A
১৯১৭ সালে
B
১৯০৭ সালে
C
১৯১৬ সালে
D
১৯০৫ সালে
উত্তরের বিবরণ
চর্যাপদ
-
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন।
-
১৮৮২ সালে Sanskrit Buddhist Literature in Nepal গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রথম প্রকাশ করেন।
-
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদের কতকগুলো পদ আবিষ্কার করেন।
-
তাঁর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দ) চারটি পুঁথি একত্রে ‘হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে প্রকাশ করে।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 week ago
১৮) আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত?
Created: 2 weeks ago
A
অক্ষরবৃত্ত ছন্দ
B
স্বরবৃত্ত ছন্দ
C
পদ্যছন্দ
D
মাত্রাবৃত্ত ছন্দ
চর্যাপদের ছন্দ
মূল বৈশিষ্ট্য:
-
চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
-
তবে প্রাচীন কোন ছন্দে রচিত তা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে।
ছন্দের প্রভাব ও মিল:
-
সংস্কৃত পজঝটিকা ছন্দের প্রভাব:
-
প্রতিটি চরণ ষোল মাত্রার
-
চরণে চার পর্ব, প্রতিটি পর্বে চার মাত্রা
-
-
শৌরসেনী প্রাকৃত প্রভাবিত পাদাকুলক ছন্দের সঙ্গেও মিল
-
পাদাকুলক ছন্দের চরণও ষোল মাত্রার, প্রতিটি চরণে চার পর্ব, প্রতি পর্বে চার মাত্রা
-
মন্তব্য:
-
চর্যাপদ মাত্রাবৃত্ত রীতিতে গঠিত হলেও বর্তমান সুনির্দিষ্ট মাত্রাবৃত্ত গণনা পদ্ধতি এতে মানা হয়নি।
-
আধুনিক ছন্দের বিচারে মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচিত।

0
Updated: 2 weeks ago
কোন লেখকের ছদ্মনাম 'যুবনাশ্ব'?
Created: 1 week ago
A
নারায়ণ গঙ্গোপাধ্যায়
B
মণিশঙ্কর মুখোপাধ্যায়
C
নীহাররঞ্জন গুপ্ত
D
মণীশ ঘটক
ছদ্মনামসমূহ
আসল নাম | ছদ্মনাম |
---|---|
মণীশ ঘটক | যুবনাশ্ব |
নীহাররঞ্জন গুপ্ত | দাদাভাই, বাণভট্ট |
মণিশঙ্কর মুখোপাধ্যায় | শংকর |
নারায়ণ গঙ্গোপাধ্যায় | সুনন্দ |

0
Updated: 1 week ago
‘শূন্যপুরাণ’ প্রকাশ করেন কে?
Created: 1 week ago
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ
B
নাগেন্দ্রনাথ বসু
C
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
D
রাজেন্দ্রলাল মিত্র
‘শূণ্যপুরাণ’
-
রচয়িতা: রামাই পণ্ডিত
-
বিষয়: ধর্মপূজাপদ্ধতি সম্পর্কিত ধর্মীয় তত্ত্বগ্রন্থ
-
সাহিত্যকাল: অন্ধকার যুগ
-
কারো মতে ১৩শ থেকে ১৮শ শতাব্দীর মধ্যে রচিত।
-
-
ধরন: গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য
-
অধ্যায়: মোট ৫১টি, প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
-
গ্রন্থের ইতিহাস: নামহীন অবস্থায় পাওয়া;
-
বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু ১৩১৪ বঙ্গাব্দে তিনটি পুথি সংগ্রহ করে ‘শূণ্যপুরাণ’ নামে প্রকাশ করেন।
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago