A
ঢাকা বিশ্ববিদ্যালয়
B
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
C
বাংলাদেশ জাতীয় জাদুঘর
D
রাজশাহী বিশ্ববিদ্যালয়
উত্তরের বিবরণ
বরেন্দ্র গবেষণা জাদুঘর
-
প্রতিষ্ঠা: ১৯১০ খ্রিষ্টাব্দে বরেন্দ্র অঞ্চলের রাজন্য, পণ্ডিত ও শিক্ষাবিদদের উদ্যোগে
-
উদ্বোধন: ১৯১৩ খ্রিষ্টাব্দের ১৩ নভেম্বর, গভর্নর কারমাইকেল
-
অবস্থান: রাজশাহী শহর, হাতেম খাঁন মহল্লা
-
পরিচালনা: বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠায় অবদান
-
শরত্কুমার রায় – নাটোরের দিঘাপাতিয়া রাজপরিবারের জমিদার
-
অক্ষয়কুমার মৈত্রেয় – আইনজীবী
-
রামপ্রসাদ চন্দ্র – রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক
বিশেষত্ব
-
বাংলাদেশের প্রথম জাদুঘর ও দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা
-
পরিদর্শকগণ: মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বসু প্রমুখ
সংগ্রহ
-
মোট: ৯,০০০+ নিদর্শন
-
প্রাচীন সভ্যতা: সিন্ধু সভ্যতা ও মহেঞ্জোদারো
-
প্রত্নতত্ত্ব ও মূর্তি:
-
খ্রিস্টীয় একাদশ শতকে নির্মিত বুদ্ধ মূর্তি
-
ভৈরবের মাথা, গঙ্গা মূর্তি
-
পাথরের মূর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন
-
-
মুদ্রা:
-
মোঘল আমলের রৌপর মুদ্রা
-
গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের স্বর্ণমুদ্রা
-
সম্রাট শাহজাহানের রৌপ্য মুদ্রা
-
-
পুঁথি: প্রায় ৫,০০০ টি (৩,৬৪৬ সংস্কৃত, বাকি বাংলায়)
-
চিত্রকর্ম: পাল যুগ থেকে মুসলিম যুগ পর্যন্ত
-
নূরজাহানের পিতা ইমাদ উদ দৌলার অঙ্কিত চিত্র
-
ইতিহাস
-
১৯৬৪ খ্রিষ্টাব্দ: জাদুঘর বন্ধ হবার উপক্রম → ১০ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় এর স্থাবর-অস্থাবর সম্পত্তি অধিগ্রহণ করে

0
Updated: 1 week ago