বাংলায় নবাবি শাসনের প্রতিষ্ঠাতা কে?
A
আলীবর্দী খান
B
সুজাউদ্দিন খান
C
সরফরাজ খান
D
মুর্শিদ কুলি খান
উত্তরের বিবরণ
মুর্শিদ কুলি খান: নবাবি শাসন প্রতিষ্ঠা
-
মুর্শিদ কুলি খান (১৭০০–১৭২৭): বাংলায় নবাবি শাসনের প্রতিষ্ঠাতা।
-
অল্পবয়সে দাক্ষিণাত্যের শায়েস্তা খানের দিওয়ান হাজী শফী ইস্পাহানী ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং নাম রাখেন মুহাম্মদ হাদী।
-
১৭০০ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব তাঁকে করতলব খান উপাধি দিয়ে বাংলার দিওয়ান নিযুক্ত করেন।
-
১৭০৩ খ্রিস্টাব্দে সম্রাটের সঙ্গে সাক্ষাতের পর ‘মুর্শিদ কুলি খান’ উপাধি লাভ করেন।
পদোন্নতি ও মর্যাদা
-
১৭১৬ খ্রিস্টাব্দে নাজিম পদে উন্নীত।
-
১৭১৭ সালের আগস্টে বাংলার পূর্ণ সুবাদার মর্যাদা লাভ।
-
উপাধি: প্রথমে জাফর খান, পরে মুতামিন-উল-মুলক আলা-উদ-দৌলা জাফর খান নাসিরী নাসির জঙ্গ বাহাদুর।
-
সাত হাজারি মনসব প্রদান।
-
১৭২৭ খ্রিস্টাব্দের ৩০ জুন মৃত্যু।
প্রশাসনিক অবদান
-
বাংলার প্রথম স্বাধীন নবাব।
-
রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর।
-
অতিরিক্ত রাজস্ব ধার্য না করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব বৃদ্ধি।

0
Updated: 1 month ago
বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
Created: 4 weeks ago
A
শশাঙ্ক
B
মুর্শিদ কুলি খান
C
সিরাজউদ্দৌলা
D
আব্বাস আলী মীর্জা
বাংলার ইতিহাসে নবাবী আমল শুরু হয় ১৭০৭ সালে, যখন মুর্শিদকুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে শাসন প্রতিষ্ঠা করেন। এই নবাবী আমলের সমাপ্তি ঘটে ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে, যেখানে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের হাতে পরাজিত হন।
এর পর থেকেই বাংলায় ইংরেজ উপনিবেশিক শাসনের সূচনা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, তবে সুলতানী আমলের সূচনা করেছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ।
বাংলার প্রথম স্বাধীন নবাব: মুর্শিদকুলি খান (১৭০৭ সালে শাসন শুরু)
-
শেষ স্বাধীন নবাব: সিরাজউদ্দৌলা (পলাশীর যুদ্ধ, ১৭৫৭ সালে পরাজিত)
-
নবাবী আমলের সমাপ্তির পর: ইংরেজ উপনিবেশিক যুগের সূচনা
-
বাংলার প্রথম স্বাধীন সুলতান: শামসুদ্দিন ইলিয়াস শাহ
-
সুলতানী আমলের সূচনা করেন: ফখরুদ্দিন মোবারক শাহ

0
Updated: 4 weeks ago
বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
Created: 1 month ago
A
নবাব সিরাজউদ্দৌলা
B
মুর্শিদ কুলী খান
C
ইলিয়াস শাহ
D
আলাউদ্দিন হুসেন শাহ
সম্রাট আওরঙ্গজেবের পর ভারতের বিভিন্ন সুবা (প্রদেশ) স্বাধীন হয়ে ওঠে। বাংলাও এ থেকে বাদ ছিল না।
-
মুর্শিদকুলি খানের আমলে বাংলায় নবাবি শাসন প্রতিষ্ঠিত হয়।
-
১৭০০ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব তাঁকে ‘কর তলব খান’ উপাধি দিয়ে বাংলার দিওয়ান নিযুক্ত করেন।
-
তিনি দায়িত্ব গ্রহণের পর ঢাকাকে বাংলার রাজধানী থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন (১৭১৭ খ্রিস্টাব্দে)।
-
অতিরিক্ত কর ধার্য না করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করতে সক্ষম হন।
অন্য নবাবদের তথ্য:
-
সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব।
-
আলীবর্দী খান (১৬৭৬–১৭৫৬) ১৭৪০–১৭৫৬ পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন।
-
ইলিয়াস শাহ বাংলাদেশে ইলিয়াস শাহী রাজবংশের প্রথম শাসক ছিলেন।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
কার সময় থেকে বাংলায় নবাবী আমলের সূচনা হয়?
Created: 2 weeks ago
A
মির জাফর
B
মীর কাসিম
C
শুজা‑উদ‑দীন
D
মুর্শিদকুলী খান
সম্রাট আওরঙ্গজেবের সময়কালের পর বাংলায় রাজনীতিকভাবে কিছুটা স্বায়ত্তশাসন শুরু হয়, যা মুর্শিদকুলী খানের সময় থেকে নবাবি আমলের সূচনা করে। তিনি দক্ষ প্রশাসন ও যুগোপযোগী রাজস্ব ব্যবস্থার মাধ্যমে বাংলার অর্থনৈতিক ভিত্তি মজবুত করেন। নিচে তাঁর সম্পর্কে মূল তথ্য দেওয়া হলো।
-
সম্রাট আওরঙ্গজেবের পর কিছু সুবা স্বাধীন হওয়ার পর বাংলাও এর ব্যতিক্রম ছিল না।
-
মুর্শিদকুলী খানের সময় থেকেই বাংলায় নবাবী আমল শুরু হয়।
-
১৭০০ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব তাঁকে ‘করতলব খান’ উপাধি দিয়ে বাংলার দেওয়ান নিযুক্ত করেন। পরে তিনি সুবেদার হন।
-
মুর্শিদকুলী খানের রাজস্ব ব্যবস্থা যুগোপযোগী ছিল।
-
তিনি অতিরিক্ত রাজস্ব ধার্য না করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হন।

0
Updated: 2 weeks ago