A
উত্তর আমেরিকা
B
ইউরোপ
C
অ্যান্টার্কটিকা
D
এশিয়া
No subjects available.
উত্তরের বিবরণ
আপালেশিয়ান পর্বতমালা (Appalachian Mountains)
-
অবস্থান: উত্তর আমেরিকার পূর্ব অংশে, যুক্তরাষ্ট্র ও কানাডা জুড়ে বিস্তৃত
-
দৈর্ঘ্য: প্রায় ২,০০০ মাইল (৩,২০০ কিমি)
-
প্রারম্ভ ও শেষ: অ্যালাবামা রাজ্য থেকে শুরু হয়ে নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত
-
প্রাচীনত্ব: পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বতমালা

0
Updated: 1 week ago
দক্ষিণ-পূর্বাঞ্চলের টারশিয়ারি পাহাড়গুলোর গড় উচ্চতা কত?
Created: 1 week ago
A
৯১০ মিটার
B
৮১০ মিটার
C
৭১০ মিটার
D
৬১০ মিটার
বাংলাদেশের ভূ-প্রকৃতি:-
ভূ-প্রকৃতির বৈচিত্র্যের ভিত্তিতে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা যায়:
১। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
২। প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
৩। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:
-
টারশিয়ারি যুগে হিমালয় পর্বতের উদয়কালে যে সমস্ত পর্বত সৃষ্টি হয়, সেগুলোকে টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়।
-
আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর পূর্বের সময়টিকে টারশিয়ারি যুগ বলা হয়।
-
এই পাহাড়সমূহ বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত।
-
টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে:
ক. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ:
-
রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রামের পূর্বাংশ অন্তর্ভুক্ত।
-
গড় উচ্চতা প্রায় ৬১০ মিটার।
-
এই পাহাড়সমূহ কৃষিকাজের জন্য উপযুক্ত নয়, তবে স্থানীয়রা সীমিত পরিসরে জুম পদ্ধতিতে চাষাবাদ করে থাকেন।
খ. উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ:
-
ময়মনসিংহ ও নেত্রকোনার উত্তরাংশ, সিলেটের উত্তর ও উত্তর-পূর্বাংশ, মৌলভীবাজার ও হবিগঞ্জের দক্ষিণাঞ্চলের পাহাড় অন্তর্ভুক্ত।
-
গড় উচ্চতা প্রায় ২৪৪ মিটার।
-
এই পাহাড়গুলো স্থানীয়ভাবে ‘টিলা’ নামে পরিচিত, উচ্চতা ৩০–৯০ মিটার।
-
পাহাড়ের ঢালে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এ অঞ্চলে চা চাষ অত্যন্ত সমৃদ্ধ।
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
পাহাড়পুর বৌদ্ধ বিহার এর নির্মাতা কে?
Created: 2 days ago
A
চন্দ্রগুপ্ত মৌর্য
B
ধর্মপাল
C
ভবদেব
D
রাম পাল
পাহাড়পুর বৌদ্ধবিহার (সোমপুর মহাবিহার)
-
অবস্থান: নওগাঁ জেলার বদলগাছি উপজেলা, বাংলাদেশ
-
কাল: পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালের শাসনকালে, অষ্টম শতকের শেষ ভাগ
-
ধরণ: প্রাচীন বৌদ্ধ বিহার, বর্তমানে ধ্বংসপ্রাপ্ত
-
ভবন ও সুবিধা:
-
মূল ভবনে ১৭৭টি কক্ষ
-
৮০০ জন বৌদ্ধ ভিক্ষুর বাসের সুযোগ
-
১২৫ নং কক্ষে খলিফা হারুন-অর-রশিদের শাসনামলের রৌপ্য মুদ্রা পাওয়া গেছে
-
-
আবিষ্কার ও গবেষণা:
-
১৮০৭ ও ১৮১২: বুকানন হ্যামিল্টন প্রথম পরিদর্শন
-
পরবর্তীতে ওয়েস্টম্যাকট পরিদর্শন
-
১৮৭৯: স্যার আলেকজান্ডার কানিংহাম ২২ ফুট বর্গাকার একটি ইমারত আবিষ্কার
-
১৯১৯: ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা
-
-
বিশ্ব ঐতিহ্য মর্যাদা: ১৯৮৫ সালে ইউনেস্কো
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 2 days ago
লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?
Created: 1 week ago
A
১০ মিটার
B
১৫ মিটার
C
২১ মিটার
D
৩০ মিটার
প্লাইস্টোসিনকালের সোপানসমূহ:
-
আজ থেকে প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলা হয়।
-
এ অঞ্চলের মাটির রঙ লাল ও ধূসর।
-
দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড়, এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত।
-
ধারণা করা হয় যে, প্লাইস্টোসিনকালে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল।
লালমাই পাহাড়:
-
কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত।
-
এর আয়তন প্রায় ৩৪ বর্গকিলোমিটার এবং গড় উচ্চতা ২১ মিটার।
-
পাহাড়ের মাটি লাল এবং নুড়ি, বালি ইত্যাদি দ্বারা গঠিত।
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

1
Updated: 1 week ago