A
২টি
B
৫টি
C
৩টি
D
৭টি
উত্তরের বিবরণ
মঙ্গলকাব্য
-
সংজ্ঞা: দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক কাব্য, বাংলা সাহিত্যের প্রথম নিজস্ব কাহিনীকাব্য
-
রচনার কাল: ১৫ থেকে ১৮ শতকের শেষ অবধি
-
মূল রচনার কারণ: কবিরা স্বপ্নে দেবতাদের নির্দেশ পেয়ে রচনা করেছেন
-
প্রধান শাখা (৩টি):
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
ধর্মমঙ্গল
-
-
প্রধান দেবতা: মনসা, চণ্ডী, ধর্মঠাকুর (মনসা ও চণ্ডীর প্রাধান্য বেশি)
-
একটি সার্থক মঙ্গলকাব্যের অংশ (৫টি):
-
বন্দনা
-
আত্মপরিচয়
-
দেবখন্ড
-
মর্ত্যখন্ড
-
শ্রুতিফল
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
'বঙ্গসুন্দরী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 6 days ago
A
বুদ্ধদেব বসু
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
বিহারীলাল চক্রবর্তী
D
অমিয় চক্রবর্তী
বিহারীলাল চক্রবর্তী
-
জন্ম: ১৮৩৫, নিমতলা, কলকাতা
-
পরিচয়: আধুনিক বাংলা গীতিকবিতার পুরোধা, রবীন্দ্রনাথের কাব্যগুরু
-
সাহিত্যকর্ম: আধুনিক বাংলা গীতিকবিতার স্রষ্টা
-
বিশেষ শ্রদ্ধা: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘সারদা মঙ্গল’ কাব্য পড়ে তাঁকে ‘ভোরের পাখি’ আখ্যায়িত করেন
-
প্রখ্যাত কাব্যগ্রন্থ:
-
সারদা মঙ্গল (শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ)
-
সাধের আসন (শেষ কাব্যগ্রন্থ, ‘সারদা মঙ্গল’ এর পরিশিষ্ট)
-
অন্যান্য কাব্যগ্রন্থ: স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, বন্ধু-বিয়োগ, প্রেম প্রবাহিণী, নিসর্গ সন্দর্শন, বঙ্গসুন্দরী, নিসর্গ সঙ্গীত, মায়াদেবী, দেবরাণী, বাউল বিংশতি
-

0
Updated: 6 days ago
‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
Created: 6 days ago
A
The Lost Cousin
B
The Spoiled Child
C
The Royal Nephew
D
The Child Spoiled
'আলালের ঘরের দুলাল' উপন্যাস
-
লেখক: প্যারীচাঁদ মিত্র (ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর)
-
প্রকাশকাল: ১৮৫৮ খ্রিষ্টাব্দ
-
উপন্যাসের বৈশিষ্ট্য:
-
বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা
-
কথ্য ভাষা: ‘আলালী ভাষা’
-
প্রধান চরিত্র: মোকাজান মিঞা বা ঠকচাচা
-
চরিত্রের বৈশিষ্ট্য: ধূর্ততা, বুদ্ধিমত্তা ও প্রাণবন্ততা
-
-
-
অনুবাদ: ইংরেজীতে ‘The Spoiled Child’ নামে অনূদিত
প্যারীচাঁদ মিত্র
-
জন্ম: ২২ জুলাই ১৮১৪, কলকাতা
-
পেশা: লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী
-
লিখিত পত্রিকা: দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া, বেঙ্গল স্পেক্টেটর
-
ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 6 days ago
'শেষ প্রশ্ন' উপন্যাসের রচয়িতা কে?
Created: 1 week ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
সত্যেন্দ্রনাথ দত্ত
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘শেষ প্রশ্ন’ (উপন্যাস)
-
রচয়িতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
-
এতে তিনি নিত্য রূপান্তরশীল মানুষ, জীবন ও সমাজের চলমান আদল তুলে ধরেছেন।
-
প্রেক্ষাপট: বিশ শতকের প্রথমার্ধের মধ্যবিত্ত শিক্ষিত ভারতীয় বাঙালির মন-মানস ও পটভূমি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, হুগলি জেলার দেবানন্দপুরে।
-
প্রথম উপন্যাস: ‘বড়দিদি’ (১৯০৭) → প্রকাশিত হয় ভারতী পত্রিকায়।
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’ → এর জন্য তিনি ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার পান।
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬) → ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত।

0
Updated: 1 week ago