A
পাল
B
সেন
C
গুপ্ত
D
মুঘল
উত্তরের বিবরণ
ফ্রাঁসোয়া বার্নিয়ার
-
পেশা ও পরিচয়: ফরাসি চিকিৎসক এবং ভ্রমণকারী।
-
ভারতে ভ্রমণ: ১৬৫৬ থেকে ১৬৬৮ খ্রিস্টাব্দের মধ্যে মুঘল শাসনামলে ভারত ও বাংলাদেশ সফর। মোট প্রায় ১২ বছর ভারতে ছিলেন।
-
দেখা ও পর্যবেক্ষণ:
-
মুঘল সম্রাট, আমীর ওমরাহ এবং সাধারণ মানুষের জীবন ও সামাজিক-ধর্মীয় রীতি।
-
সতীদাহসহ বিভিন্ন প্রথা নিজের চোখে দেখেছেন।
-
-
বিশেষ ঘটনা: সম্রাট শাহজাহানের পুত্রদের উত্তরাধিকার যুদ্ধে দারাকে বন্দি করে অসম্মানজনকভাবে রাস্তা দিয়ে নেওয়ার সময় দিল্লিতে উপস্থিত ছিলেন।
-
লিখিত কর্ম:
-
Travels in The Mogul Empire, AD 1656-68 (মূল ফরাসি ভাষায় লিখিত)।
-
১৮৯১ সালে আর্চিবাল্ড কনস্টেবল ইংরেজিতে অনুবাদ ও প্রকাশ করেন।
-
পরবর্তীতে বাংলাসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
-

0
Updated: 1 week ago