পুবর্ভবা নিম্নের কোন নদীর উপনদী?
A
মাতামুহুরী
B
যমুনা
C
তিস্তা
D
মহানন্দা
উত্তরের বিবরণ
মহানন্দা (Mahananda):
- মহানন্দা নদীর উৎপত্তি হিমালয়ের পাদদেশে অবস্থিত দার্জিলিং জেলার নিকটবর্তী মহালড্রীম পর্বতে।
- এরপর জলপাইগুড়ি জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের সর্বত্র উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা দিয়ে প্রবেশ করেছে।
- এরপর বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে পুনরায় ভারতে প্রবেশ করেছে।
- অত:পর ভারতের পূর্ণিয়া ও মালদহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চাপাইনবাবগঞ্জের নিকট বাংলাদেশে প্রবেশ করে গোদাগাড়ির কাছে পদ্মার সাথে মিলিত হয়েছে।
- মহানন্দার উপনদী পুবর্ভবা, নাগর, কুলিক, ট্যাংগন, পাগলা প্রভৃতি।

0
Updated: 1 month ago
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
কর্ণফুলী
B
হালদা
C
সাঙ্গু
D
মাতামুহুরী
ভূগোল
নদী গবেষণা ইনস্টিটীউট
নদী সম্পর্কিত তথ্য
বিখ্যাত নদ-নদী খাল ও সমুদ্র বন্দর
ভূগোল ও পরিবেশ
ভূগোলের ধারণা
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র:
-
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র: হালদা নদী।
-
উৎপত্তি: খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ; কর্ণফুলীর উপনদী।
-
অবস্থান: চট্টগ্রাম জেলা; মৎস্য গবেষণা ইনস্টিটিউট ঘোষিত মৎস্য অভয়াশ্রম।
-
হালদা নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা।
-
বৈশিষ্ট্য: বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার নদী এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র; সরাসরি রুই মাছের নিষিক্ত ডিম সংগ্রহ হয়।

0
Updated: 1 month ago
আফ্রিকার কঙ্গো নদী অববাহিকায় কোন ধরনের জলবায়ু দেখা যায়?
Created: 1 month ago
A
নিরক্ষীয় জলবায়ু
B
মৌসুমী জলবায়ু
C
পর্বতীয় জলবায়ু
D
তুন্দ্রা ধরনের জলবায়ু
নিরক্ষীয় জলবায়ু (Equatorial Climate):
-
অবস্থান: নিরক্ষরেখা ও তার কাছাকাছি (প্রায় ৫°–১০° অক্ষাংশ)।
-
বৈশিষ্ট্য: সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের কারণে বছরে দুইবার তাপমাত্রা অত্যধিক।
-
আফ্রিকা: কঙ্গো নদী অববাহিকা, গিনি উপকূল।
-
মধ্য আমেরিকা: কোস্টারিকা, পানামা, হন্ডুরাস, নিকারাগুয়া।
-
দক্ষিণ আমেরিকা: পূর্ব উপকূল, আমাজন নদীর অববাহিকা, পেরু, ইকুয়েডর, কলম্বিয়ার দক্ষিণাংশ।
-
এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া: মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন।

0
Updated: 1 month ago
নাফ নদী কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে?
Created: 1 month ago
A
ভারত ও চীন
B
বাংলাদেশ ও ভারত
C
মিয়ানমার ও চীন
D
বাংলাদেশ ও মিয়ানমার
নাফ নদী (Knaf):
-
নাফ নদীর উৎপত্তি স্থল মিয়ানমার।
-
আরাকান ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের অন্যান্য পাহাড় থেকে নাফ নদী উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
-
এই নদী বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমার সীমা নির্ধারণ করে।
-
নাফ নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত।
-
বাংলাদেশের দক্ষিণতম উপজেলা টেকনাফ নাফ নদীর ডান তীরে অবস্থিত।
-
মায়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর বাম তীরে অবস্থিত।
তথ্যসূত্র: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago