কোন সম্রাটগণ উপমহাদেশে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন?
A
কুষাণ সম্রাটগণ
B
সেন সম্রাটগণ
C
শুঙ্গ সম্রাটগণ
D
মৌর্য সম্রাটগণ
উত্তরের বিবরণ
কুষাণ যুগ ও স্বর্ণমুদ্রা
-
স্বর্ণমুদ্রার প্রবর্তন: উপমহাদেশে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কুষাণ সম্রাটরা।
-
প্রথম স্বর্ণমুদ্রা: কুষাণ সম্রাট বীম কদফিসেস সম্ভবত প্রথম স্বর্ণমুদ্রা প্রবর্তন করেন। মুদ্রার উপর বেদিতে যজ্ঞরত রাজার ছবি খোদিত।
-
প্রভাব: এই নকশা পার্থিয়ান রাজা গোটার্জেসের স্বর্ণমুদ্রার নকশা দ্বারা প্রভাবিত ছিল।
-
পরবর্তী সম্রাটদের নকশা: কুষাণ সম্রাট কনিষ্ক ও হুবিষ্ক তাদের স্বর্ণমুদ্রায় বিভিন্ন নকশা ও প্রতীক ব্যবহার করেন।
-
বাংলার অবস্থান: বাংলা সরাসরি কুষাণ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত না হলেও, বাংলার বিভিন্ন প্রত্নস্থানে কুষাণ মুদ্রা পাওয়া যায়।
-
বাংলায় পাওয়া মুদ্রা: কনিষ্ক, হুবিষ্ক, মহানাদ কুষাণ, প্রথম বাসুদেব ও দ্বিতীয় বাসুদেবের স্বর্ণমুদ্রা।

0
Updated: 1 month ago
মিনোয়ান সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
Created: 1 month ago
A
গ্রিসের মূল ভূখণ্ডে
B
ক্রিট দ্বীপে
C
সাইপ্রাস দ্বীপে
D
ইতালির সিসিলিতে
মিনোয়ান সভ্যতা
-
মিনোয়ান সভ্যতা গড়ে উঠেছিল এজিয়ান সাগরের ক্রিট দ্বীপে।
-
এটি মিশরীয় প্রভাব সত্ত্বেও নিজস্ব অনন্য বৈশিষ্ট্য তৈরি করেছিল।
-
সভ্যতা elaborate প্রাসাদ এবং সুন্দর দেয়ালচিত্রের জন্য পরিচিত।
বৈশিষ্ট্যসমূহ
-
ইউরোপের প্রথম সুসংগঠিত ব্রোঞ্জ যুগের উন্নত সভ্যতা, প্রায় ৩০০০ খ্রিস্টপূর্ব থেকে ১৪৫০ খ্রিস্টপূর্ব পর্যন্ত বিকশিত।
-
নাম এসেছে কিং মিনোসের নাম থেকে, যিনি গ্রিক পৌরাণিক কাহিনীতে ল্যাবিরিন্থ ও মিনোটরের সঙ্গে যুক্ত।
-
প্রধান নগরী: কনোসোস।
-
মিনোয়ানরা দক্ষ নাবিক ও ব্যবসায়ী ছিলেন।
-
তারা ব্যবহার করত ‘লিনিয়ার-এ’ লিপি।
-
সমাজ ব্যবস্থা ছিল শান্তিপূর্ণ, নারীদের উচ্চ মর্যাদা প্রদান করা হত।
-
শিল্পকলায় অগ্রগামী—বিশেষত দেয়ালচিত্র, মৃৎপাত্র ও অলংকার অত্যন্ত রঙিন ও জীবন্ত।
📚 সূত্র: Britannica

0
Updated: 1 month ago
ভিয়েতনামের মুদ্রার নাম কী?
Created: 1 month ago
A
উন
B
বাথ
C
ডং
D
ইয়েন
বিভিন্ন দেশের মুদ্রা:
দেশ | মুদ্রার নাম |
---|---|
স্পেন | ইউরো |
ফ্রান্স | ইউরো |
যুক্তরাজ্য | পাউন্ড |
যুক্তরাষ্ট্র | ডলার |
জাপান | ইয়েন |
উত্তর কোরিয়া | উন |
ভিয়েতনাম | ডং |
থাইল্যান্ড | বাথ |
ফিলিপাইন | পেসো |
মিয়ানমার | কিয়াট |
ভুটান | গুলট্রাম |
চীন | ইউয়ান |
নেপাল | রুপি |
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
নিচের কোন দেশটির মুদ্রার নাম দিনার?
Created: 1 month ago
A
ওমান
B
ইয়েমেন
C
কুয়েত
D
সিরিয়া
বিভিন্ন দেশের মুদ্রা
১. রিয়াল (Riyal)
সৌদি আরব
ওমান
ইয়েমেন
কাতার
ইরান
২. দিনার (Dinar)
ইরাক
কুয়েত
জর্ডান
বাহরাইন
আলজেরিয়া
তিউনেশিয়া
৩. দিরহাম (Dirham)
সংযুক্ত আরব আমিরাত
মরক্কো
৪. পাউন্ড (Pound)
মিশর
সিরিয়া
লেবানন
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago