাফি, ডা. রমেশ চক্রবর্তী, মোরল গদু ইত্যাদি।
অন্যদিকে:
-
'লালসালু' উপন্যাসের চরিত্র: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা।

0
Updated: 3 weeks ago
'গফুর' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন ছোটগল্পের চরিত্র?
Created: 3 weeks ago
A
বিলাসী
B
মামলার ফল
C
সতী
D
মহেশ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোটগল্পগুলোতে মানবচরিত্র ও সমাজের বিভিন্ন সমস্যা অন্বেষণ করা হয়েছে। তার মধ্যে 'মহেশ', 'বিলাসী' এবং 'মামলার ফল' উল্লেখযোগ্য।
মহেশ:
-
এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সার্থক ছোটগল্প, প্রথম প্রকাশিত হয়েছে ১৯২৬ সালে।
-
গল্পের প্রধান চরিত্র মহেশ, একটি ষাঁড়ের নাম।
-
গল্পের অন্যান্য চরিত্র হলো:
-
গফুর
-
আমেনা
-
তর্করত্ন
-
জমিদার শিববাবু
-
বিলাসী:
-
গল্পে অস্পৃশ্যতার বিরোধ প্রদর্শিত হয়েছে মৃত্যুঞ্জয় ও বিলাসীর বিবাহের মাধ্যমে।
-
গল্পের ন্যারেটর বা ন্যাড়া চরিত্র আসলে লেখক নিজেই।
মামলার ফল:
-
গল্পের কেন্দ্রবিন্দু হলো দুই ভাই, শিবু ও শম্ভু।
-
নিঃসন্তান সঙ্গামণির অপত্য স্নেহের মাধ্যমে শিশু গয়ারাম কাহিনীর মূল চরিত্র হিসেবে প্রাধান্য পায়।

0
Updated: 3 weeks ago
'ভিখু ও পাঁচী' চরিত্র দুটির স্রষ্টা কে?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মানিক বন্দ্যোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রাগৈতিহাসিক গল্প
-
রচয়িতা: মানিক বন্দ্যোপাধ্যায়।
-
প্রধান চরিত্র: ভিখু ও পাঁচী।
-
মূলভাব:
-
মানুষের জৈবিক ক্ষুধার ইতিহাস।
-
জৈব ক্ষুধার জন্য মানুষ পশুত্বে পর্যবসিত হতে পারে—এ কথাই গল্পে প্রতিফলিত।
-
মানুষের জৈব প্রেরণা আদিম প্রবৃত্তি, যা জন্মগতভাবে কামনা-বাসনার সঙ্গে যুক্ত।
-
ভিখু ও পাঁচী তাদের জৈব তাড়না সন্তানদের মধ্যেও সঞ্চারিত করবে—এই ধারাই গল্পকে "প্রাগৈতিহাসিক" করে তোলে।
-
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান্য বিখ্যাত ছোটগল্প
-
অতসী মামী
-
সরীসৃপ
-
সমুদ্রের স্বাদ
-
হলুদ পোড়া
-
ভেজাল
-
ছোট বকুলপুরের যাত্রী
-
আত্মহত্যার অধিকার ইত্যাদি

0
Updated: 1 month ago