‘ছাপান্ন হাজার বর্গমাইল’ উপন্যাসটি কোন ঘটনার প্রেক্ষাপটে রচিত?
A
গণঅভ্যুত্থান
B
২য় বিশ্বযুদ্ধ
C
ভাষা আন্দোলন
D
সামরিক আইন জারী
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
শুকুর মাহমুদ রচিত কাব্যের নাম কী?
Created: 1 month ago
A
ময়নামতির গান
B
গোপীচন্দ্রের সন্যাস
C
মীনচেতন
D
গোরাক্ষ বিজয়

0
Updated: 1 month ago
'সংশপ্তক' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৯৬৭ সালে
B
১৯৬১ সালে
C
১৯৬৫ সালে
D
১৯৬৩ সালে
‘সংশপ্তক’ শহীদুল্লাহ কায়সার রচিত একটি মহাকাব্যিক উপন্যাস, যা ১৯৬৫ সালে প্রকাশিত হয়। সংশপ্তক শব্দটি মহাভারত থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো সেই সৈনিকেরা যারা জীবন-মরণের পণ করে যুদ্ধ করে। উপন্যাসে হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক চেতনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ ও সাম্প্রদায়িকতার মতো প্রেক্ষাপট উপস্থাপিত হয়েছে। উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে আছে রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল প্রমুখ।
শহীদুল্লাহ কায়সার ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্ণ নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ। তিনি ছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের সহোদর। তিনি সাংবাদিকতা, সাহিত্য ও রাজনৈতিক জীবনে সক্রিয় ছিলেন। তাঁর ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ হলো পেশোয়ার থেকে তাসখন্দ, আর স্মৃতিকথামূলক রচনা রাজবন্দীর রোজনামচা, যা ১৯৬২ সালে প্রকাশিত হয়।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
সারেং বৌ
-
সংশপ্তক
-
কৃষ্ণচূড়া মেঘ
-
তিমির বলয়
-
দিগন্তে ফুলের আগুন
-
সমুদ্র ও তৃষ্ণা
-
চন্দ্রভানের কন্যা
-
কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)
ভ্রমণবৃত্তান্ত
-
পেশোয়ার থেকে তাসখন্দ
স্মৃতিকথা
-
রাজবন্দীর রোজনামচা

0
Updated: 1 month ago
'জুলাই শহীদ দিবস' পালিত হয় কবে?
Created: 2 months ago
A
১৬ জুলাই
B
১৮ জুলাই
C
৫ আগস্ট
D
৮ আগস্ট
‘জুলাই শহীদ দিবস’
-
উদযাপনের তারিখ: প্রতি বছর ১৬ জুলাই
-
ঘটনার প্রেক্ষাপট:
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে সরকার এই দিবস ঘোষণা করে। -
ঘোষণা তারিখ: ২ জুলাই, ২০২৫ (মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে)
-
দিবসের শ্রেণি: জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত
-
সম্পর্কিত দিবস: ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের পতনের দিন হিসেবে চিহ্নিত।
-
উদ্দেশ্য: শহীদ আবু সাঈদের ত্যাগ ও গণঅভ্যুত্থানকে স্মরণ করা।

0
Updated: 2 months ago