A ও B সমবেগে একটি নির্দিষ্ট পথ যথাক্রমে b1 এবং (b1 + b2) মিনিটে অতিক্রম করে। A ও B এর গতিবেগের অনুপাত কত?
A
b1 : (b1 + b2)
B
2b1 : b2
C
(b1 + b2) : b1
D
b1 : 2b2
উত্তরের বিবরণ
প্রশ্ন: A ও B সমবেগে একটি নির্দিষ্ট পথ যথাক্রমে b1 এবং (b1 + b2) মিনিটে অতিক্রম করে। A ও B এর গতিবেগের অনুপাত কত?
সমাধান:
ধরি,
পথের দূরত্ব = x মিটার
∴ A এর গতিবেগ = x/b1
∴ B এর গতিবেগ = x/(b1 + b2)
প্রশ্নমতে,
A/B = (x/b1)/{x/(b1 + b2)}
⇒ A/B = (x/b1) × {b1 + b2)/x}
⇒ A/B = (b1 + b2)/b1
⇒ A : B = (b1 + b2) : b1

0
Updated: 1 month ago
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৬ কি.মি.। স্রোতের অনুকূলে নৌকাটি ৩ ঘণ্টায় ২৪ কি.মি. পথ অতিক্রম করে। একই দূরত্ব স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে?
Created: 2 weeks ago
A
৫.৫ ঘণ্টা
B
৪ ঘণ্টা
C
৪.৫ ঘণ্টা
D
৬ ঘণ্টা
প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৬ কি.মি.। স্রোতের অনুকূলে নৌকাটি ৩ ঘণ্টায় ২৪ কি.মি. পথ অতিক্রম করে। একই দূরত্ব স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে?
সমাধান:
স্রোতের অনুকূলে,
নৌকাটির গতিবেগ = দূরত্ব/সময় = (২৪/৩) কি.মি./ঘণ্টা = ৮ কি.মি./ঘণ্টা
আমরা জানি,
স্রোতের বেগ = স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্থির পানিতে নৌকার বেগ
= (৮ - ৬) কি.মি./ঘণ্টা
= ২ কি.মি./ঘণ্টা
ফিরে আসার সময়,
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = স্থির পানিতে নৌকার বেগ - স্রোতের বেগ
= (৬ - ২)কি.মি./ঘণ্টা
= ৪ কি.মি./ঘণ্টা
এখন, স্রোতের প্রতিকূলে,
৪ কি.মি. দূরত্ব অতিক্রম করে ফিরে আসতে সময় লাগে = ১ ঘণ্টা
∴ ১ কি.মি. দূরত্ব অতিক্রম করে ফিরে আসতে সময় লাগে = ১/৪ ঘণ্টা
∴ ২৪ কি.মি. দূরত্ব অতিক্রম করে ফিরে আসতে সময় লাগে = (১ × ২৪)/৪ ঘণ্টা = ৬ ঘণ্টা

0
Updated: 2 weeks ago
Simple Harmonic Motion (SHM) এর সাধারণ
সমীকরণ কোনটি?
Created: 3 days ago
A
a = - kx
B
a = - ω2x
C
v = u + at
D
F = ma
Simple Harmonic Motion (SHM) হলো
এমন periodic motion যেখানে restoring force বা acceleration সর্বদা equilibrium থেকে displacement এর সাথে সমানুপাতিক
এবং বিপরীতমুখী।
a ∞ - x
or, a = -ω2 x
যেখানে, a = ত্বরণ, x = সরন , ω = angular
frequency

0
Updated: 3 days ago
একটি
নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ২৪ কিমি এবং
স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় ১৬
কি.মি। স্রোতের বেগ
কত?
Created: 1 month ago
A
৪ কি.মি./ঘণ্টা
B
৮ কি.মি./ঘণ্টা
C
৬ কি.মি./ঘণ্টা
D
১০ কি.মি./ঘণ্টা
ormal">tanθ =প্রশ্ন: একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ২৪ কিমি এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় ১৬ কি.মি। স্রোতের বেগ কত?
সমাধান:
ধরি,
নৌকার বেগ = x কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ = y কি.মি./ঘণ্টা
স্রোতের অনুকূলে নৌকার বেগ = (x + y) কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (x - y) কি.মি./ঘণ্টা
প্রশ্নমতে,
x + y = ২৪ ..... (১)
x - y = ১৬ ..... (২)
সমীকরণ (১) থেকে (২) বিয়োগ করে পাই,
(x + y) - (x - y) = ২৪ - ১৬
বা, x + y - x + y = ৮
বা, ২y = ৮
বা, y = ৮/২
∴ y = ৪
সুতরাং, স্রোতের বেগ ৪ কি.মি./ঘণ্টা।

0
Updated: 1 month ago