[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন; অনুগ্রহ করে বর্তমান তথ্য জেনে নিন] বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়-
A
১৪ কোটি পাউন্ড
B
১৩ কোটি পাউন্ড
C
১০.৫ কোটি পাউন্ড
D
৯.৫ কোটি পাউন্ড
উত্তরের বিবরণ
প্রশ্নটি বাতিল করা হয়েছে
• বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ:
- ১৮৪ বছরের ইতিহাসে চা উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড হয়েছে।
- চা উৎপাদনের অতীতের সকল রেকর্ড অতিক্রম করে ২০২৩ সালে দেশের ১৬৮টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগান থেকে রেকর্ড পরিমাণ,
মোট ১০২.৯২ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।
- শুধুমাত্র উত্তরাঞ্চলে সমতলের চা বাগান ও ক্ষুদ্রায়তন বাগান থেকেও ২০২৩ সালে রেকর্ড পরিমাণ ১৭.৯৩ মিলিয়ন কেজি চা জাতীয় উৎপাদনে যুক্ত হয়েছে।
- দেশের চা শিল্পের ইতিহাসে এটি একটি মাইলফলক।
উৎস: বাংলাদেশ চা বোর্ড।

0
Updated: 2 months ago