A
ভদ্রার্জুন
B
লিপিমালা
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
উত্তরের বিবরণ
ভদ্রার্জুন নাটক
-
প্রকাশ: ১৮৫২
-
রচয়িতা: তারাচরণ শিকদার
-
ধরন: বাংলা ভাষায় প্রথম মৌলিক মধুরান্তিক নাটক
-
লক্ষ্য ও বৈশিষ্ট্য:
-
ইংরেজি ও সংস্কৃত নাটকের আদর্শের সংমিশ্রণ
-
কাহিনি: অর্জুন কর্তৃক সুভদ্রাহরণ (মহাভারত অবলম্বন)
-
বাঙালি সমাজের বাস্তব পরিবেশ অঙ্কিত
-
-
প্রথম প্রচেষ্টা: ‘কীর্তিবিলাস’ (বিয়োগান্ত নাটক)
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 week ago
'কুরুক্ষেত্র' নবীনচন্দ্র সেন রচিত কোন প্রকার সাহিত্য?
Created: 6 days ago
A
কাব্যগ্রন্থ
B
উপন্যাস
C
নাটক
D
প্রবন্ধ
নবীনচন্দ্র সেন
-
জন্ম: ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি, নোয়াপাড়া, চট্টগ্রাম
-
শিক্ষা:
-
চট্টগ্রাম স্কুল থেকে এন্ট্রান্স (১৮৬৩)
-
কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ (১৮৬৫)
-
জেনারেল অ্যাসেম্বি ইনস্টিটিউশন থেকে বিএ (১৮৬৮)
-
-
মৃত্যু: ১৯০৯ সালের ২৩ জানুয়ারি
নবীনচন্দ্র সেনের কাব্যগ্রন্থ
-
অবকাশরঞ্জিনী
-
পলাশীর যুদ্ধ
-
রৈবতক
-
কুরুক্ষেত্র
-
প্রভাস
-
অমৃতাভ

0
Updated: 6 days ago
'নতুন কবিতা' পত্রিকার সম্পাদক -
Created: 1 week ago
A
হাবীবুর রহমান
B
আলাউদ্দিন আল আজাদ
C
শামসুর রাহমান
D
আবদুর রশীদ খান
‘নতুন কবিতা’
-
সম্পাদক: আবদুর রশীদ খান ও আশরাফ সিদ্দিকী
-
প্রকাশকাল: ১৩৫৬ বঙ্গাব্দ (১৯৪৯ খ্রিষ্টাব্দ)
-
উদ্দেশ্য: পূর্ব পাকিস্তানের বাঙালি কবিদের প্রথম সংকলন, ‘সাহিত্য পথের নতুন যাত্রীদের কাব্য সৃষ্টির খতিয়ান’ হিসেবে প্রকাশিত।
-
উল্লেখযোগ্য কবি:
-
হাবীবুর রহমান
-
হাসান হাফিজুর রহমান
-
শামসুর রাহমান
-
জিল্লুর রহমান সিদ্দিকী
-
আলাউদ্দিন আল আজাদ
-
আবদুর রশীদ খান
-
আশরাফ সিদ্দিকী
-
মোহাম্মদ মামুন
-
বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর
-
মনোজ সেনগুপ্ত
-
অন্যান্য ৩ জন কবি
-
-
পর্যালোচনা:
-
অধিকাংশ কবি শেষ পর্যন্ত কবি হিসেবে সফল হননি।
-
কেউ কেউ কবিতা লিখলেও স্বাচ্ছন্দ্য হারিয়েছেন।
-

0
Updated: 1 week ago
মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ জাতীয় কাব্য কোনটি?
Created: 1 week ago
A
ব্রজাঙ্গনা
B
মেঘনাদবধ
C
তিলোত্তমাসম্ভব
D
বীরাঙ্গনা
'ব্রজাঙ্গনা' কাব্য
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
প্রকাশকাল: ১৮৬১
-
বিষয়: রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য
-
ধরণ ও রচনা:
-
'ওড্' জাতীয় গীতিকবিতা
-
দুই খণ্ডে রচনার পরিকল্পনা: বিরহ ও মিলন (মিলন খণ্ড অসম্পূর্ণ)
-
-
নায়িকা: রাধা
-
মধুসূদন দত্তের মন্তব্য: ‘Poor Old Mrs. Radha of Braja’
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত অন্যান্য কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago