একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১২০° হলে, তার বাহুর সংখ্যার বর্গের মান কত?
A
36
B
25
C
16
D
49
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১২০° হলে, তার বাহুর সংখ্যার বর্গের মান কত?
সমাধান:
দেওয়া আছে,
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ = ১২০°
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = (১৮০ - ১২০)°
= ৬০°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৬০°
= ৬ টি
∴ বাহুর সংখ্যার বর্গ = (৬)২ টি
= ৩৬ টি।

0
Updated: 1 month ago
44 সে.মি. বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?
Created: 3 weeks ago
A
18 সে.মি.
B
22 সে.মি.
C
28 সে.মি.
D
42 সে.মি.
প্রশ্ন: 44 সে.মি. বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?
সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের বাহু = 44 সে.মি.
আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × বাহুর দৈর্ঘ্য = (4 × 44) সে.মি. = 176 সে.মি.
বৃত্তের পরিসীমা (পরিধি) = 2πr
প্রশ্নমতে,
2πr = 176
⇒ r = 176/2π
⇒ r = 176/{2 × (22/7)}
⇒ r = (176 × 7)/44
⇒ r = 28 সে.মি.

0
Updated: 3 weeks ago
একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের মানের অনুপাত ৩:১ হলে, বহুভুজটি হবে-
Created: 2 weeks ago
A
অষ্টভুজ
B
দশভুজ
C
দ্বাদশভুজ
D
নবভুজ
সমাধান:
ধরি, অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণ যথাক্রমে ৩ক ও ক।
আমরা জানি, অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের সমষ্টি ১৮০°।
প্রশ্নমতে,
৩ক + ক = ১৮০°
বা, ৪ক = ১৮০°
বা, ক = ১৮০°/৪
বা, ক = ৪৫°
অতএব, বহিঃস্থ কোণ = ক = ৪৫°
যেকোনো সুষম বহুভুজের বাহুর সংখ্যা = ৩৬০°/প্রতিটি বহিঃস্থ কোণ।
সুতরাং, বহুভুজটির বাহুর সংখ্যা = ৩৬০°/৪৫° = ৮টি।
অতএব, বহুভুজটি হবে একটি অষ্টভুজ (Octagon)।
ধরি, অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণ যথাক্রমে ৩ক ও ক।
আমরা জানি, অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের সমষ্টি ১৮০°।
প্রশ্নমতে,
৩ক + ক = ১৮০°
বা, ৪ক = ১৮০°
বা, ক = ১৮০°/৪
বা, ক = ৪৫°
অতএব, বহিঃস্থ কোণ = ক = ৪৫°
যেকোনো সুষম বহুভুজের বাহুর সংখ্যা = ৩৬০°/প্রতিটি বহিঃস্থ কোণ।
সুতরাং, বহুভুজটির বাহুর সংখ্যা = ৩৬০°/৪৫° = ৮টি।
অতএব, বহুভুজটি হবে একটি অষ্টভুজ (Octagon)।

0
Updated: 2 weeks ago
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ । পিতার বর্তমান বয়স ৪২ বছর হলে ১০ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল?
Created: 3 weeks ago
A
২ বছর
B
৬ বছর
C
৮ বছর
D
৪ বছর
সমাধান:
দেওয়া আছে,
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত = ৭ : ২
ধরি,
পিতা বর্তমান বয়স = ৭x বছর
পুত্রের বর্তমান বয়স= ২x বছর
প্রশ্নমতে,
৭x = ৪২
বা, x = ৪২/৭
∴ x = ৬ বছর
পুত্রের বর্তমান বয়স= ২x বছর
= (২ × ৬) বছর
= ১২ বছর
∴ ১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = (১২ - ১০) বছর
= ২ বছর ।

0
Updated: 3 weeks ago