A
মুহম্মদ আব্দুল হাই
B
মুহম্মদ শহীদুল্লাহ্
C
মীর মশাররফ হোসেন
D
কায়কোবাদ
উত্তরের বিবরণ
মুহম্মদ শহীদুল্লাহ
-
জন্ম: ১৮৮৫ সালের ১০ জুলাই, চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ
-
পরিচয়: বহুভাষাবিদ, শিক্ষক, দার্শনিক; ‘জ্ঞানতাপস’ হিসেবে খ্যাত
-
ডাকনাম / খ্যাতি: চলিষ্ণু অভিধান
-
উক্তি (১৯৫২, ভাষা আন্দোলন প্রেক্ষাপট):
"আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।"
-
বিখ্যাত গ্রন্থসমূহ:
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ব্যাকরণ
-
বাংলা সাহিত্যের কথা
-
বাংলা সাহিত্যের ইতিহাস
-
বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯)
-
-
অন্য কাজ: বাংলা একাডেমির আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা' গ্রন্থটি কে সম্পাদনা করেন?
Created: 1 week ago
A
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
হরপ্রসাদ শাস্ত্রী
C
রাজা রাজেন্দ্রলাল মিত্র
D
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
চর্যাপদ
-
সংজ্ঞা: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন
-
প্রকাশের ইতিহাস:
-
১৮৮২ সালে Sanskrit Buddhist Literature in Nepal গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের তথ্য প্রকাশ করেন
-
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদের পদগুলি আবিষ্কার করেন
-
-
প্রকাশিত সংকলন:
-
১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ চর্যাপদের পদগুলি গ্রন্থাকারে প্রকাশ করে
-
প্রকাশিত গ্রন্থের নাম: হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
-
এতে চর্যাপদ, কৃষ্ণপাদ ও ডাকার্ণব-এর চারটি পুঁথি একত্রে সংকলিত হয়
-
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 week ago
'গেরিলা' কবিতাটি শামসুর রাহমান রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 week ago
A
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
B
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
C
রৌদ্র করোটিতে
D
বন্দী শিবির থেকে
শামসুর রাহমান ও 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থের নাম: বন্দী শিবির থেকে
-
প্রকাশকাল: ১৯৭২ সালের জানুয়ারি, কলকাতা
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া অবস্থায় লেখা
-
ছদ্মনাম: “মজলুম আদিব” (দেশ পত্রিকায় লেখা)
-
বিখ্যাত কবিতা:
-
গেরিলা
-
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
-
স্বাধীনতা তুমি
-
রক্তাক্ত প্রান্তরে
-
-
প্রারম্ভে: ‘পুর্বলেখ’ শিরোনামে রচনার প্রেক্ষাপট বর্ণনা

0
Updated: 1 week ago
চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবির নাম -
Created: 2 weeks ago
A
মানিক দত্ত
B
বিজয়গুপ্ত
C
মুকুন্দরাম চক্রবর্তী
D
কানা হরিদত্ত
চণ্ডীমঙ্গল কাব্য
‘চণ্ডীমঙ্গল’ হলো চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে রচিত মঙ্গলকাব্য।
এই কাব্যের আদি কবি মানিক দত্ত—চতুর্দশ শতকের কবি। তবে চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী, যিনি ষোড়শ শতকে এই ধারার শ্রেষ্ঠ রূপ দেন। কাব্যটি মূলত দুইটি কাহিনি নিয়ে গঠিত।
কাহিনি সংক্ষেপ
চণ্ডীর ইচ্ছা হয়েছিল পৃথিবীতে তাঁর পূজা প্রচার করার। এজন্য তিনি স্বামী শিবকে অনুরোধ করেন, শিবের একনিষ্ঠ ভক্ত নীলাম্বরকে পৃথিবীতে পাঠাতে। কিন্তু বিনা অপরাধে পাঠাতে শিব রাজি হননি।
পরে চণ্ডী ষড়যন্ত্র করে নীলাম্বরকে পৃথিবীতে পাঠান। নীলাম্বর জন্ম নেন কালকেতু নামে, ব্যাধ ধর্মকেতুর ঘরে। স্বর্গে তাঁর স্ত্রী ছায়া পৃথিবীতে জন্ম নেন ফুল্লুরা নামে।

0
Updated: 2 weeks ago