দেব রাজবংশের রাজাদের রাজধানী কোথায় ছিল?
A
পুন্ড্রনগর
B
কর্মান্ত-বাসক
C
কোটিবর্ষ
D
ময়নামতি
উত্তরের বিবরণ
দেব রাজবংশ
-
খড়গ রাজবংশের পতনের পর দক্ষিণ-পূর্ব বাংলায় দেব রাজবংশের উত্থান।
-
সমতট অঞ্চলে শাসনকারী রাজবংশ।
-
বিখ্যাত চারজন রাজা: শ্রী শান্তিদেব, শ্রী বীরদেব, শ্রী আনন্দদেব, শ্রী ভবদেব।
-
সময়কাল: সপ্তম শতকের শেষ ভাগ থেকে অষ্টম শতকের প্রথমার্ধ (৭৫০–৮০০ খ্রিস্টাব্দ)।
-
রাজধানী: বর্তমান লালমাই-ময়নামতি অঞ্চলের দেবপর্বত।
-
ময়নামতির শালবন বিহার থেকে চারটি তাম্রশাসন খনন করা হয়েছে।
বিশেষত্ব
-
দেবরাজাদের রাজত্ব পাল রাজাদের সমসাময়িক ছিল।
-
দেবদের মুদ্রা ও নামের সঙ্গে পরমসৌগত, পরমেশ্বর, পরমভট্টারক, মহারাজাধিরাজ উপাধি সংযুক্তি থেকে তাদের সার্বভৌমত্ব বোঝা যায়।
-
আনন্দদেব ছিলেন দেবরাজবংশের শ্রেষ্ঠ রাজা; প্রায় ৩৯ বছর রাজত্ব, উপাধি: পরমসৌগত, পরমেশ্বর, পরমভট্টারক, মহারাজাধিরাজ।
-
রাজা আনন্দদেবের আনন্দবিহার ও ভবদেবের সময় নির্মিত শালবন বিহার / ভবদেব মহাবিহার বৌদ্ধ সংস্কৃতির বিকাশের নিদর্শন।
-
দেব রাজাদের শাসনকাল ছিল শান্তি, সমৃদ্ধি ও মননশীলতার, যা দক্ষিণ-পূর্ব বাংলার ‘স্বর্ণযুগ’ হিসেবে পরিচিত।
তুলনায়: খড়গ বংশের রাজধানী ছিল কর্মান্ত-বাসক।

0
Updated: 1 month ago
রাজবংশী' ক্ষুদ্র নৃগোষ্ঠী নিম্নের কোন জেলায় বাস করে?
Created: 3 weeks ago
A
সিলেট
B
বান্দরবান
C
চট্টগ্রাম
D
দিনাজপুর
রাজবংশী হলো বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী।
-
ধর্ম: মূলত বৈষ্ণব, তবে বর্তমানে কেউ কেউ মুসলমান বা খ্রিস্টান।
-
অবস্থান: প্রধানত রংপুর, দিনাজপুর ও রাজশাহী, অল্পসংখ্যায় বগুড়া ও ময়মনসিংহ জেলায়।
-
অর্থোপার্জন: কৃষিজীবী প্রধান; এছাড়াও মাছ ধরা ও বিক্রয় অন্যতম পেশা।
-
সামাজিক কাঠামো: পিতাই পরিবারের প্রধান।
-
ধর্মীয় অনুষ্ঠান: খরা বা অনাবৃষ্টির সময় অনুষ্ঠিত ‘হুদুমা’ পূজা।
-
ভাষা: কোন লিখিত ভাষা বা বর্ণমালা নেই; স্থানিক ও আঞ্চলিক ভাষার মিশ্ররূপ ব্যবহার করে।
-
সৎকার প্রথা: মৃতদেহ পুড়িয়ে সৎকার সম্পন্ন করা হয়।

0
Updated: 3 weeks ago