কোন সাম্রাজ্যের পতনের পর স্বাধীন বঙ্গ রাষ্ট্রের উত্থান ঘটে?
A
গুপ্ত
B
সেন
C
কুষাণ
D
মৌর্য
উত্তরের বিবরণ
গুপ্ত সাম্রাজ্য
-
প্রতিষ্ঠা: খ্রিস্টীয় প্রায় ৪র্থ শতকে উত্তর-পূর্ব ভারতে।
-
প্রথম শাসক: শ্রীগুপ্ত, মগধ বা বরেন্দ্রের অধিপতি।
-
প্রধান শাসকগণ: সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, ১ম কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য, স্কন্ধগুপ্ত বিক্রমাদিত্য।
-
পতন: পরবর্তীকালে হুনদের আক্রমণের মাধ্যমে গুপ্ত সাম্রাজ্যের অবনতি ঘটে।
পতনের পর বাংলাদেশে উত্থিত রাষ্ট্রসমূহ
-
স্বাধীন বঙ্গ রাষ্ট্র
-
গুপ্ত শাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে দক্ষিণ ও পূর্ব বাংলায় গঠিত।
-
রাজারা তামার পাতে খোদাই করা তাম্রশাসন জারি করতেন।
-
সাতটি তাম্রশাসন পাওয়া গেছে।
-
রাজারা: চন্দ্রগুপ্ত, ধর্মাদিত্য, সমাচারদেব।
-
রাজত্বকাল: ৫২৫–৬০০ খ্রিস্টাব্দ, মোট ৭৫ বছর।
-
উপাধি: মহাধিরাজ, যা তাদের সার্বভৌমত্ব প্রকাশ করে।
-
-
গৌড় রাজ্য
-
সপ্তম শতকের গোড়ার দিকে রাজা শশাঙ্কের নেতৃত্বে গৌড় ও বঙ্গ রাজ্য একত্রিত করে বৃহৎ গৌড় রাজ্য প্রতিষ্ঠিত।
-

0
Updated: 1 month ago
প্যারিস চুক্তি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কত শতাংশ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে?
Created: 1 month ago
A
২৫%
B
৩৫%
C
৪৩%
D
৫০%
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
প্যারিস শান্তি চুক্তি
সাম্রাজ্যের পতন
প্যারিস জলবায়ু চুক্তি (Paris Climate Agreement)
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরের সাল: ২০১৫ (COP-21 সম্মেলন)
-
স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স
-
কার্যকর হওয়ার তারিখ: ৪ নভেম্বর, ২০১৬
-
স্বাক্ষরকারী দেশ: ১৯৫টি দেশ
মূল উদ্দেশ্য
-
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা।
-
২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন প্রায় ৪৩% হ্রাস করা।
-
২০৫০–২১০০ সালের মধ্যে নিঃসৃত গ্রিনহাউস গ্যাস প্রাকৃতিকভাবে গাছ, মাটি ও সমুদ্র যতটা শোষণ করতে পারে, সেই পর্যায়ে নামিয়ে আনা।
-
প্রতি ৫ বছর অন্তর প্রত্যেক দেশের অবদান (Nationally Determined Contributions – NDCs) পর্যালোচনা করা।
-
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে গরিব দেশগুলোকে সহায়তা করার জন্য ধনী দেশগুলোর জলবায়ু তহবিল গঠন।
জলবায়ু তহবিল
-
উন্নত দেশগুলো ২০২০ সাল থেকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
-
এই অর্থ উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন (adaptation) ও প্রশমন (mitigation) কার্যক্রমে ব্যয় হওয়ার কথা।
-
COP-29 (নভেম্বর, ২০২৪)-এ এই প্রতিশ্রুতি বাড়ানো হয়:
-
২০৩৫ সাল পর্যন্ত প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
লক্ষ্য: জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করা।
-
উৎস:
i) UNFCCC (United Nations Framework Convention on Climate Change) ওয়েবসাইট
ii) UNTC (United Nations Treaty Collection) ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ধরিত্রী সম্মেলনের ফলাফল হিসেবে কোন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়?
Created: 1 month ago
A
ভিয়েনা ঘোষণা ও এজেন্ডা ২১
B
মন্ট্রিল ঘোষণা ও এজেন্ডা ২১
C
রিও ঘোষণা ও এজেন্ডা ২১
D
লন্ডন ঘোষণা ও এজেন্ডা ২১
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
ধরিত্রি সম্মেলন
সাম্রাজ্যের পতন
ধরিত্রী সম্মেলন (Earth Summit – 1992)
-
সময়: ৩–১৪ জুন, ১৯৯২
-
স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল
-
অন্য নাম: রিও সামিট, রিও কনফারেন্স, ধরিত্রী সম্মেলন
-
আয়োজক: জাতিসংঘ
-
অংশগ্রহণকারী: ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও
-
মূল উদ্দেশ্য: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ
-
গুরুত্বপূর্ণ নীতি: Polluter Pays Principle
উল্লেখযোগ্য সাফল্যসমূহ
-
রিও ঘোষণা
-
২৭ দফা নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো নির্ধারণ।
-
-
এজেন্ডা ২১
-
২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
-
-
UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক কাঠামো।
-
পরবর্তীতে কিয়োটো প্রোটোকল ও প্যারিস চুক্তি এর ভিত্তি।
-
-
Convention on Biological Diversity (CBD)
-
জৈব বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার ও ন্যায্য বণ্টন নিশ্চিতকরণ।
-
-
Forest Principles
-
বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
-
-
Small Island Developing States (SIDS) Conference – 1994
-
ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়নের প্রথম সম্মেলন।
-
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 1 month ago
কনস্টান্টিনোপল' কোন সভ্যতার রাজধানী ছিল?
Created: 1 month ago
A
বাইজেন্টাইন
B
মায়া
C
সুমেরীয়
D
হিব্রু
বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল একটি প্রাচীন এবং শক্তিশালী সাম্রাজ্য, যা প্রায় ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল এবং ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণের আগে বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা হিসেবে পরিচিত ছিল।
-
সাধারণত এটি পূর্ব রোমান সাম্রাজ্য নামে পরিচিত
-
৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে পরিচালিত হয়
-
রাজধানী: কনস্টান্টিনোপল
-
সাম্রাজ্যের ভূখণ্ড প্রায় ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলো জুড়ে ছিল, যার মধ্যে বর্তমান ইতালি, গ্রীস, তুরস্ক এবং উত্তর আফ্রিকা অন্তর্ভুক্ত
-
সর্বশ্রেষ্ঠ সম্রাট: জাস্টিনিয়ান
-
১৪ শতকে অটোমান তুর্কিরা ধীরে ধীরে দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে সম্পূর্ণ অটোমান নিয়ন্ত্রণে চলে যায়
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago