সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম কী?
A
টেকচাঁদ ঠাকুর
B
ভ্রমর
C
চিত্রগুপ্ত
D
কালকূট
উত্তরের বিবরণ
বাংলা লেখকদের ছদ্মনাম
-
সতীনাথ ভাদুড়ী – চিত্রগুপ্ত
-
সমরেশ বসু – কালকূট, ভ্রমর
-
প্যারীচাঁদ মিত্র – টেকচাঁদ ঠাকুর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
বৈষ্ণব পদাবলিতে 'শৃঙ্গার রস'কে কী নামে ডাকা হয়?
Created: 2 months ago
A
মধুররস
B
সখ্যরস
C
দাস্যরস
D
শান্তরস
বৈষ্ণব পদাবলি
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এ ধারার প্রথম পদকর্তা হিসেবে বাঙালি কবি জয়দেব পরিচিত। তাঁর রচিত ‘গীতগোবিন্দম্’ কাব্য, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এবং সংস্কৃত ভাষায় লিখিত, আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন হিসেবে গণ্য হয়।
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন। বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধা নায়িকা হিসেবে চিত্রিত। পদাবলিতে নায়িকার আটটি অবস্থা রয়েছে।
এই কাব্যে মোট পাঁচটি রস বিদ্যমান—
-
শান্তরস
-
দাস্যরস
-
সখ্যরস
-
বাৎসল্যরস
-
মধুররস (মধুররসকে শৃঙ্গার রসও বলা হয়)

0
Updated: 2 months ago
'হানিফা-কয়রাপরী' রোমান্টিক প্রণয়োপাখ্যানটি কার রচনা?
Created: 3 weeks ago
A
আবদুল হাকিম
B
নওয়াজিস খান
C
সাবিরিদ খান
D
সৈয়দ সুলতান
হানিফা-কয়রাপরী সাবিরিদ খানের রচিত একটি উল্লেখযোগ্য কাব্য, যা জঙ্গনামাজাত্মক যুদ্ধকাব্য হলেও প্রেমকাহিনির কারণে রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্ভুক্ত।
-
কাব্যটি খণ্ডিত আকারে পাওয়া গেছে, ফলে নামকরণে ভিন্নতা দেখা দিয়েছে।
-
ড. আহমদ শরীফ: হানিফার দিগ্বিজয়
-
আবদুল করিম সাহিত্যবিশারদ: মোহাম্মদ হানিফা ও কয়রাপরী
-
ড. মুহম্মদ এনামুল হক: হানিফা ও কযরাপরী
-
-
কাহিনির উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যায়নি।
-
মূল চরিত্র: হযরত আলীর পুত্র মুহম্মদ হানিফা।
-
কাহিনির সারমর্ম:
-
হানিফা ও জয়গুন পরিণয় লাভ করে।
-
দুজনই দিগ্বিজয়ী হিসেবে বহু রাজাকে পরাজিত করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেন।
-
হানিফা ও কয়রাপরীর প্রণয়কাহিনি কাব্যে বর্ণিত।
-
-
বৈশিষ্ট্য:
-
প্রেমকাহিনিভিত্তিক হলেও যুদ্ধমুখী কাব্য।
-
প্রণয়কাহিনি দ্রুতগতিতে অগ্রসর হয় এবং রোমান্সের পর্যায়ে পৌঁছায়।
-
সাবিরিদ খানের অন্যান্য কাব্যের তুলনায় এখানে গাম্ভীর্য কম, তবে প্রাঞ্জল ভাষারীতি ব্যবহৃত হয়েছে।
-

0
Updated: 3 weeks ago
কোন নাটক রচনার মাধ্যমে রামনারায়ণ তর্করত্ন 'নাটুকে রামনারায়ণ' নামে খ্যাতি লাভ করেছিলেন?
Created: 3 weeks ago
A
রত্নাবলী
B
অভিজ্ঞান শকুন্তলা
C
কুলীনকুলসর্বম্ব
D
মালতীমাধব
রামনারায়ণ তর্করত্ন ও তাঁর নাটক
-
রামনারায়ণ তর্করত্ন (১৮২২–১৮৮৬):
বাংলা নাটকের ইতিহাসে অস্থিরচিত্ততা কাটিয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি সামাজিক ও নৈতিক নাটক রচনায় খ্যাতি অর্জন করেন।
১. কুলীনকুলসর্বম্ব নাটক (১৮৫৪)
-
প্রকাশ ও খ্যাতি: রংপুরের কুন্ডী পরগনার জমিদার কালীচন্দ্র রায়চৌধুরী নাটক রচনার জন্য পঞ্চাশ টাকা পুরস্কার ঘোষণা করেন। রামনারায়ণ তর্করত্ন এই প্রতিযোগিতায় বিজয়ী হন।
-
বৈশিষ্ট্য:
-
তৎকালীন বাংলা নাটকে বৈচিত্র্যের পরিচয়।
-
সামাজিক জীবনের বাস্তব ঘটনা অবলম্বন।
-
শিথিল মূলকাহিনী এবং কৌতুকপূর্ণ দৃশ্য।
-
কৌতুকরস: কখনও করুণ, কখনও প্রহসনধর্মী।
-
-
প্রভাব: নাটকের সাফল্যের কারণে তিনি খ্যাতি পান ‘নাটুকে রামনারায়ণ’ নামে।
২. সংস্কৃত নাটক অনুবাদ
রামনারায়ণ তর্করত্ন সংস্কৃত নাটক অনুবাদেও দক্ষ ছিলেন। উল্লেখযোগ্য অনুবাদ নাটকগুলো:
-
বেণীসংহার (১৮৫৬)
-
রত্নাবলী (১৮৫৮)
-
অভিজ্ঞান শকুন্তলা (১৮৬০)
-
মালতীমাধব (১৮৬৭)

0
Updated: 3 weeks ago