Choose the correct spelling.
A
Mischievious
B
Miscevious
C
Mischievous
D
Misschivous
উত্তরের বিবরণ
Correct Answer: গ) Mischievous
Mischievous (Adj)
-
Bangla Meaning: অনিষ্টকর; দুষ্টবুদ্ধি; ক্ষতিকর
-
English Meaning: able or tending to cause annoyance, trouble, or minor injury
Examples:
-
You were so mischievous when you were a child!
-
She had a mischievous look in her eyes.
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
Which sentence is correct?
Created: 2 months ago
A
This is an unique case
B
This is a unique case
C
This is a very unique case
D
This is the most unique case
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA.
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
• Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
Correct sentence: This is a unique case.
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।

0
Updated: 2 months ago
She agreed to help the poor. (passive)
Created: 1 month ago
A
She agreed the poor to help.
B
She agreed the poor to be helped.
C
The poor was agreed to be helped by her.
D
She agreed that the poor should be helped.
The correct answer is - ঘ) She agreed that the poor should be helped.
• Agree/ be anxious/arrange/determine/ be determined/ decide/demand + infinitive + object যুক্ত Active voice কে passive করার নিয়ম:
- প্রদত্ত Active voice এর subject ও verb বসে।
- that বসে।
- infinitive এর পরের Object (direct object) বসে।
- should be বসে।
- infinitive এর পরের verb এর past participle বসে।
• Example:
- Active: She agreed to help the poor.
- Passive: She agreed that the poor should be helped.
• More examples:
- Active: She decided to repair the car.
- Passive: She decided that the car should be repaired.
Other options
ক) She agreed the poor to help.
- এই বাক্যটি grammatically ভুল।
- "agree" এর পরে এইভাবে noun + infinitive বসে না। অর্থ অস্পষ্ট।
খ) She agreed the poor to be helped.
- এই structure সাধারণত "want", "allow", "expect" ইত্যাদি verb-এর পরে ব্যবহৃত হয়।
- "agree" verb এর সঙ্গে এভাবে ব্যবহার করা যায় না। Structure-wise ভুল।
গ) The poor was agreed to be helped by her.
"Agree" একটি intransitive verb, agree ক্রিয়া passive voice-এ ব্যক্তিগত ইচ্ছা বোঝাতে ব্যবহৃত হয় না।।
"Was agreed" বলাটা grammar অনুযায়ী ভুল।

0
Updated: 1 month ago
What kind of noun is 'Fleet'?
Created: 4 weeks ago
A
Proper noun
B
Common noun
C
Collective noun
D
Abstract noun
‘Fleet’ একটি Collective Noun। এটি একত্রিত কিছু ব্যক্তি বা বস্তুকে একটি সমষ্টি হিসেবে নির্দেশ করে।
Fleet:
-
English meaning: a number of warships under a single command
-
Bangla meaning: একক কর্তৃত্ব বা মালিকানাধীন জাহাজ, বিমান, বাস ইত্যাদির সমষ্টি; বহর
Collective Noun:
-
Collective Noun হলো সেই শব্দ যা একই ধরনের কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় এবং এককভাবে উচ্চারিত হয়।
-
অর্থাৎ, কিছু Common Noun-এর সমষ্টিকে Collective Noun বলে।
-
উদাহরণ: cattle, herd, army, public, library, jury, committee, fleet, crew, majority, minority, ইত্যাদি

0
Updated: 4 weeks ago