"আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।" - এটি কার উক্তি?
A
মুহম্মদ আব্দুল হাই
B
মুহম্মদ শহীদুল্লাহ্
C
মীর মশাররফ হোসেন
D
কায়কোবাদ
উত্তরের বিবরণ
মুহম্মদ শহীদুল্লাহ
-
জন্ম: ১৮৮৫ সালের ১০ জুলাই, চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ
-
পরিচয়: বহুভাষাবিদ, শিক্ষক, দার্শনিক; ‘জ্ঞানতাপস’ হিসেবে খ্যাত
-
ডাকনাম / খ্যাতি: চলিষ্ণু অভিধান
-
উক্তি (১৯৫২, ভাষা আন্দোলন প্রেক্ষাপট):
"আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।"
-
বিখ্যাত গ্রন্থসমূহ:
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ব্যাকরণ
-
বাংলা সাহিত্যের কথা
-
বাংলা সাহিত্যের ইতিহাস
-
বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯)
-
-
অন্য কাজ: বাংলা একাডেমির আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক রচনা-
Created: 4 weeks ago
A
শকুন্তলা
B
ভ্রান্তিবিলাস
C
ব্রজবিলাস
D
সীতার বনবাস
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম
-
পৈতৃক পদবি: বন্দ্যোপাধ্যায়
-
স্বাক্ষর: ঈশ্বরচন্দ্র শর্মা
-
১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাঁকে বিদ্যাসাগর উপাধি প্রদান করে
-
বাংলা গদ্যের জনক; প্রথম যতি/বিরামচিহ্ন স্থাপনকারী
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতাল পঞ্চবিংশতি
-
বাংলা ভাষায় প্রথম মৌলিক গদ্য: প্রভাবতী সম্ভাষণ
-
ব্যাকরণগ্রন্থ: ব্যাকরণ কৌমুদী
-
মৃত্যু: ২৯ জুলাই ১৮৯১
বিখ্যাত গ্রন্থ:
-
নাটক: শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস
-
মৌলিক রচনা: অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ, যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা
-
শিক্ষামূলক গ্রন্থ: আখ্যান মঞ্জরী, বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা

0
Updated: 4 weeks ago
'গোরক্ষবিজয়' কোন ধারার সাহিত্য?
Created: 1 month ago
A
নাথসাহিত্য
B
মঙ্গলকাব্য
C
কবিগান
D
মর্সিয়া সাহিত্য
নাথসাহিত্য বাংলা সাহিত্যের এক বিশেষ ধারা, যা মূলত নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনি অবলম্বনে রচিত। এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধারার অন্যতম উল্লেখযোগ্য কাহিনি হলো শেখ ফয়জুল্লাহর ‘গোরক্ষবিজয়’। একই ধারায় রাজা মাণিকচন্দ্রের গান, ময়নামতীর গান এবং গোপীচন্দ্রের গান রচিত হয়েছিল। বিশেষ করে ময়নামতী-গোপীচন্দ্রের গানে গার্হস্থ্য জীবনের ভিত্তিতে যোগজীবনের নির্দেশিকা প্রকাশ পেয়েছে।

0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বছর সংস্কৃত কলেজ থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন?
Created: 3 weeks ago
A
১৮৩৫
B
১৮৩৯
C
১৮৪১
D
১৮৪৫
কবি দিলওয়ার – ‘গণমানুষের কবি’
-
‘গণমানুষের কবি’ হিসেবে পরিচিতি:
-
১৯৭৭ সালের ৭ মার্চ সিলেটে কবি দিলওয়ারকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
-
সংবর্ধনায় পড়া মানপত্রে উল্লেখ ছিল: ‘গণমানুষের কবি’ দিলওয়ারকে সিলেটের মানুষ অভিনন্দন জানাচ্ছে, ‘স্বদেশ, স্বজাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনাকে অঙ্গীকার করে’ তাঁর ‘আবাল্য কাব্যসাধনার’ জন্য।
-
সেই থেকে ‘গণমানুষের কবি’ অভিধাটি তাঁর নামের সঙ্গে সংযুক্ত হয়।
-
-
দিলওয়ার (Biography):
-
জন্ম: ১৯৩৭, সিলেট
-
প্রকৃত নাম: দিলওয়ার খান
-
-
প্রসিদ্ধ কবিতা গ্রন্থ:
-
জিজ্ঞাসা
-
ঐকতান
-
উদ্ভিন্ন উল্লাস
-
রক্তে আমার অনাদি অস্থ
-

0
Updated: 2 weeks ago