A
১৭৮৭ সালে
B
১৭৮৯ সালে
C
১৮৮৭ সালে
D
১৮৮৯ সালে
No subjects available.
উত্তরের বিবরণ
ব্রহ্মপুত্র নদ (Brahmaputra)
-
উৎস: হিমালয় পর্বতের তিব্বত অংশের মানস সরোবর।
-
পথ: তিব্বত → ভারতের আসাম → কুড়িগ্রাম → বাংলাদেশে প্রবেশ।
-
বাংলাদেশে প্রবাহ: ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জ → দক্ষিণ-পূর্ব বাঁক → ভৈরববাজারের দক্ষিণে মেঘনা নদীর সঙ্গে মিলিত।
-
বাংলাদেশে দৈর্ঘ্য: প্রায় ২৭৭ কিমি।
-
প্রধান শাখানদী: বংশী, শীতলক্ষ্যা
-
প্রধান উপনদী: ধরলা, তিস্তা
-
মেঘনা নদীর সঙ্গে মিলিত হওয়ার আগে নদীকে পুরাতন ব্রহ্মপুত্র বলা হতো।
ভূমিকম্প ও নদীর পরিবর্তন
-
১৭৮৭ সালের ডাউকি চ্যুতিতে ভূমিকম্প: ব্রহ্মপুত্রের তলদেশ উপরে উঠায় পানি ধারণ ক্ষমতা কমে যায়।
-
এর ফলে একটি নতুন স্রোতধারা সৃষ্টি হয়, যা বর্তমানে যমুনা নদী নামে পরিচিত।
বাংলাদেশে ভূমিকম্পের উৎস
-
ডাউকি চ্যুতি / ফল্ট: উত্তরাঞ্চলে বৃহৎ ভূমিকম্পের উৎস।
-
১৭৮৭ সালের ভূমিকম্প নদীর গতিপথ পরিবর্তনের কারণ হয়েছিল।

0
Updated: 1 week ago