Neither the boy nor his friends ____ present.
A
was
B
is
C
are
D
has
উত্তরের বিবরণ
Correct Answer: গ) are
ব্যাখ্যা:
-
Neither...nor যুক্ত subject-এর verb নির্বাচন করা হয় দ্বিতীয় subject অনুযায়ী।
-
এখানে:
-
প্রথম subject: the boy → singular
-
দ্বিতীয় subject: his friends → plural
-
-
তাই verb হবে plural → are
-
সম্পূর্ণ বাক্য:
Neither the boy nor his friends are present.
-
অর্থ: "না ছেলেটি, না তার বন্ধুরা উপস্থিত ছিল।"
Other Options:
-
was – ভুল, singular verb; friends অনুযায়ী plural verb দরকার।
-
is – ভুল, singular verb; his friends-এর সাথে মেলে না।
-
has – ভুল, possession বোঝায়, এখানে প্রযোজ্য নয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
To doctor an animal means-
Created: 1 month ago
A
To treat it
B
To sterilize it
C
To poison it
D
To cure it
Doctor শব্দের অর্থ ও ব্যবহার নিয়ে Cambridge Dictionary এবং বাংলা একাডেমি উভয়ই স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। Cambridge Dictionary অনুসারে doctor (verb) প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হলে এর অর্থ হলো প্রাণীর প্রজনন অঙ্গ সরিয়ে দেওয়া,
যাতে সেটি আর বংশবিস্তার করতে না পারে। বাংলা একাডেমির Accessible Dictionary-তে doctor শব্দটি ক্রিয়া হিসেবে কয়েকটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে।
তথ্যগুলো হলো–
-
Cambridge Dictionary অনুযায়ী:
-
Doctor (verb) প্রাণীর ক্ষেত্রে অর্থ দাঁড়ায় প্রাণীর যৌন অঙ্গ অপসারণ করা, যাতে সে সন্তান জন্ম দিতে না পারে।
-
বাংলা অর্থ: (কথ্য) চিকিৎসা করা; বিড়াল বা ছাগলকে খাসি করা: to doctor a tomcat।
-
-
বাংলা একাডেমির Accessible Dictionary অনুযায়ী:
-
(কথ্য) চিকিৎসা করা; বিড়াল বা ছাগল ইত্যাদিকে খাসি করা: to doctor a tomcat।
-
ভেজাল মেশানো।
-
(লাক্ষণিক) হিসাবপত্র জাল করা।
-
-
Options এর অর্থ:
-
ক) treat: ওষুধ, ব্যায়াম ইত্যাদির মাধ্যমে কারও রোগ সারানো বা আঘাত নিরাময় করা।
-
খ) sterilize: কারও উপর চিকিৎসা-সংক্রান্ত অপারেশন করা, যাতে সে সন্তান জন্ম দিতে না পারে।
-
গ) poison: বিষ প্রয়োগের মাধ্যমে মানুষ বা প্রাণীকে হত্যা করা বা অসুস্থ করা।
-
ঘ) cure: অসুস্থ মানুষকে আবার সুস্থ করে তোলা।
-
অতএব, doctor an animal বললে মূলত to sterilize it বোঝানো হয়।

0
Updated: 1 month ago
He gave me only ____ information about the project.
Created: 3 weeks ago
A
a little
B
a few
C
the little
D
few
শূন্যস্থানে সঠিক উত্তর হলো a little, যা uncountable noun-এর ক্ষেত্রে তথ্য বা পরিমাণ নির্দেশ করতে ব্যবহার করা হয়।
-
Complete sentence: She gave me only a little information about the project.
-
ব্যবহারবিধি:
-
Only এর পর সর্বদাই a few বা a little ব্যবহার করা হয়।
-
Countable noun-এর ক্ষেত্রে: only a few
-
Uncountable noun-এর ক্ষেত্রে: only a little
-
-
এখানে information একটি uncountable noun, তাই এর আগে a little ব্যবহার হয়েছে।
-
-
Structure:
-
Only + a few / a few of + plural countable noun + plural verb + …
-
Only + a little / a little of + uncountable noun + singular verb + …
-
-
The little ব্যবহার হয় সামান্য পরিমাণ বোঝাতে, কিন্তু যতটুকু আছে তার সবটুকু নির্দেশ করে।

0
Updated: 2 weeks ago
Created: 3 weeks ago
A
Inevitable
B
Inevidable
C
Inevetable
D
Inevitabel
Inevitable শব্দের অর্থ হলো এমন কিছু যা নিশ্চিতভাবেই ঘটবে এবং যা এড়িয়ে যাওয়া বা প্রতিহত করা সম্ভব নয়। বাংলায় এর অর্থ হতে পারে অনিবার্য, অপরিহার্য, অবশ্যম্ভাবী, অনতিক্রম্য।
উদাহরণসমূহ:
-
শেষ পর্যন্ত অনিবার্য ঘটনা ঘটল এবং তিনি হার্ট অ্যাটাক করলেন।
-
এই দুর্ঘটনা ছিল অবহেলার অনিবার্য পরিণতি/ফল/ফলাফল।
উৎস:

0
Updated: 3 weeks ago