A
টাঙ্গাইল
B
মুন্সীগঞ্জ
C
মানিকগঞ্জ
D
নাটোর
উত্তরের বিবরণ
বালিয়াটি জমিদার বাড়ি
-
অবস্থান: মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা, বালিয়াটি গ্রামে।
-
জেলা শহর থেকে ≈ ২৫ কিমি উত্তর-পূর্বে
-
ঢাকা থেকে ≈ ৬২ কিমি উত্তর-পশ্চিমে
-
-
প্রতিষ্ঠাতা: গোবিন্দ রাম সাহা, আঠার শতকের মাঝামাঝি সময়ের মহাজন ও ব্যবসায়ী।
-
উত্তরাধিকার ও উল্লেখযোগ্য সদস্য:
-
কিশোরিলাল রায় চৌধুরী, রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী – শিক্ষাক্ষেত্রে অবদান রাখতেন।
-
ঢাকার জগন্নাথ কলেজের প্রতিষ্ঠা কিশোরিলাল রায় চৌধুরীর পিতার নামে।
-
-
প্রাসাদ ও আয়তন:
-
মোট জমি ≈ ১৬,৫৫৪ বর্গমিটার
-
৭টি দক্ষিণমুখী দালানের সমাবেশ
-
দালানগুলো নির্মিত হয়েছে মধ্য-উনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগে।
-
-
ব্যবহার:
-
সামনের চারটি প্রাসাদ: ব্যবসায়িক কাজে ব্যবহৃত
-
পেছনের প্রাসাদ: অন্দর মহল, যেখানে পরিবারের সদস্যরা বাস করতেন
-

0
Updated: 1 week ago
লালবাগ দুর্গের অভ্যন্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম-
Created: 2 months ago
A
পরীবিবি
B
ইরান দুখ্ত
C
জাহানারা
D
মরিয়ম
লালবাগ কেল্লা: মোগল স্থাপত্যের এক ঐতিহাসিক নিদর্শন
লালবাগ কেল্লা, যা প্রাথমিকভাবে “কেল্লা আওরঙ্গবাদ” বা “আওরঙ্গবাদ দুর্গ” নামে পরিচিত ছিল, মোগল আমলের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। ঢাকার ঐতিহাসিক এই দুর্গটির নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ খ্রিস্টাব্দে, মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহ আজমের পরিকল্পনায় ও নকশায়। তিনি তৎকালীন ঢাকার সুবেদার হিসেবে কেল্লাটি নিজের বাসস্থান হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।
১৬৮০ সালে নবাব শায়েস্তা খাঁ ঢাকায় এসে দুর্গটির অসমাপ্ত কাজ পুনরায় শুরু করেন। কিন্তু একটি মর্মান্তিক ঘটনার কারণে এই নির্মাণ কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। শায়েস্তা খাঁর কন্যা পরী বিবি মৃত্যুবরণ করলে তিনি গভীর শোকাহত হয়ে ১৬৮৪ সালে দুর্গ নির্মাণের কাজ চিরতরে বন্ধ করে দেন।
পরী বিবিকে কেল্লার একটি গুরুত্বপূর্ণ স্থানে—দরবার হল ও মসজিদের মাঝখানে—সমাহিত করা হয়। জানা যায়, তাঁর প্রকৃত নাম ছিল ইরান দুখত রেহমত বানু।
পরবর্তীকালে, ১৮৪৪ সালে “ঢাকা কমিটি” নামে একটি আধা-সরকারি প্রতিষ্ঠান লালবাগ কেল্লার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ গ্রহণ করে। এই সময় থেকেই দুর্গটি “লালবাগ কেল্লা” নামে পরিচিতি লাভ করে। পরবর্তীকালে ১৯১০ সালে এটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত স্থাপত্য হিসেবে স্বীকৃতি পায়।
বর্তমানে লালবাগ কেল্লা মোগল আমলের এক অমূল্য ঐতিহাসিক নিদর্শন হিসেবে বাংলাদেশের ইতিহাসে স্থান করে নিয়েছে।
তথ্যসূত্র:
-
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
-
প্রথম আলো, ৯ ডিসেম্বর ২০১৬
-
বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
মিশুকের স্থপতি কে?
Created: 3 months ago
A
মুস্তফা মনোয়ার
B
হামিদুর রহমান
C
শামীম শিকদার
D
হামিদুজ্জামান খান
• মিশুকের স্থপতি — মুস্তাফা মনোয়ার।
- ভাস্কর্য তৈরি করেন — হামিদুজ্জামান খান।
------------------------
• মিশুকের স্থপতি:
- ১৯৮৫ সালের দ্বিতীয় সাব গেমস এর মাসকট মিশুক এর স্থপতি মোস্তফা মনোয়ার।
- এটি শাহবাগের শিশু পার্কের সামনে অবস্থিত , এটি মূলত হরিণ শাবকের ভাস্কর্য।
- দ্বিতীয় ও ষষ্ঠ সাফ গেমসের উদ্বোধনী ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের ডিরেক্টর ও ভিজুয়ালাইজার-এর দায়িত্ব পালন করেন মোস্তফা মনোয়ার।
- দ্বিতীয় সাফ গেমস-এর মাসকট ‘মিশুক’, ১০ ফুট উঁচু চলমান হরিণ শিশু এবং ষষ্ঠ সাফ গেমস-এর মাসকট ‘অদম্য’ একটি বড় বাঘরূপী জীবন্ত পাপেট নির্মাণ তাঁর বড় সাফল্য।
অন্যদিকে,
• হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি।
• স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য - স্থপতি শামীম শিকদার — মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ভাস্কর্যটি ১৯৮৮ সালে স্থাপিত হয়।
উৎস: বাংলাপিডিয়া, প্রথম আলো, ইত্তেফাক আর্কাইভ।

0
Updated: 3 months ago